1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপ ‘আলমা’

১৩ মার্চ ২০১৩

বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপের উদ্বোধন হচ্ছে বুধবার৷ নাম এএলএমএ বা আলমা৷ অবস্থান চিলির আটাকামা মরুভূমি৷ ভূমি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উঁচুতে অবস্থিত এই টেলিস্কোপে মোট ৬৬টি অ্যান্টেনা রয়েছে৷

ছবি: picture-alliance/dpa

ইউরোপ, উত্তর অ্যামেরিকা ও এশিয়ার যৌথ উদ্যোগে প্রায় ১.৩ বিলিয়ন ডলার খরচ করে এই টেলিস্কোপটি তৈরি হয়েছে৷

মহাবিশ্বের ইতিহাস জানা, তারাদের জন্মকথা শোনা আর ছায়াপথের গঠন প্রক্রিয়া জানতে সাহায্য করবে এই টেলিস্কোপ, বলছেন ভল্ফগাঙ ভিল্ড৷ তিনি জার্মানির মিউনিখে অবস্থিত আলমা টেলিস্কোপের ইউরোপীয় কার্যালয়ের প্রধান কর্মকর্তা৷

ভিল্ড বলছেন, এই টেলিস্কোপের জন্য যেমন উঁচু, শুষ্ক আর বিশাল এলাকা প্রয়োজন ছিল চিলির আটাকামা মরভূমিতে সেটা পাওয়া গেছে৷

সারা বিশ্বের প্রায় পাঁচশো ব্যক্তি এই টেলিস্কোপ তৈরির কাজে সংশ্লিষ্ট ছিলেন৷ এখন থেকে প্রায় একশো জন ব্যক্তি এটি পরিচালনার দায়িত্বে থাকবেন৷

তবে বর্তমানে আলমা সবচেয়ে বড় টেলিস্কোপ হলেও আগামী ২০২৩ সাল নাগাদ এটা তার গৌরব হারিয়ে ফেলবে৷ কেননা আলমার চেয়েও বড় একটি টেলিস্কোপের নির্মাণকাজ চলছে৷ ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি (ইএসও) এটি তৈরি করছে, যার নাম ইউরোপিয়ান এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ (ই-ইএলটি)৷

এটিও চিলির আটাকামা মরুভূমিতে তৈরি হচ্ছে৷ ই-ইএলটি'র ক্ষমতা হবে বর্তমানের হাবল টেলিস্কোপের প্রায় ১৫ গুন৷ এটা দিয়ে ১৩ বিলিয়ন বছর আগের অতীত দেখা যাবে৷ এছাড়া বিখ্যাত ‘বিগ ব্যাং' এর পর গঠিত প্রথম ছায়াপথের আলো কেমন ছিল সেটাও দেখা যাবে ই-ইএলটি দিয়ে৷

ভিল্ড বলছেন আলমা আর ই-ইএলটি'র কাজ হবে ভিন্ন৷

জেডএইচ / এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ