উত্তর সুইডেনের ইয়ুকাসিয়ার্ভি গ্রামে বিশ্বের প্রথম ও সবচেয়ে বড় আইস হোটেল অবস্থিত৷ আবাসিক এই হোটেলটি বরফ আর তুষার দিয়ে তৈরি৷ রুমের তাপমাত্রা থাকে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস৷
বিজ্ঞাপন
হোটেলের ৬৫টি ঘরের প্রতিটি প্রতিবছর আলাদাভাবে ডিজাইন করা হয়৷ বিছানার জাজিম আর বলগা হরিণের চামড়া ছাড়া অন্য সব বরফ কিংবা তুষারের তৈরি৷
ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই হোটেলে রাতে থাকা যায়৷ বাকি সময় অবশ্য একটি অংশ খোলা থাকে৷ সেই সময় সৌরশক্তি দিয়ে রুম ঠান্ডা রাখা হয়৷
প্রতিবছর নভেম্বরের শুরুতে প্রায় একশ'জনের একটি দল হোটেলের অস্থায়ী ঘরগুলো তৈরির কাজ শুরু করে৷ এতে ব্যবহৃত হয় প্রায় ৩৫ হাজার টন বরফ ও তুষার৷ প্রতি মৌসুমে প্রায় ১০০ জন ডিজাইনার ঘরগুলোর জন্য নকশার প্রস্তাব করেন৷
চীনের হার্বিনে বরফের স্বপ্নলোক
বৃহস্পতিবার, জানুয়ারির পাঁচ তারিখে চীনের হার্বিনে ২০১৭ সালের তুষার ভাস্কর্য প্রদর্শনী শুরু হয়েছে৷ উত্তরের হাইলংজিয়াং প্রদেশের রাজধানীতে প্রতিবছর দু’হাজারের বেশি সুবিশাল বরফের ভাস্কর্য দেখতে দেশ-বিদেশ থেকে মানুষ আসেন৷
ছবি: Getty Images/AFP/N. Asfouri
হার্বিনের আইস ফেস্টিভ্যাল
ছবিতে যে বুদ্ধমূর্তি দেখা যাচ্ছে, সেটি ছাড়া সামনের সেতুগুলিও বরফের তৈরি৷
ছবি: picture-alliance/dpa/T. Weitao
তুষারে গড়া রূপকথার জগৎ
আকাশ থেকে এক আশ্চর্য দৃশ্য৷ রাতে সুবিশাল ভাস্কর্যগুলি রঙিন আলোয় উদ্ভাসিত করা হয়৷ তুষারশিল্পীরা বেশ কয়েক সপ্তাহ ধরে অবিরাম পরিশ্রম করে বিশ্বের বিভিন্ন প্রখ্যাত ভবন ও ভাস্কর্যের অনুলিপি গড়েন৷
ছবি: picture-alliance/dpa/T. Weitao
রাজকীয়
বেইজিং-এর টেম্পল অফ দ্য স্কাই বা আকাশমন্দিরে শেষ দুই রাজবংশের নৃপতিরা ভালো ফসলের জন্য প্রার্থনা করতেন - হার্বিনে রয়েছে তার হিমায়িত সংস্করণ৷
ছবি: picture-alliance/dpa/T. Weitao
সাইবেরিয়ার শৈত্য
বিষুবরেখা থেকে দূরত্বের বিচারে হার্বিন ভেনিসের সঙ্গে সমান উচ্চতায় হলেও, শীতে সাইবেরিয়ার শৈত্য এখানে রাজত্ব করে৷ জানুয়ারি মাসে হার্বিনের গড় তাপমাত্রা হলো মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস৷
ছবি: picture-alliance/Photoshot/W. Jianwei
নদী থেকে বরফ
তুষার ভাস্কর্যের কাঁচামাল আসে সংহুয়া নদী থেকে, যা হার্বিনের মাঝখান দিয়ে চলে গেছে৷ নভেম্বর থেকে এপ্রিল অবধি এই নদী এক মিটার গভীরতা অবধি জমে বরফ হয়ে থাকে৷ যান্ত্রিক করাত দিয়ে সেই বরফ কেটে স্লেজে করে প্রদর্শনীর স্থলে পাঠানো হয়৷
ছবি: Reuters/A. Song
সুবিশাল প্রদর্শনী
১৫০টি ফুটবল মাঠের সমান এলাকা জুড়ে সুবিশাল তুষার ভাস্কর্যগুলি সৃষ্টি করেন প্রায় দশ হাজার শিল্পী৷ আবহাওয়া সদয় থাকলে তাদের শিল্পকর্মগুলি তিন মাস অবধি খোলা আকাশের নীচে অক্ষত থাকবে৷
ছবি: Reuters
শূন্য তাপাঙ্কের নীচে প্রেম
শুধু তুষারের ভাস্কর্য কেন, সেই সঙ্গে আছে আইসক্রিম খাবার বার ও রেস্টুরেন্ট৷ জমে যাওয়া নদীর বরফে গর্ত করে মাছ ধরা যায়৷ এ বছর দশ লাখ অবধি দর্শক ও অতিথির আশা করছেন উদ্যোক্তারা৷
ছবি: picture-alliance/ZUMAPRESS.com
7 ছবি1 | 7
আইসহোটেল তৈরির পরিকল্পনা শুরু ১৯৮৯ সালে৷ বরফশিল্পীরা সেই সময় একটি ‘ইগলু' অর্থাৎ এস্কিমোদের ঘর তৈরি করেছিলেন, যা পরে বার হিসেবে ব্যবহৃত হয়েছিল৷ পার্টি শেষ করার পর অনেকে ঐ ইগলুতে ঘুমিয়ে পড়েছিলেন৷ সেই থেকে শুরু৷
এই হোটেলে এক রাত থাকার খরচ ২৩০ ইউরো৷ অতিথিরা সাধারণত একটি রাতই ঐ হোটেলে থাকেন৷
ডিজাইনার আনা ওলুন্ডের নকশায় ঐ হোটেলে একটি ঘর সাজানো হয়েছিল৷ তিনি বলেন, ‘‘মানুষ যখন সুইডেনের কথা ভাবে তখন স্টকহোম আর আইসহোটেলের কথা মনে করে৷ এখন অনেক পর্যটক এখানে আসছেন, থাকছেন, কাজও করছেন৷ আমার মনে হয়, এটিই আসলে গুরুত্বপূর্ণ৷''
বাইরের তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস হলেও হোটেল রুমের তাপমাত্রা রাখা হয় মাইনাস পাঁচ ডিগ্রি৷
ইউরোপের কিছু আজব হোটেল
ক্রেনের মাথায় হোটেল, রুপোর খনির তলায় হোটেল, ট্রোজান ঘোড়া কিংবা উফো’র মতো দেখতে হোটেল - সবই কিন্তু ইউরোপে!
ছবি: Ufogel Hotel
ফারাল্ডা ক্রেন হোটেল, নেদারল্যান্ডস
আমস্টারডাম বন্দর এলাকার একটি ভারী ক্রেনকে তিন সুইটের একটি ডিজাইনার হোটেলে পরিণত করা হয়েছে৷ মাটি থেকে ৪৫ মিটার উঁচুতে রাত কাটানো, সেই সঙ্গে এরকম একটা ভিউ!
ছবি: Crane Hotel Faralda Amsterdam
ফারাল্ডা ক্রেন হোটেল, নেদারল্যান্ডস
ছবি: Crane Hotel Faralda Amsterdam
ফারাল্ডা ক্রেন হোটেল, নেদারল্যান্ডস
ছবি: Edwin Kornmann/Faralda Crane Hotel
সিলভার মাইন হোটেল, সুইডেন
সুইডেনের সালা শহরের এই হোটেলটি পরিত্যক্ত, অর্থাৎ ছেড়ে যাওয়া এক রুপোর খনির ভিতরে, মাটি থেকে ১৫৫ মিটার নীচে৷
ছবি: Martinus Schwarzkopf
সিলভার মাইন হোটেল, সুইডেন
ছবি: gruvtroll.se
সিলভার মাইন হোটেল, সুইডেন
ছবি: Uniqhotels.com
ইংল্যান্ডের উপকূলে স্পিটব্যাংক ফোর্ট
স্পিটব্যাংক ফোর্টটি তৈরি করা হয়েছিল ১৮৫৯ সালে, প্রতিরক্ষার জন্য৷ আজ সেটি একটি লাক্সারি হোটেল৷
ছবি: Amanda Retreats
ইংল্যান্ডের উপকূলে স্পিটব্যাংক ফোর্ট
ছবি: Solentforts
ইংল্যান্ডের উপকূলে স্পিটব্যাংক ফোর্ট
ছবি: Solentforts
ট্রোজান হর্স, লা বালাদ দে নোম, বেলজিয়াম
‘হেলেন অফ ট্রয়’-কে কেন্দ্র করে যুদ্ধে কাঠের ঘোড়ার পেটে ট্রোজান সৈন্যদের কথা মনে আছে তো? সেই গ্রিক কিংবদন্তির অনুকরণে বেলজিয়ামের এই হোটেল৷
ছবি: Uniqhotels.com
ট্রোজান হর্স, লা বালাদ দে নোম, বেলজিয়াম
ছবি: uniqhotels.com
ট্রোজান হর্স, লা বালাদ দে নোম, বেলজিয়াম
ছবি: Uniqhotels.com
উফোগেল হোটেল, অস্ট্রিয়া
উফোগেল নামটা এসেছে ইউএফও, অর্থাৎ আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট, আর জার্মান শব্দ ‘ভোগেল’ বা ‘পাখি’ থেকে৷ চারদিকে আল্প্স পর্বতমালার দৃশ্য৷