বাংলাদেশের রূপকথা
২৩ মে ২০১৩এক বছর বয়স থেকে কম্পিউটারে গেম খেলা, দুই বছর বয়সে এমএস ওয়ার্ডে লেখা ও গেম ডাউনলোড করে ইনস্টল করা, চার বছর বয়সে এমুলিউটর দিয়ে গেমসের বিভিন্ন চরিত্রে পরিবর্তন আনা, ছয় বছর বয়সে প্রোগ্রামিং – এভাবে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়েছে রূপকথা৷
এরই মধ্যে শেখা হয়ে গেছে ভিজ্যুয়াল বেসিক, সি, সি++, জাভা, পাইথন এসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ৷ অপারেটিং সিস্টেম সেটআপ দেয়া আর ট্রাবলশ্যুটিং তো কোনো ব্যাপারই নয় তার কাছে৷
এসব দেখেশুনে ‘রিপলি-স বিলিভ ইট অর নট' গত বছর রূপকথাকে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ কম্পিউটারে প্রোগ্রামারের খেতাব দেয়৷ এছাড়া এই সেপ্টেম্বরে রিপলির যে রেকর্ড বই বের হবে তাতে রূপকথার নাম থাকবে বলে তার বাবা-মাকে জানিয়েছে রিপলি কর্তৃপক্ষ৷
রূপকথার সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলতে টেলিফোন করা হলে কথা হয় তার মা সিন্থিয়া ফারহিন রিশার সঙ্গে৷ তিনি জানান, রূপকথা নাকি ফোনে খুব একটা কথাবার্তা বলে না৷
অগত্যা মা রিশার কাছ থেকেই এই বিস্ময় বালকের কাহিনি জেনে নিতে হয়৷ তিনি বলেন কম্পিউটারের প্রতি রূপকথার আগ্রহ জন্মের কিছুদিন পর থেকেই৷ তখন সে স্ক্রিনের দিকে অপলক তাকিয়ে থাকতো৷ সেসময় কম্পিউটার চালু না করলে তাকে খাওয়ানোই যেত না৷ ‘‘এক বছর বয়স থেকেই সে এমন সব জটিল গেম খেলতো যা সাধারণত আরও বড় বয়সের শিশুরা খেলে,'' বলেন রিশা৷
ঢাকায় সম্প্রতি কয়েকজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও সাংবাদিকের সামনে রূপকথা তার কম্পিউটারে পারদর্শিতা দেখায়৷ পুরো বিষয়টি ভিডিওতে রেকর্ড করে অসম্পাদিত অবস্থায় গিনিজ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে৷ এই ভিডিও ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র দেখে গিনিজ সিদ্ধান্ত নেবে বলে জানান রিশা৷
এছাড়া ইতিমধ্যে গিনিজের সঙ্গে একটি চুক্তি সই করার কথা জানান তিনি৷ ‘‘নিয়ম অনুসারে রূপকথার নাম গিনিজে অন্তর্ভুক্ত করার ব্যাপারে চুক্তিটা সই হয়েছে৷ ঢাকার ঐ অনুষ্ঠানের পরই চুক্তিটা হয়েছে৷''
রূপকথার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মা রিশা বলেন, ‘‘সে নিজের একটা অপারেটিং সিস্টেম ডেভেলপ করতে চায়৷ এখন সে উইন্ডোজের সব অপারেটিং সিস্টেম নিয়ে গবেষণা করছে৷ আগের সংস্করণগুলোতে কী কী ফিচার ছিল না, এখন নতুন কী যোগ হয়েছে, সব তার নখদর্পণে৷''
রূপকথা স্কুলে না গেলেও অষ্টম শ্রেণির ইংরেজি পাঠ্যপুস্তকে তার এই বিস্ময় কাহিনি ইতিমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে৷
মা রিশা বলেন, ইউটিউবে ‘মেগাফারহিন' নামের একটি চ্যানেলে রূপকথার কিছু ভিডিও আপলোড করা আছে৷