সম্প্রতি প্রকাশ হয়েছে ফোর্বসের বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী এমন একশ' নারীর তালিকা৷ সেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও৷
বিজ্ঞাপন
প্রতি বছরই বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারী ও পুরুষদের তালিকা প্রকাশ করে থাকে মার্কিন সংস্থা ফোর্বস৷ সেই তালিকায় জায়গা পান সাধারণত বিশ্বের রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য ব্যক্তিত্বরা৷
২০১৯ সালে সবচেয়ে ক্ষমতাশালী নারীদের তালিকার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷
দ্বিতীয় স্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের কর্ণধার ক্রিসটিন লাগার্ড ও তৃতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি৷
এশিয়া থেকে এই তালিকায় সর্বোচ্চ স্থান দখল করে ২২তম স্থানে রয়েছেন চীনের জেসিকা টান৷ এরপরেই, ২৯তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তালিকায় থাকা একমাত্র বাংলাদেশি নারী তিনিই৷ এছাড়া ৩৪তম স্থানে রয়েছেন ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷
তালিকার একদম শেষে, অর্থাৎ ১০০তম স্থানে জায়গা করে নিয়েছেন ১৬ বছর বয়েসি পরিবেশকর্মী গ্রেটা থুনবের্গ৷
এসএস/কেএম (সূত্র: ফোর্বস)
গত জানুয়ারির ছবিঘরটি দেখুন...
সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা
চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা৷ কিন্তু সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানদের রেকর্ডের কাছে এটি তুচ্ছ৷ সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা রাষ্ট্রনায়কদের নিয়েই এই ছবিঘর...
ছবি: Reuters/Official Khamenei website
ক্ষমতায় ৩৯ বছর!
মধ্য আফ্রিকার ছোট্ট দেশ ইকুয়েটোরিয়াল গিনির প্রেসিডেন্ট টিওডোরো ওবিয়াং নগুয়েমা৷ সেই ১৯৭৯ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন৷ তারপর থেকে তিনিই সে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী৷ টিওডোরো ওবিয়াং নগুয়েমার বয়স এখন ৭৪ বছর৷
ছবি: Getty Images/AFP
৩৭ বছর পর পতন
সেনা অভ্যুত্থানের মুখে জিম্বাবোয়ের রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়াতে হলো রবার্ট মুগাবেকে৷ আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের দেশ জিম্বাবোয়ে স্বাধীনতা লাভ করে ১৯৮০ সালে৷ স্বাধীনতার ৩৭ বছর পর ২০১৭ সালে ক্ষমতা হারান প্রেসিডেন্ট মুগাবে৷
ছবি: Reuters/P. Bulawayo
পল বিয়া, ৩৬ বছর ধরে ক্ষমতায়
পল বিয়া গত ৩৬ বছর ধরে ক্যামেরুনের প্রেসিডেন্ট৷ প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন ১৯৮২ সালে৷ তারপর থেকে এ পর্যন্ত তাঁকে ক্ষমতা থেকে সরাতে দু’টি অভ্যুত্থানের চেষ্টা হয়েছে৷ দু’টিকেই ব্যর্থ করে ক্ষমতা আগলে রেখেছেন ৮৫ বছর বয়সি পল বিয়া৷
ছবি: imago/Xinhua Afrika
ডেনিস সাসৌ নগুয়েসোর মোট ৩৪ বছর
মধ্য আফ্রিকার দেশ কঙ্গো-ব্রাজাভিলের নাম অনেকেই হয়ত শোনেননি৷ সে দেশের প্রেসিডেন্ট ডেনিস সাসৌ নগুয়েসো ক্ষমতায় আরোহন করেছিলেন ১৯৭৯ সালে৷ সেই দফায় ছিলেন ১৯৯২ পর্যন্ত৷ তারপর পাঁচ বছরের বিরতি৷ ১৯৯৭ সালে ফেরার পর থেকে ক্ষমতায় আবার তিনি অবিচল৷
ছবি: Getty Images/AFP/M. Longari
হুন সেন, কম্বোডিয়া
১৯৮৫ সাল থেকে হিসেব করলে হু সেন কম্বোডিয়ার প্রধানমনাত্রীর দায়িত্বে আছেন ৩৩ বছর ধরে৷
ছবি: Reuters/S. Pring
৩২ বছর ধরে ক্ষমতায় সমকামীবিদ্বেষী মুসেভেনি
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার প্রেসিডেন্টের নাম ইয়োয়েরি মুসেভেনি৷ ৩২ বছর ধরে তিনি সে দেশের প্রেসিডেন্ট৷ ৭৪ বছর বয়সি এই শাসক সমকামীবিদ্বেষী হিসেবেও পরিচিত এবং সমালোচিত৷
ছবি: Reuters/E. Echwalu
২৯ বছর ধরে সুদানের শাসক
সুদানের ওমর আল-বাশির রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন ১৯৮৯ সালে৷ দারফুরে ব্যাপক গণহত্যা, ধর্ষণ ও নির্যাতন চালানোর জন্য ১৯৮৯ সালে তাকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ আদালত৷ ২৯ বছর ধরে ক্ষমতায় রয়েছেন তিনি৷
ছবি: Reuters
নুরসুলতান নাসারবায়েভ, কাজাখস্তান
১৯৯০ সালে সোভিয়েট ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে কাজাখস্তান৷ তারপর থেকেই সে দেশের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ৷ অর্থাৎ ২৮ বছর ধরে দেশটির প্রেসিডেন্ট তিনি৷
ছবি: picture alliance/Sputnik/S. Guneev
শেখ হাসিনা: ২০ বছরের পথে যাত্রা শুরু
আগে মোট তিন মেয়াদে ১৫ বছর দায়িত্ব পালনের পর এবার চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা৷ সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীদের তুলনায় তিনি এখনো অনেক পিছিয়ে৷ তবে চতুর্থ মেয়াদ শেষ করলে তাঁরও ২০ বছর পূর্ণ হবে৷
ছবি: bdnews24.com
আলি খামেনি, ইরান
সায়িদ আলি হোসেইনি খামেনি হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা৷ ১৯৮১ সালে দেশটির প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় আসেন তিনি৷ তবে ১৯৮৯ সাল থেকে তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে দায়িত্ব পালন করছেন৷ ৩৭ বছর ধরে দেশটির সর্বোচ্চ পদে আছেন আলি খামেনি৷