1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার পাকিস্তান, বললেন জারদারি

৩ মে ২০১১

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানে হত্যা সন্ত্রাসবাদ দমনে সে দেশের ব্যর্থতারই প্রমাণ দিচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সে কথা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন৷

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিছবি: Abdul Sabooh

জারদারি ওয়াশিংটন পোস্টে লেখা এক মতামতে এ কথা উল্লেখ করে আরও বলেছেন, সম্ভবত তাঁর দেশই হচ্ছে বিশ্বের সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার৷ তিনি জানিয়েছেন, ওসামা বিন লাদেনকে হত্যায় মার্কিন অভিযান পাকিস্তানের সঙ্গে যৌথভাবে হয়নি৷ তবে তিনি বলেন নি কী করে পাকিস্তানে নিরাপদ আশ্রয়ে ছিল নিহত এই মোস্ট ওয়ান্টেড ব্যক্তি৷

জারদারি দাবি করে বলেন, ইসলামাবাদ থেকে মাত্র দু'ঘণ্টার দূরত্বে বিন লাদেন-এর বসবাসের বিষয়টি পাকিস্তানি কর্তৃপক্ষ জানত নাছবি: AP

তিনি দাবি করে বলেন, ইসলামাবাদ থেকে মাত্র দু'ঘণ্টার দূরত্বে বিন লাদেন-এর বসবাসের বিষয়টি পাকিস্তানি কর্তৃপক্ষ জানত না৷ আমরা যেসব জায়গায় তার (লাদেন) অবস্থান প্রত্যাশা করেছিলাম, সেগুলোর কোনটাতেই সে ছিল না৷ তবে এখন সে চলে গেছে, মানে মারা গেছে৷

তিনি ঐ কলামে আরও বলেন, অন্যান্য দেশ যেভাবে সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদাকে নিয়ে দুঃশ্চিন্তায় আছে, এই দুঃশ্চিন্তা পাকিস্তানেরও কোন অংশে কম নয়, বরং সব দিক বিবেচনা করে দেখলে বেশিই বলা যায়৷ তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান, পাকিস্তানেরও একই অবস্থান৷

জারদারির কথায়, এই যুদ্ধে সমগ্র ন্যাটো দেশগুলোর যে ক্ষতি হয়েছে, একা পাকিস্তানের ক্ষতি হয়েছে তার চেয়েও বেশি৷ তিনি জানান, সন্ত্রানবাদীদের হাতে পাকিস্তানের ২ হাজার পুলিশ কর্মকর্তা ও ত্রিশ হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে৷ সেই সঙ্গে পাকিস্তান জনগোষ্ঠীর একটি প্রজন্ম পুরোপুরি নষ্ট হয়ে গেছে এই সন্ত্রাসবাদের কারণেই৷ যারা সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারতো৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ