1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব গণমাধ্যমের সমালোচনা করলেন সু চি

৯ ডিসেম্বর ২০১৬

মিয়ানমারের নোবেলজয়ী অং সান সু চি রোহিঙ্গা ইস্যুতে ‘ভুয়া খবর’ প্রচার করায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সমালোচনা করেছেন৷ এদিকে, সু চিকে সংঘাতপূর্ণ স্থান পরিদর্শনে যেতে অনুরোধ করেছে জাতিসংঘ৷

সু চি
ছবি: picture alliance/AP Photo/Aung Shine Oo

সিঙ্গাপুরের ‘চ্যানেল নিউজ এশিয়া’-কে বৃহস্পতিবার দেয়া এক সাক্ষাৎকারে সু চি অভিযোগ করেন, বহির্বিশ্ব ‘আরও বেশি অসন্তোষ সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে'৷

একই দিন নিজের ফেসবুক পাতায় প্রকাশ করা এক বিবৃতিতে সু চি সিএনএন, বিবিসি, আল-জাজিরা ও চ্যানেল নিউজ এশিয়াকে সঠিক খবর প্রচারের আহ্বান জানিয়েছেন৷

সম্প্রতি ব্রিটিশ ডেইলি মেল পত্রিকার ওয়েবসাইটে নির্যাতনের শিকার হওয়া এক মুসলিম শিশুর ছবি প্রকাশ করা হয়৷ বলা হয় ছবিটি মিয়ানমারের৷ কিন্তু পরে দেখা যায়, এটি আসলে কম্বোডিয়ার ছবি৷

এদিকে, গত শুক্রবার লন্ডনে অবস্থিত মিয়ানমার দূতাবাস বিবিসির কাছে একটি অভিযোগপত্র পাঠায়৷ সেখানে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের এক কর্মকর্তার বিবৃতি প্রকাশ করায় বিবিসির সমালোচনা করা হয়৷ ঐ কর্মকর্তা বলেছিলেন, রোহিঙ্গাদের ‘নিধন' করছে মিয়ানমার৷ মিয়ানমার দূতাবাস তাদের চিঠিতে বলেছে, ‘‘এই বিবৃতি গুজবের ভিত্তিতে তৈরি এবং এটি একটি একপাক্ষিক দৃষ্টিকোণ, যা সত্যের কাছাকাছি নয়৷''

সু চির প্রতি জাতিসংঘের আহ্বান

জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ উপদেষ্টা বিজয় নামবিয়ার এক বিবৃতিতে সু চিকে রাখাইন প্রদেশের মাউংদাও এবং বুথিদাউং এলাকা পরিদর্শনে যেতে অনুরোধ করেছেন৷ ‘‘আমি তাঁকে অনুরোধ করছি তিনি যেন ঐ দু'টি এলাকায় গিয়ে সেখানকার সাধারণ জনগণকে তাঁদের নিরাপত্তা বিষয়ে নিশ্চয়তা দিন৷''

জেডএইচ/ডিজি (ডিপিএ, এএফপি)

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে নীচে মন্তব্যের ঘরে লিখুন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ