সাপ্লাই চেন সমস্যার কারণে আইফোন বিক্রিতে সমস্যায় পড়েছে অ্যাপল৷ সে কারণে গত শুক্রবার অ্যাপলের শেয়ারের দাম এক দশমিক আট শতাংশ কমে গেছে৷ অন্যদিকে মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়েছে দুই দশমিক দুই শতাংশ৷
বিজ্ঞাপন
ফলে শুক্রবার দিন শেষে অ্যাপলের বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছিল ২.৪৮ ট্রিলিয়ন ডলার৷ আর মাইক্রোসফটের ২.৪৯ ট্রিলিয়ন ডলার৷ অর্থাৎ ২০২০ সালের মাঝামাঝিতে অ্যাপলের কাছে হারানো বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির মুকুট আবার ফিরে পেয়েছে মাইক্রোসফট৷
২০১০ সালে অ্যাপল প্রথমবারের মতো মাইক্রোসফটকে ছাড়িয়ে গিয়েছিল৷ এরপর থেকে এই দুই কোম্পানির মধ্যে সেরার মুকুট রদবদল হচ্ছে৷
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, সামনে যে ছুটির মৌসুম আসছে তখনও সাপ্লাই চেন সমস্যটা থাকতে পারে৷ এদিকে, এ বছরের বাকিটা সময়ও বিক্রিবাট্টা ভালো হওয়ার আশা করছে মাইক্রোসফট৷
‘সিইও-র দেশ ভারত’
বিশ্বের সেরা কিছু প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) যদি একই দেশের হয়, সেই দেশকে কি ‘সিইও-র দেশ’ বলা যায় না? যায় তো! ভারতও তাহলে ‘সিইও-র দেশ’৷ জেনে নিন বিশ্বের কোন কোন প্রতিষ্ঠানের সিইও এখন ভারতীয়...৷
ছবি: Reuters/R. Galbraith
মাইক্রোসফটে সত্য নাদেলা
হায়দ্রাবাদের ছেলে সত্য নারায়ণ নাদেলা৷ ২০১৪ সাল থেকে তিনি মাইক্রোসফটের সিইও৷ নাদেলা ভারতে স্নাতক ডিগ্রি অর্জনের পর সত্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন কম্পিউটার সায়েন্সে উচ্চতর ডিগ্রি অর্জন করতে৷ লেখাপড়া শেষ করে প্রথমেই সান মাইক্রোসিস্টেম-এ চাকরি পেয়ে যান৷ তবে বেশি দিন সেখানে থাকতে হয়নি৷ মাইক্রোসফট-এ চাকরি হয়ে যায় ১৯৯২ সালে৷ ১২ বছর পর প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদের জন্য তাঁকেই বেছে নিয়েছে মাইক্রোসফট৷
ছবি: Reuters
গুগলে আছেন সুন্দর পিচাই
সুন্দর পিচাইয়ের জন্ম চেন্নাইয়ে৷ ইন্সটিটিউট অফ টেকনোলজি (আইআইটি) থেকে লেখাপড়া শেষ করা এই তরুণ গুগলে যোগ দেন ২০০৪ সালে৷ গত ১০ আগস্ট পরবর্তী সিইও হিসেবে তাঁর নাম ঘোষণা করার পর গুগল-এর অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি পেজ একটি ব্লগ লিখেছেন৷ সেখানে সুন্দর পিচাই সম্পর্কে তিনি লিখেছেন, ‘‘ওর মতো একজন প্রতিভাবানকে গুগল পরিচালানার দায়িত্বে পাওয়ায়টা খুবই সৌভাগ্যের৷’’
ছবি: picture alliance/dpa/J. Chiu
পেপসিতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান নারীদের একজন...
বিশ্বের অন্যতম ক্ষমতাধর নারী ভারতের ইন্দ্রা কৃষ্ণমূর্তি নুয়ী৷ সত্য নাদেলার মতো তিনিও যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন লেখাপড়া করতে৷ লেখাপড়া শেষে চাকরি করছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাদ্য ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান পেপসি-তে৷ ২০০৬ সাল থেকে পেপসি-র সিইও তিনি৷ এ দায়িত্ব এতটাই সাফল্যের সঙ্গে পালন করছেন যে, ২০১৪ সালে ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ১৩তম স্থানটি দিয়েছে তাঁকে৷
ছবি: AP
অ্যাডোব সিস্টেম সামলাচ্ছেন শান্তনু নারায়ণ
মাইক্রোসফট-এর সিইও নাদেলার মতো শান্তনু নারায়ণও স্কুল পর্বে লেখাপড়া করেছেন হায়দ্রাবাদে৷ হায়দ্রাবাদ পাবলিক স্কুলের ছাত্র ছিলেন দু’জনই৷ শান্তনুর প্রথম চাকরি অ্যাপল-এ৷ সেখান থেকে তিনি হয়েছেন অ্যাডোব সিস্টেমের সিইও৷
ছবি: Getty Images/J. Sullivan
নোকিয়ার ‘সর্বেসর্বা’ রাজীব সুরি
নোকিয়ার সিইও রাজীব সুরি মনিপাল আইআইটি-র ছাত্র ছিলেন৷ নোকিয়ায় ঢুকেছিলেন ১৯৯৫ সালে৷ এমন একটি প্রতিষ্ঠানের সিইও হয়ে এখন তিনি মনিপুর তো বটেই, ভারতেরও গর্ব৷
ছবি: picture-alliance/AP Photo/R. Rekomaa
মাস্টারকার্ড-এর সিইও অজয়পাল সিং বাঙ্গা
২০১০ সাল থেকে মাস্টারকার্ড-এর সিইও-র দায়িত্বে আছেন অজয়পাল সিং বাঙ্গা৷ দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করা অজয়পাল এই প্রতিষ্ঠানে ‘অজেয়’ হওয়ার আগে আহমেদাবাদের ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে এমবিএ-ও করেছেন৷
ব্রিটিশ আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান হারগ্রিভস ল্যানসডাউনের ইকুইটি অ্যানালিস্ট সোফি লুন্ড-ইয়েটস বলেন, বৈশ্বিক সাপ্লাই চেন সমস্যা দেখা দিলে এফএএএনজি-ফ্যাঙ কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে অ্যাপল৷ শেয়ারবাজারে বিনিয়োগকারীদের কাছে ফেসবুক, অ্যাপল, অ্যামাজন, নেটফ্লিক্স, গুগল - এই পাঁচ কোম্পানি এফএএএনজি ফ্যাঙ নামে পরিচিত৷
করোনার কারণে ক্লাউডভিত্তিক পরিষেবার চাহিদা বাড়ায় এ বছর মাইক্রোসফটের শেয়ারের দাম ৪৯ শতাংশ বেড়েছে৷
একই সময়ে অ্যাপলের বেড়েছে ১৩ শতাংশ৷
নামি ব্র্যান্ড, দামি ব্র্যান্ড
পৃথিবীর মানুষ এদের এক নামে চেনে৷ নতুন পণ্য বাজারে এলে লাইন দিয়ে কেনে৷ লাভের হিসাব আর ভোক্তাদের মতামতের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডগুলোর এই তালিকা প্রকাশ করেছে ইকুইটি ডেটাবেজ ‘ব্র্যান্ডজি’ ৷
আইফোন, আইপ্যাড আর ম্যাক কম্পিউটারের বিপুল জনপ্রিয়তায় গত তিন বছর এ তালিকার শীর্ষে থাকা ‘অ্যাপল’ এবার নেমে এসেছে দ্বিতীয় অবস্থানে৷ গতবারের তুলনায় প্রায় ২০ শতাংশ কমে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে ১৪৮ বিলিয়ন ডলারে৷
ছবি: picture-alliance/dpa
বিজনেস মেশিন
হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরি থেকে শুরু করে হোস্টিং এবং কনসাল্টিং সার্ভিস – সবই করে ‘আইবিএম’৷ ব্র্যান্ডজি-র তালিকার তৃতীয় অবস্থানে থাকা এ কোম্পানি চলতি বছর ডেটা সেন্টার ও ক্লাউড স্টোরেজের ব্যবসায় আরো ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে৷ আইবিএম-এর ব্র্যান্ড ভ্যালু ১০৮ বিলিয়ন ডলার৷
ছবি: picture alliance / dpa
সফটওয়্যার ডাইনোসর
অনেক জল গড়িয়েছে, কিন্তু সফটওয়্যারের বাজারে ‘মাইক্রোসফট’-এর একক আধিপত্য এখনো অটুট৷ গত এক বছর এই অ্যামেরিকান প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু ৩০ শতাংশ বেড়ে হয়েছে ৯০ বিলিয়ন ডলার৷ ব্র্যান্ডজি-র হিসাবে, গত কিছুদিনে প্রযুক্তি ব্যবসার কোম্পানিগুলোই সবচেয়ে বেশি সাফল্য দেখিয়েছে৷
ছবি: picture-alliance/dpa
আই’অ্যাম লাভিং ইট
কারো হৃদয়ে পৌঁছানোর সবচেয়ে সহজ পথটি গেছে তাঁর পাকস্থলির মধ্য দিয়ে – এই সত্যটি ‘ম্যাকডোনাল্ডস’ ভালোই জানে৷ ভোক্তাদের ক্ষুধা মিটিয়ে বিপুল টাকা কামিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এই ‘ফুড চেইন’, তাদের ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে ৮৫ বিলিয়ন ডলারে৷ অবশ্য টাকার এই পরিমাণ গত বছরের তুলনায় ৫ শতাংশ কম৷
ছবি: DW/A. Brenner
কোমল পানীয় হাতে হাতে
পৃথিবীর মাত্র দুটি দেশে ‘কোকা-কোলা’ বিক্রি হয় না – একটি কিউবা, অন্যটি উত্তর কোরিয়া৷ বাকি বিশ্বের ছেলে-বুড়ো সবার কাছে পরিচিত এই কোমল পানীয় কোম্পানির ব্র্যান্ড ভ্যালু ৮০ বিলিয়ন ডলার৷ ব্র্যান্ডজি-র তালিকায় কোকা-কোলার অবস্থান ৬ নম্বরে৷
ছবি: DW/P. Hille
জার্মান ব্র্যান্ড
জার্মান কোম্পানিগুলোর মধ্যে ব্র্যান্ডজি-র বিচারে সবচেয়ে এগিয়ে আছে ‘এসএপি’৷ এই সফটওয়্যার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু ৩৬ বিলিয়ন ডলার৷ শীর্ষ ১০০ ব্র্যান্ডের তালিকায় থাকা অন্য জার্মান কোম্পানিগুলো হলো – ডয়চে টেলিকম (২৭তম), বিএমডাব্লিউ (৩২তম), মার্সিডিজ বেঞ্জ (৪২তম), সিমেন্স (৫৯তম) ও ডিএইচএল (৭৩তম)৷ আর ১০০তম অবস্থানে থাকা সুপারমার্কেট চেইন আলডি-র ব্র্যান্ড ভ্যালু সাড়ে ৯ বিলিয়ন ডলার৷
ছবি: picture-alliance/dpa
দুই চমক
গত এক বছরে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘ফেসবুক’-এর ব্র্যান্ড ভ্যালু ৬৮ শতাংশ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার হয়েছে৷ তারপরও ব্র্যান্ডজি-র তালিকায় ফেসবুকের অবস্থান ২১ নম্বরে৷ চলতি বছর সবচেয় বড় চমক দেখিয়েছে চীনা ইন্টারনেট কোম্পানি ‘টেনসেন্ট’৷ গত এক বছরে এ কোম্পানির ব্র্যান্ড ভ্যালু দ্বিগুণ বেড়ে ৫৪ বিলিয়ন ডলার হয়েছে৷ তালিকায় টেনসেন্ট রয়েছে চতুর্দশ স্থানে৷
ছবি: picture-alliance/dpa
হাওয়াই মিঠাই
শীর্ষ ১০০ ব্র্যান্ডের তালিকায় এবারের নতুন নামটি ‘টুইটার’৷ ১৩ বিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে প্রথমবারেই এ সোশ্যাল নেটওয়ার্কিং কোম্পানি উঠে এসেছে তালিকার ৭১তম অবস্থানে৷ যদিও কেউ ঠিকঠাক জানে না, এ কোম্পানির লাভটা কীভাবে আসছে৷