1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বে পানির পরিমাণ কমে আসছে আশঙ্কাজনকহারে

২২ আগস্ট ২০১১

বিশ্বের প্রতিটি মানুষ এবং প্রাণী যেন বেঁচে থাকার জন্য যথেষ্ট পানি পায় তা নিশ্চিত করার পথ সন্ধান করছেন স্টকহোমের ওয়াটার উইকে উপস্থিত বিশেষজ্ঞরা৷ পানির সংকট দূর করতে তারা নিজেদের উৎসর্গ করেছেন৷

A UNAMID handout image dated 18 October 2010 and made available 19 October 2010 showing a refugee boy at one of the two water points in the whole IDP camp at the Shaddad IDP Camp, Sudan. Almost 45,000 people live in this IDP Camp from different tribes (Fur, Zagawa, Tunjuru, Mima, Tama, Arabs). The lack of food and water is the main concern. EPA/ALBERT GONZALEZ FARRAN/HANDOUT EDITORIAL USE ONLY/NO SALES
মানুষের জীবন ধারণের জন্য একটি মৌলিক চাহিদা পানিছবি: picture-alliance/dpa

সারা বিশ্বেই যে পানির সংকট দেখা দেবে – নতুন করে একথা বলার প্রয়োজন নেই৷ প্রতিটি ক্ষেত্রেই অনুভূত হবে পানির স্বল্পতা৷ কৃষিকাজ, শিল্প, জ্বালানির মত ক্ষেত্রে কাজ-কর্ম ব্যাহত হবে৷

জাতিসংঘ জানিয়েছে, ২০৫০ সালের মধ্যে বিশ্বে জনসংখ্যা হবে প্রায় নয়শো কোটি৷ এবং এদের সবারই বেঁচে থাকার জন্য, জীবিকা নির্বাহের জন্য প্রয়োজন হবে প্রচুর পানির৷ তবে সবচেয়ে বড় সমস্যা হল পানির স্বল্পতা লক্ষ করা যাচ্ছে প্রতিদিনই৷ পানির পর্যাপ্ত সরবরাহ নেই – একথা শোনা যাচ্ছে বহু দেশেই৷

গত দুই দশক ধরে স্টকহোমের ইন্টারন্যশনাল ওয়াটার ইন্সটিটিউট চেষ্টা এবং গবেষণা চালিয়ে যাচ্ছে পানির এই ক্রমবর্ধমান সমস্যা সমাধানের লক্ষ্যে৷ এই দীর্ঘ সময়ে নিয়মিতভাবে আয়োজন করা হয়েছে বিভিন্ন ফোরামের৷ কীভাবে পানির এই সমস্যার সমাধান করা যায় সেই প্রশ্নই বারবার আলোচিত হয়েছে৷ এসপ্তাহেও আয়োজন করা হয়েছে ঠিক এরকম আরেকটি সম্মেলন৷

এই সম্মেলন শুরু হয়েছে ২১শে আগস্ট থেকে এবং তা চলবে ২৭শে আগস্ট পর্যন্ত৷ বিশ্বের প্রায় আড়াই হাজার গবেষক, বিজ্ঞানী, রাজনীতিক, অর্থনীতিবিদ এবং সমাজ কর্মীরা জড়ো হয়েছেন স্টকহোমে৷ উন্নত এবং উন্নয়নশীল বিশ্বের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন৷ আলোচনার মূল বিষয় হল ‘‘শহরাঞ্চলে পানির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে৷ কীভাবে প্রতিটি মানুষের জন্য পানির ব্যবহার নিশ্চিত করা যায়?''

বাংলাদেশে একটু পানির জন্য প্রচেষ্টাছবি: AP

বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনলজি এ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক লাজলো সোমলিয়ডি জানান, সরবারহ নেই শুধু সেটাই একা সমস্যার সৃষ্টি করছে না৷ তিনি উদাহরণ হিসেবে উত্তর আফ্রিকা, ইসরায়েল এবং জর্ডানের কথা বলেন৷ তিনি জানান, এই অঞ্চলে পানির স্বল্পতা বিরাটাকার ধারণ করেছে৷ বিষয়টি চিন্তিত হবার মত বৈকি! তিনি আরো বলেন, এর সঙ্গে অর্থনৈতিক ব্যবস্থা জড়িত৷ তৃতীয় বিশ্বের দেশগুলোতে পানির সরবরাহের জন্য যথেষ্ট অর্থ নেই, অর্থনীতিও খুবই দুর্বল৷ তৃতীয় বিশ্বে প্রায় একশো কোটি মানুষ পরিস্কার পানির ব্যবহার থেকে বঞ্চিত৷ আর প্রায় আড়াইশো কোটি মানুষ স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত৷ এর সঙ্গে রয়েছে প্রতি বছরের তীব্র খরা এবং সময়ে অসময়ে বন্যা৷

উদ্বেগের সুরে অধ্যাপক সোমলিয়ডি বলেন,‘‘সারা বিশ্বে প্রতি মানুষের জন্য মাথাপিছু পানির যে পরিমাণ ছিল তা কমে আসছে আশঙ্কাজনক হারে৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ