1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিশ্বের সেরা স্বামী’

১৮ জুলাই ২০১৬

স্ত্রী-র প্রতি এত ভালোবাসা বিশ্বের আর কোনো স্বামী এভাবে দেখাতে পেরেছেন কিনা সন্দেহ৷ ইউটিউবে স্ত্রী-র প্রতি তাঁর অগাধ ভালোবাসা এবং দায়িত্বপরায়ণতা দেখে তাঁকে ‘বছরের সেরা স্বামী’-র স্বীকৃতি দিয়েছেন অনেকেই৷

Symbolbild Liebespaar
ছবি: Colourbox/G. Dolgik

ভিডিওটি দেখলে মনে পড়ে যায় বাংলা গানের দু'টি লাইন, ‘‘আমি ফুলের মতো ছড়িয়ে দিলাম এ গান তোমার পথে/ যেন তোমার পায়ে লাগেনাকো ধুলো কোনোমতে..''৷ ইউটিউবে অনেকের প্রিয় হয়ে ওঠা অতি সাধারণ মানুষটি শুধু মুখের বা গানের কথায় ভালোবাসার মানুষের পা ধুলিমুক্ত রাখেননি

শহরটি তখন জলমগ্ন৷ রাস্তা জুড়ে পানি আর পানি৷ বোরকা পরা স্ত্রী-কে নিয়ে বিপদে পড়ে গেলেন এক স্বামী৷ ফুটপাতটা মোটামুটি শুকনো৷ কিন্তু রাস্তা ফুটপাতের চেয়ে নিচু হওয়ায় সেখানে পা রাখার জো নেই৷ রাস্তা পার হবেন কী করে? নিজে না হয় পার হলেন, স্ত্রী-র কী হবে? অনেক ভেবে অভিনব একটা উপায় বের করলেন স্বামী৷ সে উপায় অবলম্বন করতে গিয়ে নিজের একটু কষ্ট হলেও স্ত্রী-র গায়ে বা পায়ে একটুও পানি লাগেনি৷

না, স্ত্রী-কে কোলে তুলে রাস্তা পার করে দেননি রক্ষণশীল মনোভাবের ওই স্বামী৷ শুধু একটা চেয়ার আর একটা স্টুল জোগাড় করেছিলেন৷ তা দিয়েই হয়ে গেল সমস্যার সমাধান৷ প্রথমে চেয়ারে দাঁড় করালেন স্ত্রী-কে৷ তারপর সামনে এগিয়ে দিলেন স্টুল৷ স্ত্রী স্টুলে দাঁড়াতেই চেয়ারটি তুলে নিয়ে আবার সামনে রাখলেন স্বামী৷ এভাবে চেয়ার আর স্টুলের ওপর দিয়ে হেঁটে হেঁটে অনায়াসেই রাস্তা পার হয়ে গেলেন স্ত্রী৷

ভিডিওটি দেখে স্ত্রী-অন্তঃপ্রাণ লোকটিকে ‘হাজব্যান্ড অফ দ্য ইয়ার', অর্থাৎ বছরের সেরা স্বামীর স্বীকৃতি দিয়েছেন অনেকেই৷ আপনিও কি তাঁদের সঙ্গে একমত?

এসিবি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ