1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘২২০ কোটি মানুষই দরিদ্র’

২৫ জুলাই ২০১৪

বিশ্বের ২ দশমিক ২ বিলিয়ন বা ২২০ কোটি মানুষ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত৷ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ৷

Bangladesch Dhaka Bettler
ছবি: Farjana K. Godhuly/AFP/Getty Images

প্রতিবেদনে বলা হয়, একদিকে কিছু মানুষ সম্পদের পাহাড় গড়ছে, অন্যদিকে প্রায় ১২০ কোটি মানুষ তিন বেলা মুখে আহার তোলার জন্য রীতিমতো সংগ্রাম করছে৷

প্রতিবেদনটি তৈরি করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)৷ জাপানের রাজধানী টোকিওতে ‘২০১৪ সালের মানব উন্নয়ন প্রতিবেদন' প্রকাশের অনুষ্ঠানে ইউএনডিপির প্রধান হেলেন ক্লার্ক দারিদ্র্যসীমার নীচে বসবাসরত মানুষদের অবস্থার উন্নতি সাধনের লক্ষ্যে করণীয় কিছু বিষয়ের ওপর আলোকপাত করেন৷

আর্থিক সংকট, প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যদ্রব্যের উচ্চমূল্য এবং নানা ধরনের সংঘাত দরিদ্রদের আরো গভীর দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, এ মুহূর্তে ৯১টি উন্নয়নশীল দেশের দেড়শ কোটি মানুষ দারিদ্র্য সীমার নীচে বসবাস করছেন এবং আরো ৮০ কোটি মানুষ দারিদ্র্যসীমা ছুঁই ছুঁই করছেন৷ বিশ্বের প্রায় ১২০ কোটি মানুষের দৈনিক ক্রয়ক্ষমতা মাত্র সোয়া এক ডলার বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে৷

প্রতিবেদনের অন্যতম রচয়িতা খালিদ মালিক দরিদ্র জনগোষ্ঠীর অসহায়ত্বের চিত্র ফুটিয়ে তুলতে গিয়ে বলেন, ‘‘যিনি দরিদ্র তাঁর অনেক রকমের আঘাত সামলানোর ক্ষমতাই খুব কম৷ অনেক দরিদ্র মানুষ আবার প্রতিবন্ধী, কেউ বা বয়সে প্রবীণ৷ সব মিলিয়ে তাঁদের প্রতিকূলতা অনেক বেশি৷''

ইউএনডিপি-র এ প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও উপস্থিত ছিলেন৷ জাতিসংঘের ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস'- কর্মসূচির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘‘লক্ষ্য অর্জনের সময় দ্রুত শেষ হয়ে আসছে৷'' বুধবার প্রকাশ করা প্রতিবেদনে ইউএনডিপি অবশ্য নির্ধারিত সময় সীমার মধ্যে দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে কাঙ্খিত সাফল্য প্রাপ্তি সম্ভব হবে বলেই আশা প্রকাশ করেছে৷

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ