1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব এইডস দিবস

১ ডিসেম্বর ২০১২

পহেলা ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস৷ ১৯৮৮ সালের এই দিনটি থেকে প্রতি বছর পালন করা হচ্ছে দিবসটি৷ উদ্দেশ্য এইচআইভি সংক্রমণের ফলে সৃষ্ট এইডস সম্পর্কে গোটা বিশ্বে জনসচেতনতা সৃষ্টি৷

ছবি: Fotolia/Africa Studio

১৯৮১ সাল থেকে ২০০৭ সালের মধ্যে এইডসে মৃতের সংখ্যা আড়াই কোটির বেশি৷ ২০০৭ সাল পর্যন্ত যে তথ্য উইকিপিডিয়া প্রদর্শন করছে, তাতে সারা পৃথিবীতে সেসময় অবধি এইডস আক্রান্তের সংখ্যা ছিল প্রায় সাড়ে তিন কোটি৷ পৃথিবীর ইতিহাসে এই রোগ এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ মহামারি হিসেবে বিবেচিত৷ অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসা এবং যত্ন সত্ত্বেও পৃথিবীর অনেক দেশে ২০০৭ সালে প্রাণ হারায় বিশ লাখ মানুষ৷ যাদের মধ্যে দু'লাখ সত্তর হাজার শিশু৷

১৯৮১ সাল থেকে ২০০৭ সালের মধ্যে এইডসে মৃতের সংখ্যা আড়াই কোটির বেশিছবি: Reuters

বলাবাহুল্য, এইডস আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমাতে বিজ্ঞানীদের চেষ্টাও অব্যাহত রয়েছে৷ এই নিয়ে গবেষণা চলছে৷ আসছে সফলতাও৷ তবে বিশ্ব এইডস দিবসের মূল লক্ষ্য জনসচেতনতা সৃষ্টি৷ ১৯৮৮ সাল থেকে এই দিবস পালন শুরু করে তৎকালীন এইডস বিষয়ক বিশ্ব কর্মসূচি, যা বর্তমানে ইউএনএইডস নামে পরিচিত৷ ২০০৪ সাল থেকে প্রতিবছর একটি বাৎসরিক প্রতিপাদ্য নির্ধারণ করে এই দিবসটি উদযাপন করা হয়৷ চলতি বছর এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে, এইচআইভি সংক্রমণ, বৈষম্য এবং এইডস সম্পর্কিত মৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে এগিয়ে চলা৷

প্রসঙ্গত, চলতি বছরের মাঝামাঝি সময়ে এইচআইভি সংক্রমণ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে আইপিএস৷ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার কম থাকলেও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এটি ধীরে ধীরে চুপিসারে মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে৷

১৬ কোটি মানুষের বাংলাদেশে সরকারি হিসাবে বর্তমানে এইচআইভি বহন করছে দুই হাজার পাঁচ শ' তেত্রিশ জন৷ ২০১১ সালে প্রকাশিত সরকারি সমীক্ষার প্রতিবেদন অনুযায়ী, সুঁই-সিরিঞ্জের মাধ্যমে মাদক সেবনকারী তথা আইডিইউ, পেশাদার যৌন কর্মী, সমকামী নারী-পুরুষ ও অভিবাসী জনগোষ্ঠীর মাঝে এই ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গেছে৷ সমীক্ষাটি বাংলাদেশের ৩৬টি ভৌগোলিক এলাকার বাছাইকৃত ২,৮৯৪ জনের রক্ত পরীক্ষা করে তৈরি করা হয়৷

এআই/এসবি (উইকিপিডিয়া, আইপিএস)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ