২০২৩ সালে বিশ্বে আর্থিক মন্দা দেখা দিতে পারে বলে গত অক্টোবরে আশঙ্কা প্রকাশ করেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ৷
বিজ্ঞাপন
তবে সংস্থার প্রধান অর্থনীতিবিদ পিয়ের-অলিভিয়ে গোরাঁশা এখন বলছেন, ‘‘যে কোনো ধরনের বৈশ্বিক মন্দার চিহ্ন থেকে আমরা অনেক দূরে৷’’
সোমবার প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে আইএমএফ বলেছে, আগামী দুই বছর মুদ্রাস্ফীতির গতি কমবে৷ ‘‘বৈশ্বিক মুদ্রাস্ফীতি ২০২২ সালের ৮.৮ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ৬.৬ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে৷ ২০২৪ সালে সেটা ৪.৩ শতাংশ হতে পারে,'' বলছে আইএমএফ৷
অর্থ-বাণিজ্য : ২০২২-কে তুলে ধরে যেসব শিরোনাম
ঘটনাবহুল ২০২২ শেষ৷ সে বছর করোনা যাই যাই করেও পুরোপুরি যায়নি, বরং যোগ হয়েছে সারা বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দেয়া ইউক্রন যুদ্ধ৷ বছর জুড়ে অর্থ ও বাণিজ্যের দুনিয়ার আর যেসব বিষয় শিরোনামে ছিল সেগুলো নিয়েই এই ছবিঘর...
ছবি: Frank Rumpenhorst/dpa/picture alliance
করোনা গেছে?
দুটি শীত কেটেছে করোনার আতঙ্কে৷ ২০২১ সালের শেষে নতুন বছর করোনামুক্ত হবে- এমন আশা করা হলেও বাস্তবে তা হয়নি৷ ২০২২ সালের শুরুতে সারা বিশ্বে করোনার আগের পরিস্থিতি ফেরেনি৷ তবে বছর শেষে ব্যবসা-বাণিজ্যে অনেকটা স্বাভাবিকতা ফিরেছে৷ ভ্রমণ-নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেছে সব দেশ৷ করোনাকে কি তাহলে অবশেষে পিছনে ফেলা গেল?
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া৷ পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘ রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে৷ ম্যাকডোনাল্ডসসহ অনেক আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান রাশিয়া ছাড়ে৷ এর ফলে পুটিনের দেশে খুচড়া যন্ত্রাংশসহ অনেক পণ্যের ভয়ানক ঘাটতি দেখা দেয়৷ তা সত্ত্বেও রাশিয়া অবশ্য তেল এবং গ্যাস বিক্রি করে শত শত কোটি ইউরো আয় করতে থাকে৷
ছবি: Bulent Kilic/AFP
জ্বালানি, জ্বালানি, জ্বালানি!
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে সারা বিশ্বে জ্বালানির দাম হু হু করে বাড়তে থাকে৷ ইউরোপে জ্বালানি সরবরাহ মন্থর করে দেয় রাশিয়া, নর্ড স্ট্রিমের দুটো পাইপলাইনই বন্ধ রাখে৷ জ্বালানি সংকটে পড়ে কয়েক প্রজন্ম পর প্রথমবারের মতো প্রতি কিলোওয়াট বিদ্যুতের মূল্য হাড়ে হাড়ে টের পায় ইউরোপের মানুষ৷ বিভিন্ন দেশের সরকার জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিদ্যুৎ, গ্যাস এবং গরম পানির ব্যবহার কমাতে বলে৷
ছবি: Rupert Oberhäuser/picture alliance
টুইটারে ‘সৃষ্টিশীল ধংস’?
গত এপ্রিলে ইলন মাস্ক ঘোষণা করেন টুইটারের সবচেয়ে বড় অংশীদার তিনি৷ পরে জানান, টুইটার পুরোপুরি কিনে নেবেন৷ কিন্তু তারপরই সরে যেতে চান মাস্ক৷ তবে অভিযোগ- পাল্টা অভিযোগ, মামলা ইত্যাদির পর অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটারের একক মালিক হন৷ কয়েক দিনের মধ্যে প্রতিষ্ঠানের প্রায় অর্ধেক কর্মীকে ছাঁটাই করেন তিনি৷ অনেকে চাকরি ছেড়েও দেন৷ ইলন মাস্ক যে ‘সৃষ্টিশীল ধংসের’ জন্য বিখ্যাত, এ কি তার নমুনা?
ছবি: Muhammed Selim Korkutata/AA/picture alliance
বেড়ে চলা মুদ্রাস্ফীতি
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশসহ সারা বিশ্বেই মুদ্রাস্ফীতি বাড়তে থাকে৷ কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ মুদ্রাস্ফীতির প্রভাবে দ্রব্যমূল্য মাত্রাতিরিক্ত বেড়ে যায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ালেও মুদ্রাস্ফীতি কমানোর জন্য সেই পদক্ষেপ যথেষ্ট ছিল না৷
ছবি: Boris Roessler/dpa/picture alliance
দ্বিগুণ চাপে চীন
‘জিরো-কোভিড’ নীতি চীনে কোটি কোটি মানুষের জীবনে বিপর্যয় ডেকে এনেছে৷ দীর্ঘদিন লকডাউন থাকায় পণ্য উৎপাদন শিল্পে এর বিরূপ প্রভাব পড়েছে৷ গৃহায়ন শিল্পেও তা দৃশ্যমান৷ বাড়ি ক্রয়-বিক্রি কমে গেছে৷
ছবি: ALY SONG/REUTERS
সংকটে ক্রিপ্টোকারেন্সি
ক্রিপ্টোকারেন্সির জন্য বছরটা মোটেই ভালো যায়নি৷ ২০২২ সালে বিটকয়েনের দাম ৬৫% কমেছে৷ এল সালভাদরে এই মুদ্রাকে রাষ্ট্রীয় মুদ্রা করার ভাবনা প্রত্যাহারের দাবি উঠেছে৷ গত মে মাসে নতুন করে ফিরিয়ে আনা ক্রিপ্টো মুদ্রা টেরা লুনা আবার ধসের মুখে পড়ে৷ নভেম্বরে বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেনকারী প্রতিষ্ঠান এফটিএক্স দেউলিয়া হয়ে যায়৷
ছবি: Jonathan Raa/NurPhoto/picture alliance
টেক-শিল্পে ধস
টুইটারে ব্যাপক ছাঁটাইয়ের পর ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মালিক মেটা ঘোষণা করে, তারাও ১১ হাজার কর্মীকে ছাঁটাই করবে৷ এভাবে ১৩% কর্মী কমানোর আগে কর্মীদের বিনা মূল্যে নৈশভোজ এবং পোশাক ড্রাই-ক্লিনিংয়ের খরচও কমিয়েছিল মেটা৷ একই সময়ে স্ন্যাপ কর্তৃপক্ষের পক্ষ থেকেও অন্তত ২০% কর্মী কমানোর ঘোষণা আসে৷
ছবি: Jakub Porzycki/NurPhoto/picture alliance
প্রত্যাশার ২০২৩
২০২২ সাল ভালো কাটেনি৷ করোনা বিদায় হওয়ার আগে আবার ফিরে আসার ইঙ্গিত দিয়েছে৷ ইউক্রেন যুদ্ধও চলছে৷ তবে ইউক্রেনীয়রা চরম আঁধারেও আলো জ্বালিয়ে রাখতে জানে৷ তাছাড়া পশ্চিমা বিশ্ব খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য লড়ছে৷ ইউরোপ গ্যাসের বিষয়ে রুশ-নির্ভরতা কাটাতে বিকল্প খোঁজার সাহস দেখিয়েছে৷ তাই নতুন বছরের দিকে নতুন নতুন প্রত্যাশা নিয়ে তাকানোই যায়!
ছবি: Christian Mang/REUTERS
9 ছবি1 | 9
২০২২ সালে বৈশ্বিক আর্থিক প্রবৃদ্ধি কমেছিল ৩.৪ শতাংশ৷ ২০২৩ সালে সেই হার কমে ২.৯ শতাংশ হবে৷ আর ২০২৪ সালে সেটা ৩.১ শতাংশ বাড়বে, বলছে আইএমএফ৷
সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলনে গোরাঁশা বলেন, মুদ্রাস্ফীতির চাপ কমতে শুরু করায় বৈশ্বিক অবস্থার উন্নতি হয়েছে৷ ‘‘টেকসই প্রবৃদ্ধি, স্থিতিশীল মূল্য এবং সবার জন্য অগ্রগতিসহ ভালো অবস্থায় ফেরার প্রক্রিয়া কেবলমাত্র শুরু হয়েছে,'' বলেও মনে করছেন তিনি৷
তবে আইএমএফ বলছে ইউক্রেন যুদ্ধ, ভবিষ্যতে চীনে আবারও করোনা সংক্রমণের সম্ভাবনা এবং উচ্চ সুদ হারের কারণে ঋণে জর্জরিত দেশগুলিতে সংকট তৈরি হওয়ায় বিশ্ব অর্থনীতি এখনও গুরুতর ঝুঁকির মুখে আছে৷
আইএমএফ এর প্রতিবেদন বলছে, চলতি বছর রাশিয়ায় ০.৩ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে৷ যদিও গত অক্টোবরে সংস্থাটি, এ বছর রাশিয়ার প্রবৃদ্ধি ২.৩ শতাংশ কমতে পারে বলে আশঙ্কা করেছিল৷
আইএমএফ এর ধারণা, জার্মানি ও ইতালি এই বছর মন্দা এড়াবে৷ গতবছর ইউরোপের প্রবৃদ্ধি ‘প্রত্যাশার চেয়ে বেশি সহনশীলতা' দেখিয়েছে৷
যুক্তরাজ্যের অর্থনীতি ২০২৩ সালে ০.৩ শতাংশ প্রবৃদ্ধি দেখতে পারে বলে গত অক্টোবরে আইএমএফ জানালেও সোমবার তারা বলেছে, দেশটির অর্থনীতি এবছর ০.৬ শতাংশ সংকুচিত হবে৷