1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের সেরা ‘ব্র্যান্ড’: জার্মানি

১৭ নভেম্বর ২০১৪

ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে একটি জরিপ অনুযায়ী বিশ্বে সেরা ‘ব্র্যান্ড ইমেজ’ এখন জার্মানির৷ ২০০৯ সাল যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের সেরা ব্র্যান্ড৷ সম্ভবত বিশ্বকাপ জেতার ধাক্কাতেই তাকে পদচ্যুত করেছে জার্মানি৷

Kuchen mit Deutschlandfahne
ছবি: Fotolia/Masson

সুবিশাল অনলাইন জরিপ৷ বিশটি শিল্পোন্নত এবং উত্থানশীল দেশের বিশ হাজারের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রতি দেশ থেকে অন্তত এক হাজার উত্তরদাতা৷ মোট ৫০টি দেশ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে৷ উত্তরদাতারা দেশগুলির বিভিন্ন দিক ও বৈশিষ্ট্য সম্পর্কে তাদের মতামত দিয়েছেন: খেলাধুলা ছাড়া জার্মানি ভালো নম্বর পেয়েছে ‘‘সৎ ও দক্ষ সরকার'' বিভাগে৷ ‘‘বিনিয়োগের পরিবেশ'' এবং ‘‘সামাজিক সাম্য'' বিভাগে জার্মানি সর্বোচ্চ নম্বর পেয়েছে৷ সমকালীন সংস্কৃতি, সৃজনশীলতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র পূর্বাপর প্রথম স্থানে, যদিও ‘‘বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তার জন্য উদ্যম'' বিভাগে যুক্তরাষ্ট্রের নম্বর কমেছে৷

যোগাযোগ উপদেষ্টা সাইমন আনহোল্ট এবং জিএফকে মার্কেটিং রিসার্চ ও কনসাল্টিং কোম্পানি এই জরিপের আয়োজন করেন৷ তাদের সৃষ্ট ‘ইনডেক্স' বা সূচিতে বিভিন্ন দেশকে ছ'টি গুণগত বৈশিষ্ট্য অনুযায়ী পরিমাপ করা হয়েছে, যেমন মানুষের ব্যক্তিত্বের পরিমাপ করা সম্ভব৷ এ ক্ষেত্রে সে দেশের শিল্পসংস্থা ও পণ্যের মূল্যায়ন থেকে শুরু করে পর্যটকের চোখে সে দেশের বিভিন্ন দ্রষ্টব্য ও তার খেলাধুলার রেকর্ড, সব কিছুই স্থান পেয়েছে৷ সেই সঙ্গে রয়েছে সরকারের কর্মক্ষমতা, অভিবাসন ও বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে দেশটির উপযোগিতা এবং বৈশ্বিক সমস্যা সমাধানের ক্ষেত্রে দেশটির ভূমিকা৷

এবার যে ২০ হাজার ১২৫ জন উত্তরদাতার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সেগুলি নেওয়া হয় গত জুলাই মাসে, অর্থাৎ জার্মানির ফুটবল বিশ্বকাপ জয়ের ঠিক পরে৷ স্বভাবতই তার একটা ইতিবাচক প্রভাব ফলাফলে পরিলক্ষণ করা যাচ্ছে৷ তবে এই এনবিআইএসএম টেস্টে জার্মানি ২০১৩ সালেও যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় স্থানে ছিল৷ সাইমন আনহোল্ট-এর মতে বিশ্বকাপ জয় ছাড়াও জার্মানি ‘‘ইউরোপে তার নেতৃস্থানীয় ভূমিকা, তার শক্তিশালী অর্থনীতি এবং আন্তর্জাতিক মঞ্চে তার একটানা দায়িত্ব পালনের'' জন্য স্বীকৃতি পেয়েছে৷

নয়তো প্রথম দশটি স্থানে এবার রয়েছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ক্যানাডা, জাপান, ইটালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও সুইডেন৷ রাশিয়া ইউক্রেন সংকটের চাপে তিন ধাপ নেমে গেছে: ২০১৩ সালের ২২তম স্থান থেকে ২০১৪ সালে ২৫তম স্থানে৷

এসি/এসবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ