1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের সবচেয়ে গভীর ‘ফ্রোজেন লেকে' হাঁটা

২৬ ফেব্রুয়ারি ২০১৯

রাশিয়ার বৈকাল হ্রদ যখন প্রচণ্ড শীতে স্বচ্ছ্ব কাচের মতো হয়ে যায়, তখন তাতে হাঁটতে কেমন লাগে? এক ব্যক্তি এ বছর এমনই এক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷

Russland - Baikal See im Winter
ছবি: picture-alliance/Imaginechina/dpa/B. Shi

বিশ্বের ২৩ ভাগ বিশুদ্ধ পানি আছে এই হ্রদে৷ শীতে যখন হ্রদটি জমে যায়, তখন এতটাই স্বচ্ছ্ব কাচের মতো হয় যে নীচের সবকিছু পরিষ্কার দেখা যায়৷ আর উপরে টুকরো টুকরো বরফের কুচি ভাসতে থাকে৷ আটেম নামে এক ব্যক্তি পরিকল্পনা করেছিলেন এই শীতে ঐ লেকের উপর দিয়ে হাঁটার এবং সেই স্বপ্ন পূরণ হয়েছে তাঁর৷ পুরো অভিযানটি তাঁর কাছে মনে হয়েছে রূপকথার মতো৷ ভিডিওটি দেখলে মনে হবে যেনো তিনি পানির উপর দিয়ে হেঁটে চলেছেন৷ লেকের গভীরতা পাঁচ হাজার ৩৮৭ ফুট৷ বছরের চার থেকে পাঁচ মাস এটি জমে থাকে৷

ভিডিওটি জানুয়ারি মাসে তাদের ফেসবুক পাতায় পোস্ট করে ‘ডেইলি মেইল অস্ট্রেলিয়া'৷ গত দুই মাসে এটি দেখা হয়েছে ৫ কোটি ২০ লাখেরও বেশি বার৷ শেয়ার হয়েছে ৮ লাখেরও বেশি৷

এপিবি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ