1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বে ৬০ লাখ নার্সের সংকট রয়েছে: ডব্লিউএইচও

১২ এপ্রিল ২০২০

করোনা সংকটকালে বিশ্বজুড়ে স্বাস্থ্যখাতের নাজুক অবস্থায় চিত্র বেশ পরিষ্কার ভাবে ফুটে উঠেছে৷ সারা বিশ্ব প্রয়োজনের তুলনায় ৫০ লাখ ৯০ হাজারের বেশি নার্স কম আছেন৷

ছবি: Imago-Images/ZUMA Wire/R. Fouladi

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে৷ সবচেয়ে বেশি সংকট রয়েছে আফ্রিকা, দক্ষিণপূর্ব এশিয়া ও দক্ষিণ অ্যামেরিকার দরিদ্র দেশগুলোতে৷ ডব্লিউএইচও সংকট সমাধানের পরামর্শও দিয়েছে৷

ডব্লিউএইচওর ব্যবস্থাপনা পরিচালক ডা. টেড্রোস আধানম গ্যাব্রিয়াসিস বলেন, ‘‘যে কোনো স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হলেন নার্স৷ কোভিড-১৯ মহামারীতে অনেক নার্স সামনে থেকে লড়াই করে যাচ্ছেন৷’’

‘‘তাদের ভূমিকা যে কতখানি অমূল্য, এই প্রতিবেদন সে কথাই আবার মনে করিয়ে দিল৷ একই সঙ্গে এটা সতর্ক বার্তাও৷ তাই বিশ্বকে সুস্থ রাখতে নার্সদের প্রয়োজনে যথাযথ সমর্থন নিশ্চিত করতে হবে৷’’
২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বজুড়ে নার্সদের সংখ্যা বেড়ে প্রায় ৪৭ লাখ হয়েছে৷ তাদের ৮০ শতাংশের বেশি কাজ করেন ওই সব দেশে যেখানে বিশ্বের অর্ধেক মানুষের বাস৷ 

বিশ্বে প্রতি পাঁচজনে একজন নার্স যে দেশ জন্ম নিয়েছেন ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন তার বাইরের কোনো দেশে কাজ করেন৷ আগামী ১০ বছরের মধ্যে প্রতি ছয়জনে একজন নার্স অবসর নেবেন৷

বিশ্বের ৯০ শতাংশ নার্স নারী এবং তাদের হাতেগোনা কয়েকজন মাত্র হাসপাতালে জ্যেষ্ঠ পদে আছেন৷ ফলে নীতি নির্ধারনী পর্যায়ে তাদের সুযোগ-সুবিধা তুলে ধরার কেউ নেই৷

ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়, জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে নার্সরা যখন নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন- উদাহরণ হিসেবে বলা যায়, যখন সরকার ব্যবস্থায় একজন প্রধান নার্সিং কর্মকর্তা থাকবেন তখন তাদের অবস্থার উন্নতি হবে৷

জার্মানির মত উন্নত স্বাস্থ্যসেবার দেশেও নার্সদের বেতন এবং কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়ানোর জন্য আন্দোলনে নামতে হয়েছে৷ সংকট মোকাবেলা করে কীভাবে নার্সদের অবস্থার উন্নতি করা যায় তার একটি দিকনির্দেশনা দিয়েছে ডব্লিউএইচও৷ সংস্থাটি এই খাতে ‘জরুরি বিনিয়োগের’ আহ্বান জানিয়েছে৷

এলিয়ট ডগলাস/এসএনএল

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ