1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের সবচেয়ে গভীর সুইমিংপুল

৪ ফেব্রুয়ারি ২০২১

পোল্যান্ডের রাজধানী ওয়ারশর দক্ষিণে মিশচনোভ এলাকায় গত নভেম্বরে বিশ্বের সবচেয়ে গভীর সুইমিংপুল যাত্রা শুরু করেছে৷ ডাইভারদের প্রশিক্ষণের সব ব্যবস্থা আছে সেখানে৷ এমনকি সেখানে গুহাও আছে৷

BdTD Österreich Wien | Schönbrunner Bad Wiedereröffnung
ছবি: Reuters/L. Niesner

৪৫.৪ মিটার৷ এটাই বিশ্বের সবচেয়ে গভীর সুইমিংপুল৷ পোল্যান্ডের রাজধানী ওয়ারশর দক্ষিণে মিশচনোভ এলাকায় গত নভেম্বরে এটি চালু হয়৷ ডাইভারদের কাছে এটি যেন খেলার মাঠ৷ ডাইভিংয়ে প্রশিক্ষণ নিতে আগ্রহী থেকে শুরু করে পেশাদার ডাইভার- সবাই সেখানে অনুশীলন করতে পারেন৷

স্কুবা ডাইভার লুকাস সিমানস্কি বলেন, ‘‘পূর্ব ইউরোপে শীতকালটা একটু বেশিই ঠাণ্ডা হয়ে থাকে৷ এই সময় অনুশীলন করা খুব কঠিন৷ তবে এই পুলে সারা বছর প্র্যাকটিস করা যাবে৷ ফলে যখন গ্রীষ্মকাল আসবে তখন আমরা যে-কোনো আবহাওয়ায় ডাইভিংয়ের জন্য প্রস্তুত থাকতে পারব৷''

কেউ যদি শরীর না ভিজিয়ে পুলে যেতে চায়, সেটাও সম্ভব৷ কারণ সেখানে পানিরপাঁচ মিটার গভীরে একটি টানেল তৈরি করা হয়েছে৷ যেন একটা অ্যাকুরিয়াম৷

পুলের পরিকল্পনাকারী মিশাল ব্রুসিনস্কি৷ তিনি বলেন, ‘‘টানেলের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এটি ২০ মিটার লম্বা৷ এছাড়া এটি এমনভাবে বানানো হয়েছে, যেন কোনো বাধা ছাড়াই পুল দেখা যায়৷''

অন্ধকার গুহার মধ্যে ডাইভিংয়ের প্রশিক্ষণও নেয়া যায়৷ তবে সেজন্য আপনাকে অভিজ্ঞ ডাইভার হতে হবে৷ পুলের সব জায়গায় ভিজিবিলিটি দারুণ৷ আর পানির তাপমাত্রা সবসময় ৩৩ ডিগ্রি সেলসিয়াসে নির্দিষ্ট করা থাকে৷

গা না ভিজিয়েও গভীরতম সুইমিং পুলের আমেজ

03:57

This browser does not support the video element.

স্কুবা ডাইভার লুকাস সিমানস্কি বলেন, ‘‘পুলে চারটি স্তর আছে৷ অসাধারণ৷ আমার জন্য গভীরতার বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়৷ কেভ সিস্টেমটা দারুণ৷''

পুলের মূল অংশটুকু ২০ মিটার গভীর৷ কম অভিজ্ঞ ডাইভারদের এই গভীরতা পর্যন্ত যেতে দেয়া হয়৷

মিশাল ব্রুসিনস্কি বলেন, ‘‘নিজ সীমার বাইরে যাওয়ার বিষয় আমরা সমর্থন করিনা৷ ডাইভারদের নিজেদের ক্ষমতা মাথায় রাখতে হবে৷ অবশ্য প্রশিক্ষণের অংশ হিসেবে তারা আরও গভীরে যেতে পারেন৷''

ফিলিপ জাকুবিয়াক ফ্রিডাইভিংয়ের একজন প্রশিক্ষক৷ অক্সিজেন যন্ত্র ছাড়াই তিনি পুলের একেবারে গভীরে যেতে চান৷

সেজন্য তাকে প্রায় দেড় মিনিট দম বন্ধ রাখতে হবে৷

এই ‘ডিপস্পট' ফ্রিডাইভারদের জন্য প্রশিক্ষণের আদর্শ জায়গা৷ ফ্রিডাইভার ফিলিপ জাকুবিয়াক বলেন, ‘‘এখানে আপনি শুধু ৪৫ মিটার পর্যন্ত যেতে পারেন৷ কিন্তু একজন ফ্রিডাইভার এরচেয়েও গভীরে যায়৷ এক্ষেত্রে রেকর্ড হচ্ছে, একবার দম নিয়ে ১৩০ মিটার পর্যন্ত গিয়ে আবার ফিরে আসা৷ আর এক দমে সবচেয়ে গভীরে যাওয়ার রেকর্ডটা ২৪০ মিটারের৷''

সাগরের চেয়ে এখানে ডাইভিংকরার কয়েকটি সুবিধা আছে৷

মিশাল ব্রুসিনস্কি বলেন, ‘‘সাগরের চেয়ে এখানে ট্রেনিংয়ের সুবিধা হচ্ছে, এখানে ২৪ ঘণ্টাই প্রশিক্ষণ নেয়া যায়৷ কারণ আলো আর তাপমাত্রা সবসময় নির্দিষ্ট থাকে৷ এছাড়া আছে সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা৷ ট্রেনাররা সবসময় লাইফগার্ড নিয়ে উপস্থিত থাকেন৷''

ডাইভিংয়ের জন্য আদর্শ জায়গা৷ অবশ্য আপনি যদি মাছ আর কোরাল রিফের অভাব অনুভব করেন তাহলে আপনাকে সাগরেই যেতে হবে৷

ইয়েনা ওর্টেল/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ