1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের প্রাচীনতম গুহা চিত্রকর্ম পাওয়া গেছে

১৫ জানুয়ারি ২০২১

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের এক গুহায় সাড়ে ৪৫ হাজার বছরের বেশি পুরনো বুনো শূকরের একটি চিত্রকর্ম পাওয়া গেছে। সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত এক গবেষণায় এমন দাবি করেছেন প্রত্নতাত্ত্বিকরা।

ছবি: Maxime Aubert/Griffith University/AFP

ইন্দোনেশিয়ার পিএইডি ছাত্র বাসরান বুরহানের টিম তাদের জরিপের অংশ হিসেবে ২০১৭ সালে ইন্দোনেশীয় কর্মকর্তাদের সাথে সুলাওয়েসি দ্বীপ পরিদর্শনে যায়৷ সেখানেই তারা এই চিত্রকর্মটি আবিষ্কার করে৷ গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা, যারা ইন্দোনেশিয়ার প্রত্নতাত্ত্বিকদের সাথে যৌথভাবে কাজ করেন, তাদের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়৷

গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের ‘অস্ট্রেলিয়ান রিসার্চ সেন্টার ফর হিউম্যান এভুলিউশনের' গবেষক অ্যাডাম ব্রুম বলেন, ‘‘আমাদের জানা মতে এই গুহায় পাওয়া ৪৫ হাজার পাঁচশো বছরের পুরনো এই চিত্রকর্মটি বিশ্বের প্রাচীনতম শিল্পকর্ম৷''

বন্য শূকরের চিত্রকর্মটি ১৩৬ সেন্টিমিটার চওড়া এবং ৫৪ সেন্টিমিটার লম্বা৷ দেখতে অনেকটা পুরুষ শূকরের মতো৷ ছবিতে শূকরের পেছনে ওপরের দিকে দুই হাতের ছাপ এবং মুখোমুখি আরও দুটো শূকর রয়েছে, যা বেশ অস্পষ্ট ৷ গবেষকদের মতে ছবিতে গাঢ় লাল রঙের মিশ্রন ব্যবহার করা হয়েছে৷ স্থানীয়রা এর আগে কখনো এই পেইন্টিংটি দেখেনি বলে জানিয়েছে৷

সেই প্রস্তর যুগ থেকে সুলাওয়েসি দ্বীপে মানুষ শূকর শিকার করছে আর এই চিত্রকর্মেও তার ছাপ রয়েছে বলে মনে করেন বুরহান৷

বিশেষজ্ঞ ম্যাক্সিম অবার্ট জানান, যারা চিত্রকর্মটি তৈরি করেছেন তারা তাদের মতোই আধুনিক ছিলেন এবং তাদের পছন্দমতো চিত্রায়িত করার ক্ষমতা এবং সরঞ্জাম সবই সে যুগেও তাদের ছিল৷

মানসি গোপালকৃষ্ণান/এনএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ