কার্মেনের বয়স এখন ৮৫৷ কিন্তু বয়সটা যে নিতান্তই একটা সংখ্যা, সেটাই প্রমাণ করলেন কার্মেন৷ ব়্যাম্পের আলো-আঁধারিতে তাঁর হাঁটাচলা, দুই হাতের মুদ্রা, চাহনি – সবকিছুতেই যেন ‘ম্যাজিক', এক নয়নাভিরাম নস্টালজিয়ার ছোঁয়া৷
হবে না? দীর্ঘ একটা সময়ের অভিজ্ঞতা রয়েছে যে তাঁর৷ তিনিই যে বিশ্বের প্রবীণতম সুপারমডেল!
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পরই মডেলিং জগতে প্রবেশ করেন কার্মেন ডেল'অরেফিস৷ তখন তাঁর কী-ই বা বয়স হবে? এই ১৩ বা ১৪৷ তখন থেকেই শুরু৷ এরপর বহু ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে কার্মেনকে৷ কিন্তু তিনি হাল ছাড়ার পাত্রী ছিলেন না৷ একটা সময় শত কষ্ট, দরিদ্রতার মধ্যেও মডেলিং-ই তাঁকে বাঁচিয়ে রেখেছে, দিয়েছে এগিয়ে যাওয়ার সাহস৷ আর আজ, সেই ফেলে আসা সময়টাই কার্মেনের সবচেয়ে বড় শক্তি৷
‘‘আমি জীবনের এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি, যখন আমার মনে হচ্ছে যে এ সময়টা একান্তই আমার৷ গোটা একটা ইতিহাসের সাক্ষী আমি৷ দীর্ঘ একটা সময়ের অভিজ্ঞতা আছে আমার ঝুলিতে৷ আমি এ সময়টা পার হয়ে এসেছি, সময়টার মালিক আমি নিজে৷ তাই তো নিজেকে, আমার ফেলে আসা সময়টাকে নিজের মতো করে উপস্থাপন করতে পারি আমি৷''
গত ১৫ বছরে জীবনের সবচেয়ে ব্যস্ত সময়টা পার করেছেন কার্মেন৷ তাঁর কথায়, ‘‘বুড়ো আমাদের সকলকেই হতে হবে, মরতেও হবে একদিন৷ কিন্তু ঠিক কীভাবে আমরা বুড়ো হবো, কীভাবে জীবনটা কাটাবো – সেটা তো আমাদেরই হাতে৷ তাই আমি জীবনের শেষ দিনটি পর্যন্ত কাজ করে যেতে চাই৷''
বলা বাহুল্য, সামাজিক যোগাযোগের মাধ্যমে কার্মেনের এই গল্পে উচ্ছ্বসিত অনেকেই৷ তাই অসংখ্যবার ‘শেয়ার' করা হয়েছে ভিডিওটি৷ আপনিও দেখেছেন তো?
পেটের জন্যে মানুষ কি না করে৷ তবে না-খেয়ে না-দেয়ে ওজন কমিয়ে পয়সা কামান রোগা-সোগা ফ্যাশন মডেলরা - পার্ফেক্ট ফিগারের নাম করে৷ তবে তা আর বেশিদিন চলবে না৷
ছবি: Colourboxফ্যাশন ম্যাগাজিন বা কোনো বিউটি প্রোডাক্টের বিজ্ঞাপনে মডেলদের এমনভাবে দেখানো হয়, বাস্তবের সঙ্গে যার বিশেষ কোনো সম্পর্ক নেই৷ ফটোশপের কল্যাণে বড় বড় চোখ আর ভরা ঠোঁট দেখিয়ে বাজিমাত করা হয়৷
ছবি: APফ্রান্সে নতুন কানুন চালু হয়েছে যে, এই ধরনের ছবির নীচে বলে দিতে হবে যে, ফটোশপ ব্যবহার করে ছবির রদবদল করা হয়েছে - অর্থাৎ ছবি ‘‘টাচ আপ’’ করা হয়েছে৷
ছবি: haveseen - Fotoliaএছাড়া মডেলদের ডাক্তারের সার্টিফিকেট দেখাতে হবে, যাতে লেখা থাকবে যে, তারা সুস্থ এবং প্রয়োজনের চেয়ে বেশি রোগা নয়৷ এজন্য তাদের বিএমআই বা ‘বডি মাস ইনডেক্স’ পরীক্ষা করে দেখা হবে৷
ছবি: picture-alliance/dpa/S. Stacheবিএমআই-তে উচ্চতা অনুযায়ী ওজন নির্ধারণ করা হয়৷ সেই সঙ্গে বয়সের দিকেও নজর রাখা হয়৷ একজন সুস্থ মানুষের বিএমআই সাধারণত ১৮ থেকে ২৫-এর মধ্যে হয়; ১৮-র কম হলে অপুষ্টিতে ভুগছে বলে ধরে নেওয়া হয়৷ ওদিকে মডেলদের বিএমআই হয় ১৫ থেকে ১৬-র মধ্যে৷
ছবি: picture-alliance/dpa/G.I. Rothsteinফটোশুটের জন্য প্রায়ই মডেলদের বলা হয় ওজন কমাতে৷ কোনো কোনো মডেলের ওজন ৪০ থেকে ৪৫ কিলোও হয়৷ এজন্য তারা ক্র্যাশ ডায়েট করে বা দিনভর না খেয়ে থাকে৷
ছবি: picture-alliance/dpa/J. Kalaeneআইনভঙ্গ করলে, মডেলকে যে এজেন্সি নিয়োগ করেছে, তাদের সাজা হতে পারে৷ সেই সাজা ছ’মাসের কারাদণ্ড থেকে শুরু করে ৭৫ হাজার ইউরো অর্থদণ্ড অবধি সব কিছু হতে পারে৷ শোনা যায়, ফ্রান্সে ৩০ থেকে ৪০ হাজার তরুণ-তরুণী স্বেচ্ছায় না খেয়ে থেকে অসুখে পড়েছেন৷
ছবি: Reuters/Gonzalo Fuentesশুধু ফ্রান্সেই নয়, দুনিয়া জুড়ে রোগাপাতলা মডেলরা যুবতীদের আদর্শ হয়ে দাঁড়িয়েছে৷ তাদের দেখে যুবতীরা নিজেরাও সেইরকম হবার চেষ্টা করে আর অসুস্থ জীবন যাপন করা শুরু করে৷
ছবি: picture-alliance/AP Photo/M. Schreiberফ্রান্সের আগে ইসরায়েল ও ইটালি অতিমাত্রায় রোগা মডেলদের বিদায় দিয়েছে৷ আশা আছে যে, বাদবাকি দেশও এ’থেকে শিখবে ও সৌন্দর্যের বিকৃত সংজ্ঞাকে আবার সুস্থ করে তুলবে৷
ছবি: Colourbox
ডিজি/এসবি