1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বে প্রচলিত প্রযুক্তি দিয়ে বুড়িগঙ্গার পানি শোধন সম্ভব নয়!

১৮ এপ্রিল ২০১১

বুড়িগঙ্গা নদীর দূষণ প্রসঙ্গে বুয়েটের বিশেষজ্ঞ দল বলেছে, দূষণ এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোনো দেশের প্রচলিত প্রযুক্তি দিয়েই এই নদীর পানি পরিশোধন সম্ভব নয়৷

ছবি: AP

তারা বলছেন, দূষণের যে কারণ সেগুলো দূর না করলে এই পানি পান করা তো দূরে থাক, অন্যভাবে ব্যবহারও বিপজ্জনক৷ বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক এ বি এম বদরুজ্জামান প্রথম আলো পত্রিকাকে বলেছেন, বুড়িগঙ্গা নদীতে বিশেষ করে হাজারীবাগ, চাঁদনীঘাট, সদরঘাট ও আশপাশের এলাকায় দূষণের মাত্রা এত বেশি যে এসব এলাকার নদীর পানি ব্যবহারকারী বেশির ভাগ মানুষকেই চর্মরোগে ভুগতে হচ্ছে৷ জলজ প্রাণীও নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে৷

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে তিনদিনের সফরে বাংলাদেশে যাচ্ছেন আজ সোমবার৷ ইত্তেফাক বলছে, সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানো, জাহাজ চলাচল, কৃষিখাতে সহযোগিতা, মত্স্য ও প্রাণী খাতের উন্নয়নে সহযোগিতা, শিক্ষা ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে কিছু প্রস্তাবিত চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে৷ কালের কন্ঠেও এ বিষয়ে প্রতিবেদন রয়েছে৷

অন্যান্য খবর

প্রথম আলো কয়েকটি হত্যা মামলার বিষয়ে প্রধান প্রতিবেদন ছেপেছে৷ তারা বলছে, মামলাগুলো চাঞ্চল্যকর হিসেবে তদারকি সেলে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে তদন্ত এগোচ্ছে না৷ ডেইলি স্টারে কাচপুর ব্রিজের আশেপাশে যানজট কমাতে সরকারি পরিকল্পনা নিয়ে প্রতিবেদন রয়েছে৷ ইত্তেফাকে মুজিবনগর দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভাষণের খবর রয়েছে৷ নারীনীতির অপব্যাখ্যাকারীদের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ সমকালে সাত মহানগরে বিএনপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন রয়েছে৷ কালের কন্ঠ ইংরেজি ভার্সনে লেখাপড়া নিয়ে প্রতিবেদন ছেপেছে৷ আর যুগান্তর বলছে চলতি মাসের বাকী দিনগুলো রাজনীতির মাঠ গরম করে রাখবে বিএনপি৷ সংবিধান সংশোধন ও তারেক রহমান এবং কোকোর বিরুদ্ধে মামলার ইস্যু ছাড়াও গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধানের দাবিতে বিএনপি নানান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে পত্রিকাটি৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ