করোনার কারণে বিশ্বের অনেক আর্ট মিউজিয়াম বন্ধ রাখতে হয়েছে৷ এরমধ্যে কিছু মিউজিয়াম সীমিত আকারে খুলেছে৷ আর কিছু মিউজিয়াম কোনোদিন খুলবে কিনা সন্দেহ৷ এমন পরিস্থিতিতে বিশ্বের প্রথম ভার্চুয়াল আর্ট মিউজিয়াম খুলছে৷
বিজ্ঞাপন
ইমপ্রেশনিস্ট ও পোস্ট ইমপ্রেশনিস্টদের আঁকা ছবির সবচেয়ে বড় সংগ্রহশালা ফ্রান্সের ‘মুজি ডরসে’ মিউজিয়াম৷ সেখানে ফান গখ, ক্লদ মনে, এডুয়ার মানে, এডগার ডেগা, পল গোগার মতো শিল্পীদের ছবি রয়েছে৷ ভার্চুয়াল আর্ট মিউজিয়ামে মুজি ডরসের কিছু ছবি যেমন শোভা পাবে, তেমনি প্রদর্শিত হবে নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট’সহ নামকরা আরও কয়েকটি মিউজিয়ামের ছবি৷ থাকবে ডিজিটাল ছবিও৷
এই মিউজিয়ামে ঢুকতে কোনো মূল্য দিতে হবে না৷ দর্শকদের ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা দিতে সিজিআই (কম্পিউটার-জেনারেটেড ইমেজারি) ডিজাইনার, স্থপতি ও গেমিং এক্সপার্টদের পরামর্শ নিয়ে একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়েছে৷
ভার্চুয়াল মিউজিয়ামটিতে একটি ডিজিটাল ভবনের আবহ তৈরি করা হবে৷ ফলে দর্শকরা আসল গ্যালারির মতোই বিভিন্ন তলায় গিয়ে ছবি দেখতে পাবেন৷ মিউজিয়ামের পরিকল্পক স্টুয়ার্ট সেম্পেল বলছেন, লকডাউনের সময় অনলাইনে বিভিন্ন মিউজিয়াম ঘুরতে গিয়ে দর্শকদের কাছে বিষয়টি ‘অনেকগুলো ছবি একসঙ্গে গাঁথা’র মতো মনে হয়েছে৷ সেই সমস্যা থেকে মুক্তি দিতে ডিজিটাল ভবনে মিউজিয়ামটি তৈরি করা হয়েছে বলে জানান তিনি৷
বিনামূল্যে মিউজিয়ামে প্রবেশের সুযোগ থাকায় সব ধরনের দর্শক সেখানে যেতে পারবেন বলে আশা করছেন আয়োজকরা৷ তারা বলছেন, দর্শকরা ইদানিং দাস প্রথা ও ঔপনিবেশিকতার সঙ্গে অনেক বিখ্যাত শিল্পকর্মের সংযোগ খুঁজে পাচ্ছেন৷ মিউজিয়ামের কিউরেটর লি কাভালিয়েরে বলেন, ‘‘আর্ট ওয়ার্ল্ডটা শ্বেতাঙ্গ দর্শকদের দিকে অনেকখানি ঝুঁকে রয়েছে৷ এটা শুধু নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস আর হংকং৷ এটা (ভার্চুয়াল মিউজিয়াম) সেই প্রথা ভাঙার একটা সুযোগ,’’ বলে জানান ৷
জেডএইচ/এসিবি (থমসন রয়টার্স ফাউন্ডেশন)
১৫ এপ্রিলের ছবিঘরটি দেখুন...
লকডাউনে জাদুঘর দেখুন
লকডাউনে ঘরবন্দি বলে বেড়াতে যেতে পারছেন না? জাদুঘর দেখতে পারছেন না? অনলাইনে দেখে নিন বিশ্বের অন্যতম সেরা পাঁচটি জাদুঘর...
ছবি: picture-alliance/AP Photo/P. Dejong
ল্যুভর
প্যারিসের এই জাদুঘর চেনেন না এমন শিল্পানুরাগী মানুষ খুব কম আছে৷ লিওনার্দো দা ভিঞ্চি, দনাতেলো, মিকেলেঞ্জেলোসহ অনেক বিখ্যাত শিল্পীর শিল্পকর্ম দেখা যাবে ল্যুভরের ওয়েবসাইটে ঢুঁ মারলে৷ গত মার্চ থেকে অনলাইনে ল্যুভর দেখা অনেক বেড়ে গেছে৷ প্রতিদিন গড়ে এক লাখ মানুষ দেখছেন এই জাদুঘর৷
ছবি: ADAGP/Musée du Louvre/A. Mongodin
মিউজিয়াম অফ দ্য আর্থ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এখন করোনা ভাইরাসের আক্রমনে ধুঁকছে৷ তাই বলে ইথাকার মিউজিয়াম অব দ্য আর্থ অনলাইনে দেখতে কোনো সমস্যা নেই৷ গিয়ে দেখলে সাড়ে চারশ’ কোটি বছরের সৃষ্টির ইতিহাস দেখা যায় সেখানে৷ অনলাইনে এতটা দেখা না গেলেও লকডাউনের কষ্ট ভোলা যাবে অনায়াসে৷ আল্ট্রা-হাই রেজোলুশনের ছবিতে সত্যিই জীবন্ত মনে হয় সবকিছু!
ছবি: picture alliance/dpa/P. Pleul
দ্য ব্রিটিশ মিউজিয়াম
লন্ডনের এই মিউজিয়াম খুলতে দেরি আছে৷ তবে অনলাইনে বিশাল এই জাদুঘরের কিছু অংশ ঘরে বসে দেখা যেতেই পারে৷ ওয়েব গ্রাফিক লাইব্রেরির সর্বাধুনিক প্রযুক্তির সহায়তায় সময়ের সিঁড়ি বেয়ে বেয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ, এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতির রাজ্য ঘুরে দেখতে ভালো লাগবে নিশ্চিত৷
ছবি: picture-alliance/dpa/The Trustees of the British Museum
স্টেট মিউজিয়াম অফ বার্লিন
বার্লিনের স্টাটলিশে মুজিয়ুম সু বার্লিন, অর্থাৎ, বার্লিনের স্টেট মিউজিয়াম অনলাইনে ভিজিট করলেও শিল্পপিপাসু মন মুগ্ধ হবে৷ ১৫ই মার্চ করোনা ভাইরাসের কবল থেকে সবাইকে বাঁচাতে সব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার পর জাদুঘর কর্তৃপক্ষ অনলাইনের দর্শকদের জন্য বিশেষ কিছু প্রদর্শনীর আয়োজন করেছে৷ গুগল আর্ট অ্যান্ড কালচারের সহায়তায় সে যে কত বড় আয়োজন না দেখলে বোঝা যাবে না৷
ছবি: Getty Images/M. Hitij
ভ্যান গগ মিউজিয়াম
আমস্টারডামে ডাচ মায়েস্ত্রো ভিনসেন্ট ভ্যান গগের ( প্রকৃত উচ্চারণ ভিসেন্তে ফন গখ) এই জাদুঘরে সব সময় দর্শনার্থীর ভীড় থাকে৷ করোনার কারণে এই জাদুঘরও এখন বন্ধ৷ তবে জাদুঘর কর্তৃপক্ষ জানাচ্ছে, অনলাইনে প্রতিদিন ভ্যান গগের জীবন এবং শিল্পকর্ম দেখার সুযোগ নিচ্ছেন কয়েক লাখ মানুষ৷