রাশিয়ার বৈকাল হ্রদ যখন প্রচণ্ড শীতে স্বচ্ছ্ব কাচের মতো হয়ে যায়, তখন তাতে হাঁটতে কেমন লাগে? এক ব্যক্তি এ বছর এমনই এক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷
বিজ্ঞাপন
বিশ্বের ২৩ ভাগ বিশুদ্ধ পানি আছে এই হ্রদে৷ শীতে যখন হ্রদটি জমে যায়, তখন এতটাই স্বচ্ছ্ব কাচের মতো হয় যে নীচের সবকিছু পরিষ্কার দেখা যায়৷ আর উপরে টুকরো টুকরো বরফের কুচি ভাসতে থাকে৷ আটেম নামে এক ব্যক্তি পরিকল্পনা করেছিলেন এই শীতে ঐ লেকের উপর দিয়ে হাঁটার এবং সেই স্বপ্ন পূরণ হয়েছে তাঁর৷ পুরো অভিযানটি তাঁর কাছে মনে হয়েছে রূপকথার মতো৷ ভিডিওটি দেখলে মনে হবে যেনো তিনি পানির উপর দিয়ে হেঁটে চলেছেন৷ লেকের গভীরতা পাঁচ হাজার ৩৮৭ ফুট৷ বছরের চার থেকে পাঁচ মাস এটি জমে থাকে৷
ভিডিওটি জানুয়ারি মাসে তাদের ফেসবুক পাতায় পোস্ট করে ‘ডেইলি মেইল অস্ট্রেলিয়া'৷ গত দুই মাসে এটি দেখা হয়েছে ৫ কোটি ২০ লাখেরও বেশি বার৷ শেয়ার হয়েছে ৮ লাখেরও বেশি৷
এপিবি/জেডএইচ
বরফের তলায় মস্কো
২৪ ঘণ্টার মধ্যে এত তুষারপাত ইদানীংকালের মধ্যে দেখেনি রাশিয়ার রাজধানী মস্কো৷ প্রবল বরফে ঢেকে গেছে রাস্তাঘাট৷ এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের৷ ভেঙে পড়েছে অসংখ্য গাছ৷ জনজীবন বিপর্যস্ত৷
ছবি: picture-alliance/TASS/M. Tereshchenko
বরফের আস্তরণ
পুরু বরফে ঢেকে গিয়েছে মস্কো৷ দিনরাত এক করে রাস্তা পরিষ্কারের কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন৷ তুষারপাত এখনো অব্যাহত৷ স্কুল-কলেজ খোলা থাকলেও যাওয়া বাধ্যতামূলক নয় বলেই জানিয়েছে প্রশাসন৷ একদিনে এই পরিমাণ বরফ বহুকালের মধ্যে পড়েনি রুশ রাজধানীতে৷
ছবি: picture-alliance/dpa/Sputnik/I. Pitalev
রেড স্কোয়্যারে বরফের ব্যাংক
তুষারঝড় শুরু হয়েছিল রবিবার৷ মঙ্গলবার পর্যন্ত জায়গায় জায়গায় বরফ জমেছে ৫৫ সেন্টিমিটারেরও বেশি৷ মস্কোর বিখ্যাত রেড স্কোয়ার ঢেকে গিয়েছে বরফে৷ এক ঝলকে দেখে মনে হচ্ছে যেন বরফের ব্যাংক তৈরি করা হয়েছে সেখানে৷
ছবি: picture-alliance/TASS/M. Tereshchenko
বরফের শিকার গাছ
সূত্রের খবর, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড়ে এবং প্রবল তুষারপাতে অন্তত দু’হাজার গাছ ভেঙে পড়েছে৷ প্রশাসনের ধারণা, ঝড় থামলে বিভিন্ন এলাকা ঘুরে দেখলে এই সংখ্যাটি আরো বাড়বে৷
রবিবার ঝড়ের সময় বন্ধ করে দেওয়া হয়েছিল রানওয়ে৷ জানা গিয়েছে ১০০টিরও বেশি বিমান নির্দিষ্ট সময়ের থেকে বহু বিলম্বে চলেছে৷ সূত্রের খবর অসংখ্য বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে৷ মস্কোর বদলে তাদের অন্য বিমানবন্দরে নামানো হচ্ছে৷
বরফ সরানোর জন্য অন্তত ৭০ হাজার কর্মীকে রাস্তায় নামানো হয়েছে৷ স্নোপ্লো যন্ত্রের সাহায্যে ট্রামলাইন, রেললাইন পরিষ্কারের কাজ চলছে৷ কিন্তু নতুন করে বরফ পড়ে লাইন আবার সাদা হয়ে যাচ্ছে৷
ছবি: picture-alliance/TASS/A. Geodakyan
ছোটদের ফূর্তি
বরফ নিয়ে সকলেই যখন ব্যাতিব্যস্ত, তখন রাস্তায় বরফ নিয়ে দেদার ফূর্তি করছে ছোটরা৷ অনেকেই স্কিংয়ের সরঞ্জাম নিয়ে নেমে পড়েছে রাজপথে৷ কেউ কেউ স্কুলেও যাচ্ছে স্কি করে৷
ছবি: picture-alliance/TASS/A. Geodakyan
বরফ ঝড়ে লোডশেডিং
রবিবার বরফ ঝড়ের সময় অন্তত ৬০ হাজার বাড়িতে বিদ্যুৎ ছিল না৷ তবে ঝড় থামতেই দ্রুত বিদ্যুৎ ফেরানোর ব্যবস্থা করা হয়৷ আবহাওয়া আরো খারাপ হবে এই দুর্ভাবনায় দ্রুত রাস্তাঘাট পরিষ্কারের চেষ্টা চালাচ্ছেন পুরকর্মীরা৷