1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম সলিড-স্টেট ব্যাটারি প্রস্তুতকারক হতে পারে জার্মানি

১৩ জানুয়ারি ২০২৫

বিশ্বের প্রখ্যাত ব্যাটারি নির্মাতারা এখন সলিড-স্টেট ব্যাটারি উৎপাদনের চেষ্টা করছেন৷ কারণ, এই ব্যাটারি ব্যবহার করে একটি গাড়ি এখনকার চেয়ে অনেক দূর যেতে পারবে৷ এছাড়া এই ব্যাটারি চার্জ করতে সময় ও খরচও কম হবে৷

জার্মানির স্টার্ট-আপ হাইপারফর্ম্যান্সব্যাটারি বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে সলিড-স্টেট ব্যাটারি উৎপাদন শুরু করতে পারে৷
সলিড-স্টেট ব্যাটারির চাহিদা বাড়ছেছবি: DW

জার্মানির স্টার্ট-আপ হাইপারফর্ম্যান্সব্যাটারি বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে সলিড-স্টেট ব্যাটারি উৎপাদন শুরু করতে পারে৷

সলিড-স্টেট ব্যাটারি অনেকদিন টেকে, এতে কোবাল্টের মতো কাঁচামাল লাগে না, আর পারফর্ম্যান্সও ভালো৷ চীনও এই ব্যাটারি তৈরির চেষ্টা করছে৷ তাই প্রতিযোগিতা অনেক৷

সলিড-স্টেট ব্যাটারির চাহিদা বাড়ছে

04:19

This browser does not support the video element.

জার্মানিতে এখনও হাতে করে সলিড-স্টেট ব্যাটারি তৈরি করা হয়৷ তবে স্টার্ট-আপ হাইপারফর্ম্যান্স ব্যাটারি প্রতিনিয়ত মডেল উন্নত করে চলছে৷ প্রযুক্তিটা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, উৎপাদন শুরু করা যেতে পারে৷ প্রথম লাইসেন্সও বিক্রি করা হয়ে গেছে৷

হাইপারফর্ম্যান্স ব্যাটারির সিইও সেবাস্টিয়ান হাইনৎস বলেন, ‘‘আমরা ব্যাটারি প্রযুক্তিটা এমনভাবে এগিয়ে নিয়েছি যেন ১.৩ কিলোওয়াট-ঘণ্টার মডিউল দিয়ে শুরু করে প্রয়োজন হলে সেটা পরে আরও বাড়াতে পারি৷ সেক্ষেত্রে বাড়ি ছাড়াও শিল্পকারখানায় ব্যাটারিটি ব্যবহার সম্ভব হবে৷ অনেক ক্ষেত্রে এই ব্যাটারি ব্যবহারের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি৷'' 

কনটেইনারে বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থার গুরুত্ব ক্রমে বাড়ছে৷ অনেক দেশ বায়ু ও সৌরশক্তির উপর নির্ভর করে৷ কিন্তু আমরা জানি যে, এসব উৎস থেকে সবসময় বিদ্যুৎ পাওয়া যায় না৷ ফলে নিয়মিত সরবরাহ পেতে হবে জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা থাকা ভালো৷ এটি মাল্টি বিলিয়ন ইউরো শিল্প হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে৷

সুইজারল্যান্ডে পাহাড়ের কোথাও জার্মানির ঐ স্টার্ট-আপের একটি পার্টনার বিশ্বের প্রথম সলিড-স্টেট ব্যাটারি তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করছে৷ তবে তার আগে প্রয়োজনীয় ৮০ মিলিয়ন ইউরো তুলতে হবে৷

ব্যাটারি বিশেষজ্ঞ শিয়াওহান উ জানান, ‘‘চীনারাও সলিড-স্টেট ব্যাটারি নিয়ে কাজ করছে৷ সম্প্রতি চীনা সরকার এক্ষেত্রে কাজ করার জন্য ৮০০ মিলিয়ন ইউরোর একটি কর্মসূচি শুরু করেছে৷''

বিশ্বের ব্যাটারি বাজারের ৭০ শতাংশ চীনের নিয়ন্ত্রণে আছে৷ সলিড-স্টেট ব্যাটারি উৎপাদন এগিয়ে নিয়ে যেতে তাদের সবচেয়ে বেশি অর্থ আছে৷ কিন্তু এই প্রযুক্তির দিকে সবাই কেন এত তাকিয়ে আছে?

প্রচলিত ব্যাটারিতে আয়ন নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাওয়া-আসার মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয়৷ আয়ন একটি তরলের মধ্যে চলাচল করে৷ কিন্তু অনেকদিন ধরে রাসায়নিক বিক্রিয়ার কারণে একসময় ব্যাটারির ক্ষমতা কমে যায়৷

কিন্তু সলিড-স্টেট ব্যাটারিতে আয়নের চলাচলের পথে তরলের পরিবর্তে কঠিন পদার্থ ব্যবহার করা হয়৷ ফলে তাত্ত্বিকভাবে এই ব্যাটারি কয়েক দশক পর্যন্ত ব্যবহার করতে পারার কথা৷ 

জার্মান স্টার্ট-আপের একটি সুবিধা আছে- তারা ব্যাটারিতে একটি তরল ঢোকায়, যেটি শক্ত হয়ে সলিড-স্টেট ব্যাটারিতে পরিণত হয়৷ সে কারণে উৎপাদন প্রক্রিয়াটি সহজও হয়ে ওঠে৷

সেবাস্টিয়ান হাইনৎস বলেন, ‘‘বর্তমানে যেভাবে লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরি হয় আমরা সেভাবেই সেগুলো তৈরি করি৷ এটাই সলিড-স্টেট ব্যাটারি তৈরি করা অন্য কোম্পানিগুলোর কাছ থেকে আমাদের আলাদা করে৷ কারণ ঐ কোম্পানিগুলোকে ব্যাটারি সেলের বাইরে শক্ত পদার্থটি তৈরি করতে হয়৷''

সলিড-স্টেট ব্যাটারি তৈরির চেষ্টা চালানো অন্য প্রতিযোগী কোম্পানিদের সবসময় নতুন উৎপাদন পদ্ধতি পরীক্ষা করে দেখতে হয়৷ তাই উৎপাদনে যেতে তাদের দেরি হচ্ছে৷

কিন্তু মাত্র পাঁচ মিলিয়ন ইউরো নিয়ে ছোট্ট একটি জার্মান স্টার্ট-আপ কি এশিয়ার মাল্টি-বিলিয়ন ইউরো থাকা কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে?

সেবাস্টিয়ান হাইনৎস বলেন, ‘‘আমার মনে হয় বাজারটা অনেক বড় এবং দ্রুত এটা বাড়ছে৷ ফলে আমরা এমন বাজারের কথা ভাবছি যেখানে প্রয়োজন হওয়া মাত্র সরবরাহ করতে হবে৷ সে কারণে আমি নিশ্চিত যে এই বাজারে অনেক কোম্পানি কাজ করতে পারবে৷''

তবে জার্মানির সলিড-স্টেট ব্যাটারির একটি অসুবিধা আছে: প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এই ব্যাটারি কম শক্তি সংরক্ষণ করে৷ ফলে ভবিষ্যতের ইলেক্ট্রিক বাহনের জন্য এটি হয়ত উপযোগী হবে না৷ এশিয়ার কোম্পানিগুলো এমন ব্যাটারি তৈরির চেষ্টা করছে যেটি দিয়ে গাড়ি এক হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারবে৷ তবে এখনও অনেক পথ যেতে হবে৷

তারপরও বিশ্বের প্রথম সলিড-স্টেট ব্যাটারি প্রস্তুতকারক দেশ হিসেবে জার্মানির নাম আসতে পারে- সম্ভবত ২০২৬ সালের মধ্যে৷

প্রতিবেদন: মিল্টিয়াডেস শ্মিড্ট/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ