1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের সবচেয়ে ধারালো ছুরি

১৩ মার্চ ২০১৭

লার্স শাইডলার ছুরি তৈরি করেন৷ দামাস্ক ইস্পাতের অতি পাতলা, অতি ধারালো সব ছুরি, যা দিয়ে ‘চুল চেরা' যায়৷ কাজেই সে ছুরির দামও যে চমকে দেওয়ার মতো হবে, তাতে আশ্চর্য হবার কিছু নেই৷

Tomaten schneiden
ছবি: Colourbox

৮৫ বছর বয়সি লার্স শাইডলারের পেশা ও নেশা হলো ছুরি তৈরি করা৷ ছেলেবেলা থেকেই তিনি জাদু তলোয়ার, জাদু তরবারি ইত্যাদির কাহিনি শুনতে ভালোবাসেন৷ তাই তিনি তাঁর নিজের তৈরি ‘সুপার' ছুরিটির নাম রেখেছেন: নেস্মুক৷

ছুরির ফলা থেকে তার বল ও ক্ষমতার একটা আন্দাজ পাওয়া যায়৷ শাইডলার অস্ত্রশস্ত্র ও যন্ত্রপাতির ইতিহাস নিয়ে পড়াশুনা করেছেন৷ প্রায় সাড়ে তিন হাজার বছর ধরে এ ধরনের জিনিস তৈরি হচ্ছে৷ তাঁর নিজের কর্মশালায় সেই সুপ্রাচীন প্রথাকে আবার পুনরুজ্জীবিত করেছেন লার্স শাইডলার৷ তিনি বলেন, ‘‘মানুষ যেসব যন্ত্রপাতি হাতে নিয়ে ব্যবহার করে, সেগুলোর মধ্যে সবচেয়ে পুরনো সম্ভবত এই ছুরি বা ছুরিকা৷ ছুরি তৈরিতে যে সুপ্রাচীন, কিংবদন্তির উপাদান আছে, তা মানবসংস্কৃতির অঙ্গ৷''

দামেস্কের ছুরি

ইংরেজিতে যাকে ‘ডামাস্ক' বলে, সেই কথাটি এসেছে দামাস্কাস অর্থাৎ দামেস্ক থেকে৷ দামাস্ক ইস্পাতের ছুরিগুলো যেমন ধারালো, তেমনই তীক্ষ্ণ৷ তরোয়াল হিসেবেও তাদের কোনো তুলনা নেই৷ শুধুমাত্র সবচেয়ে অভিজ্ঞ কামাররাই দামাস্ক ইস্পাত তৈরি করতে জানেন৷ লার্স বলেন, ‘‘দামাস্ক স্টিল কীভাবে তৈরি হয়, আমার চিরকালই তা জানার আগ্রহ ছিল৷''

দামাস্ক ছুরি তৈরি করা অতি দুরুহ ব্যাপার৷ শাইডলার ও তাঁর সহযোগীরা একটি আগুন-গরম ইস্পাতের পাতকে বার বার মুড়ে, তার উপর হাতুড়ি পিটিয়ে একটি ৩০ সেন্টিমিটার লম্বা ছুরির ফলা তৈরি করেন৷ ইস্পাতের পাতটি কতবার মোড়া হয়? এতবার যে, শেষমেশ তাতে ৪৮০টি স্তর থাকে!

কয়েকদিন পরে দেখা যায়, শাইডলার ছুরির ফলাটায় ধার দিচ্ছেন৷ ফলাটা যত পাতলা হবে, ততই তার ধার বেশি হবে৷ ফলার আকৃতি তাঁর বহু বছরের পরীক্ষা-নিরীক্ষার ফল৷

মরচে ধরে না

ফলাটা যাতে তার বিশেষ রূপ পায়, সেজন্য সেটিকে অ্যাসিডে চোবানো হয়৷ অম্লের প্রতিক্রিয়ায় ইস্পাতের উপর নকশাটা ফুটে ওঠে৷ লার্স বলেন, ‘‘এ কাজের ভিত্তি হলো কর্মকারের প্রথাগত কর্মপদ্ধতি৷ তারপর সেটার সঙ্গে আধুনিক প্রযুক্তি যোগ হয়, যেমন একটি বিশেষ ধরনের কোটিং, যা মরচের হাত থেকে বাঁচায়৷''

ড্রেসডেনের ফ্রাউনহোফার ইনস্টিটিউট গবেষণা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রযুক্তিটি আবিষ্কার করেছে: অতীব শক্ত একটি কোটিং, যা ছুরির ফলাকে মরচে ধরা থেকে রক্ষা করে৷ হাতের কাজের সঙ্গে হাই টেকের মিলন ঘটলে দামটাও বাড়ে ঠিক সেই অনুপাতে৷ একটি নেস্মুক ছুরির দাম পড়ে ৪,০০০ ইউরো৷

শেষ পালিশটা পড়লেই ছুরিটা তৈরি৷ ছুরির ফলাটা অবিশ্বাস্য রকম পাতলা: এক মিলিমিটারের এক হাজারের এক ভাগের চেয়েও কম৷ এ ধরনের একটি ছুরি এতই ধারালো যে, তা দিয়ে সত্যিই চুল চেরা যায়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ