স্ত্রী-র প্রতি এত ভালোবাসা বিশ্বের আর কোনো স্বামী এভাবে দেখাতে পেরেছেন কিনা সন্দেহ৷ ইউটিউবে স্ত্রী-র প্রতি তাঁর অগাধ ভালোবাসা এবং দায়িত্বপরায়ণতা দেখে তাঁকে ‘বছরের সেরা স্বামী’-র স্বীকৃতি দিয়েছেন অনেকেই৷
বিজ্ঞাপন
ভিডিওটি দেখলে মনে পড়ে যায় বাংলা গানের দু'টি লাইন, ‘‘আমি ফুলের মতো ছড়িয়ে দিলাম এ গান তোমার পথে/ যেন তোমার পায়ে লাগেনাকো ধুলো কোনোমতে..''৷ ইউটিউবে অনেকের প্রিয় হয়ে ওঠা অতি সাধারণ মানুষটি শুধু মুখের বা গানের কথায় ভালোবাসার মানুষের পা ধুলিমুক্ত রাখেননি৷
শহরটি তখন জলমগ্ন৷ রাস্তা জুড়ে পানি আর পানি৷ বোরকা পরা স্ত্রী-কে নিয়ে বিপদে পড়ে গেলেন এক স্বামী৷ ফুটপাতটা মোটামুটি শুকনো৷ কিন্তু রাস্তা ফুটপাতের চেয়ে নিচু হওয়ায় সেখানে পা রাখার জো নেই৷ রাস্তা পার হবেন কী করে? নিজে না হয় পার হলেন, স্ত্রী-র কী হবে? অনেক ভেবে অভিনব একটা উপায় বের করলেন স্বামী৷ সে উপায় অবলম্বন করতে গিয়ে নিজের একটু কষ্ট হলেও স্ত্রী-র গায়ে বা পায়ে একটুও পানি লাগেনি৷
না, স্ত্রী-কে কোলে তুলে রাস্তা পার করে দেননি রক্ষণশীল মনোভাবের ওই স্বামী৷ শুধু একটা চেয়ার আর একটা স্টুল জোগাড় করেছিলেন৷ তা দিয়েই হয়ে গেল সমস্যার সমাধান৷ প্রথমে চেয়ারে দাঁড় করালেন স্ত্রী-কে৷ তারপর সামনে এগিয়ে দিলেন স্টুল৷ স্ত্রী স্টুলে দাঁড়াতেই চেয়ারটি তুলে নিয়ে আবার সামনে রাখলেন স্বামী৷ এভাবে চেয়ার আর স্টুলের ওপর দিয়ে হেঁটে হেঁটে অনায়াসেই রাস্তা পার হয়ে গেলেন স্ত্রী৷
ভিডিওটি দেখে স্ত্রী-অন্তঃপ্রাণ লোকটিকে ‘হাজব্যান্ড অফ দ্য ইয়ার', অর্থাৎ বছরের সেরা স্বামীর স্বীকৃতি দিয়েছেন অনেকেই৷ আপনিও কি তাঁদের সঙ্গে একমত?
ভালোবাসার সম্পর্কে চিড় ধরলে কী করবেন?
ভালোবাসার সম্পর্ক যত দীর্ঘ হয়, একে অপরের প্রতি আবেগ, উচ্ছ্বাস তত কমতে থাকে৷ কখনোবা সম্পর্কে চিড়ও ধরে৷ দু’জনের পুরনো মধুর সম্পর্ককে ঝালিয়ে নিতে একটু দোলা দিন৷ কিভাবে? তা জানাচ্ছেন একজন জার্মান বিশেষজ্ঞ৷
ছবি: Fotolia/Kitty
প্রথমেই কারণ খুঁজে বের করুন
প্রথমদিকে প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রী’র আবেগ বা একে অপরকে কাছে পেতে চাওয়ার আগ্রহ খানিকটা কমে যাওয়া স্বাভাবিক৷ তবে তা যদি মাত্রা ছাড়িয়ে যায় বা কোনো বড় কারণ ছাড়াই নিয়মিত দু’জনের মধ্যে ঝগড়া হয়, তাহলে অবশ্যই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে৷
ছবি: DW-Montage/picture-alliance/dpa
একঘেয়েমি থেকে বেরিয়ে আসুন
কর্মস্থল থেকে কাজের এক ফাঁকে আপনার সঙ্গীর সাথে যোগাযোগ করুন৷ কেউ আপনাকে রাগিয়েছে কিনা কিংবা কোনো হাসির খবর অথবা সুন্দর একটি ছবি তুলে মোবাইলে পাঠিয়ে দিন৷ বুঝিয়ে দিন যে আপনি হাজারো কাজের মাঝেও এখনো আগের মতোই তাঁর কথা ভাবেন৷
ছবি: picture-alliance/dpa Themendienst
উপহার
জার্মান ভাষায় বলা হয় ‘ক্লাইনে গেশেঙ্কে এরহালটেন ফ্রয়ন্ডশাফ্ট’ অর্থাৎ ছোটখাটো উপহার বন্ধুত্বকে টিকিয়ে রখে৷ তবে পার্টনারের ক্ষেত্রে জানা প্রয়োজন যে, আপনার সবচেয়ে কাছের মানুষটির কী পছন্দ বা সে কী চায়৷ মনের খবর নিয়েই উপহার কিনুন, তা না হলে ফল উল্টো হতে পারে কিন্তু!
ছবি: Fotolia/EMrpize
পুরনো শখ মেটান
সম্পর্কে যখন চিড় ধরতে শুরু করেছে তখন কিন্তু আর টুকিটাকি জিনিসে মন ভরবেনা৷ তাই ভালো করে জেনে নিন, কী উপহার পেলে সে সত্যিই খুশি হবে এবং দুজনেই কাছাকাছি থাকা যাবে, যোগাযোগ রাখা যাবে৷ সারপ্রাইজ উপহারটি হতে পারে স্মার্ট ফোন, কম্পিউটার কিংবা দূরে কোথাও বেড়াতে যাওয়া , যেখানে যাওয়ার ইচ্ছে মনের মধ্যে বহুদিন থেকেই ছিল৷
ছবি: Fotolia/ChenPG
ভূমিকা অদল-বদল
সংসারে দু’জনেই জানেন যে কোন কাজ কার পছন্দ বা পছন্দ নয়৷ যেহেতু দু’জনকেই অনেকসময় জোর করে সংসারের অনেক কাজ করতে হয়, তাই এবার সম্ভব হলে ভূমিকা পরিবর্তন করে স্বামী করুন স্ত্রীর কাজ আর স্ত্রী করুন স্বামীর কাজ৷ দেখবেন বেশ মজা হবে৷ তাছাড়া এর মধ্য দিয়ে একে অপরের কাজের স্বীকৃতিও দেওয়া হবে৷
ছবি: picture-alliance / Helga Lade Fotoagentur GmbH, Ger
রোম্যান্টিক টিপস
টিভি অনুষ্ঠান দেখা, ম্যাগাজিন বা পত্রিকা পড়ার ক্ষেত্রেও যার যার আলাদা পছন্দ থাকে৷ তাই এক্ষেত্রেও কিন্তু অদল-বদল করা যেতে পারে৷ তখন একে অপরকে বোঝা অনেক সহজ হবে৷ করেই দেখুন না একবার! ঝিমিয়ে পড়া বা চিড় ধরা ভালোবাসার সম্পর্ককে একটু দোলা দিয়ে চাঙা করে তুলতে এই টিপসগুলো আমাদের দিয়েছেন জার্মান ক্রিয়েটিভ বিশেষজ্ঞ ব্যার্নহার্ড ভল্ফ৷