বিশ্বের সবচেয়ে বড় মোবাইল শিল্পকর্ম
২২ জানুয়ারি ২০২১ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে এর দেখা পাওয়া যাচ্ছে৷ জার্মানির অন্যতম প্রখ্যাত শিল্পী লেওন ল্যোভেনট্রাউট এটি বানিয়েছেন৷ ২২ বছর বয়সি এই শিল্পী জাতিসংঘের ‘আর্ট ফর গ্লোবাল গোলস' প্রকল্পের অংশ হিসেবে এটি তৈরি করেছেন৷ তিনি বলেন, ‘‘মূল বিষয় হচ্ছে টেকসই উন্নয়ন৷ আগের চেয়ে এই আলোচনা এখন আরও বেশি জরুরি, কারণ, ভবিষ্যতে আমরা কেমন আচরণ করবো, আমাদের জীবনযাপন কেমন হবে, তা এখনই নিশ্চিত করতে হবে৷ জাতিসংঘের প্রকল্পটা অনেক বড়, তাই শিল্পকর্মটাও এত বড় করে করা হয়েছে, যেন মানুষের তা চোখে পড়ে এবং তাহলেই মানুষ গুরুত্বটা বুঝতে পারবে৷’’
মাত্র কয়েকদিন কাজ করে ৩৭টি কনটেনার দিয়ে ‘গ্লোবাল গেট’ তৈরি করা হয়েছে৷ শিল্পকর্মের কাভারে লেওনের রঙিন সব কাজ শোভা পাচ্ছে৷ বার্লিনের বিখ্যাত ব্রান্ডেনবুর্গ গেটের আদলে তৈরি হয়েছে এটি৷
এক শিশুর মাথা থেকে এমন শিল্পকর্মের আইডিয়া এসেছে৷ আর্ট প্রজেক্ট ডেভেলপার মার্কুস শ্যাফার বলেন, ‘‘আমার ছেলে মাক্সিমিলিয়ানের বয়স ৯৷ তার খেলনা কনটেনার আছে৷ সেগুলো দিয়ে সে একদিন ব্রান্ডেনবুর্গ গেট বানিয়েছিল৷ মজার ব্যাপার হচ্ছে, ঐ গেটের একেকটি পিলারের উচ্চতা ১৩ মিটার৷ শিপিং কনটেনারেরও তাই৷ ফলে বার্তাটা পরিষ্কার৷’’
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কে সবাইকে জানানোর অংশ হিসেবে জাতিসংঘ বছর তিনেক আগে লেওনকে এই শিল্পকর্ম বানানোর কাজ দেয়৷ পেইন্টিংয়ের মাধ্যমে ১৭টি লক্ষ্যমাত্রার প্রতিটি তুলে ধরেছেন লেওন৷
পেইন্টিংগুলো ইতিমধ্যে প্যারিস ও নিউইয়র্কে প্রদর্শিত হয়েছে৷ পেইন্টিং বিক্রির অর্থ দিয়ে সেনেগালে একটি স্কুলও প্রতিষ্ঠা করা হয়েছে৷
গ্লোবাল গেটে লেওনের পেইন্টিংগুলো বড় করে প্রদর্শিত হচ্ছে৷ সঙ্গে ১২টি ভাষায় লক্ষ্যমাত্রাগুলো তুলে ধরা হয়েছে৷
কিন্তু বিমানবন্দরের সঙ্গে টেকসই উন্নয়ন বিষয়টি কীভাবে খাপ খায়? লেওন ল্যোভেনট্রাউট বলেন, ‘‘আর্টের মাধ্যমে টেকসই উন্নয়ন বিষয়ে সবার নজর কাড়া যায়৷ আশা করছি ভবিষ্যতে আমরা আরো টেকসইভাবে বিমানযাত্রা করতে পারবো৷ আমি একজন আর্টিস্ট, আর্ট আমার আবেগ৷ আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি টেকসই উন্নয়নের বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি৷ পুরো বিশ্বের জন্যই এমন উন্নয়ন দরকার৷ ফলে প্রতীকী অর্থে এখানে বিমানবন্দর এসেছে৷’’
লেওনের ফটো ক্যাম্পেন ‘মাই ফিউচার' এর ছবিও গ্লোবাল গেটে শোভা পাচ্ছে৷ দুশ'র বেশি শিশুকে ভবিষ্যৎ নিয়ে তাদের ধারণা ছবির মাধ্যমে তুলে ধরতে বলেছিলেন তিনি৷
কিন্তু শিল্পী নিজে কীভাবে ভবিষ্যৎকে দেখেন? লেওন ল্যোভেনট্রাউট বলেন, ‘‘আমার মনে হয়ে ভবিষ্যতে ডিজিটালাইজেশন আমাদের দৈনন্দিন জীবনে বড় একটা ভূমিকা রাখবে৷ এছাড়া বর্তমানে আমরা যে কঠিন সময় পার করছি তার ভিত্তিতে জীবন সম্পর্কে আমাদের মনে অন্যরকম এক ছবি ও বোধ জন্ম নেবে৷’’
গ্লোবাল গেট - নতুন এক পৃথিবীর গেটওয়ে? ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এটি ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে থাকবে৷ এরপর এটি বিশ্বভ্রমণে বের হবে৷
জোসেফিন গুন্টার/জেডএইচ