1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের মহাসাগর হুমকির মুখে: জাতিসংঘ

২৫ জানুয়ারি ২০১২

জাতিসংঘের এক রিপোর্ট অনুযায়ী জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বিশ্বের মহাসাগরগুলির মারাত্মক ক্ষতি হচ্ছে৷ এর পরিণাম সম্পর্কেও সতর্ক করে দেওয়া হয়েছে৷

হারিয়ে যেতে পারে গ্রেট ব্যারিয়ার রিফছবি: dpa

রিপোর্টের পোশাকি নাম ‘গ্রিন ইকনমি ইন এ ব্লু ওয়ার্ল্ড'৷ বিশ্বের মহাসাগরগুলির করুণ অবস্থা ফুটে উঠেছে জাতিসংঘের এই বিবরণে৷ পৃথিবীর ৩ ভাগ জল, এক ভাগ স্থল৷ ফলে ভূ-পৃষ্ঠের প্রায় তিন-চতুর্থাংশ এলাকার এই সংকট বাড়তি গুরুত্ব পাচ্ছে৷ গোটা বিশ্বে সমুদ্র ও উপকূলবর্তী এলাকার উদ্ভিদ ও প্রাণীজগত আজ বিপন্ন৷ সেইসঙ্গে কমে চলেছে সমুদ্রের অর্থনৈতিক উপযোগিতাও৷ জলবায়ু পরিবর্তন, নানা রকম দূষণ ও সামুদ্রিক সম্পদের মাত্রাহীন ব্যবহারের ফলে আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হচ্ছে মানুষকে৷ খাদ্য নিরাপত্তা ও উন্নয়নের গতিকে হুমকির মুখে ফেলছে এই সমস্যা৷

উপকূলবর্তী এলাকার জীবনযাত্রা বিপন্ন হয়ে পড়ছেছবি: Fotolia/vanillla

তবে জাতিসংঘের মতে, এখনো সময় রয়েছে৷ মহাসাগর বাঁচাতে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট সংগঠনগুলিকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে৷ এর জন্য প্রয়োজন টেকসই উন্নয়ন৷ প্রাকৃতিক সম্পদ আহরণের সময় পরিবেশের ক্ষতি করলে চলবে না৷ নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন থেকে শুরু করে ইকো-টুরিজম'কে আরও উৎসাহ দেওয়ার মাধ্যমে উপকূলবর্তী এলাকার পরিস্থিতির উন্নতি করতে হবে৷

সমুদ্রের গভীরেও বদলে যাচ্ছে পরিস্থিতিছবি: AP

আগামী জুন মাসে ব্রাজিলে জাতিসংঘের টেকসই উন্নয়ন সংক্রান্ত সম্মেলনের আগে ম্যানিলায় ৭০টি দেশের বিশেষজ্ঞ ও কর্মকর্তা প্রস্তুতি শুরু করে দিয়েছেন৷ সেখানেই এই ‘গ্রিন ইকনমি' রিপোর্ট পেশ করা হয়৷ তাতে আরও বলা হয়েছে, যে গোটা বিশ্বের মৎসভাণ্ডারের প্রায় ৩০ শতাংশ মাত্রাতিরিক্ত ব্যবহার করা হচ্ছে৷ সেইসঙ্গে প্রায় ৫০ শতাংশের পূর্ণ ব্যবহার হয়ে চলেছে৷ উপকূলবর্তী ম্যানগ্রোভ অরণ্যের প্রায় ২০ শতাংশ ধ্বংস হয়ে গেছে এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সমুদ্রের বুকে যে ‘রিফ' রয়েছে, তার ভবিষ্যতও বিপন্ন হয়ে পড়েছে৷ উপকূলবর্তী অঞ্চলের ১০০ কিলোমিটার এলাকার মধ্যে বসবাসরত মানুষের প্রায় ৪০ শতাংশ সমুদ্রের উপর খাদ্য সহ বিভিন্ন ভাবে নির্ভরশীল৷ এই নেতিবাচক পরিবর্তনের ফলে তাদের জীবনযাত্রারও অবনতি ঘটবে বলে রিপোর্টে আশঙ্কা করা হচ্ছে৷ এই প্রবণতার মোকাবিলা করতে চাষবাস ও মাছ ধরার প্রক্রিয়াকে পরিবেশ বান্ধব করে তুলতে হবে৷ এই কাজে সফল হলে বিশ্ব অর্থনীতিরও লাভ হবে৷ জাতিসংঘের হিসেব অনুযায়ী এর মাধ্যমে বাড়তি ৫,০০০ কোটি ডলার পর্যন্ত মুনাফা হতে পারে৷ অতএব সমুদ্র সংক্রান্ত সামগ্রিক এই চিত্র তুলে ধরে ব্রাজিল সম্মেলনে সদস্য দেশগুলির উপর সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ