1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পরিবার পরিকল্পনা’

১১ জুলাই ২০১২

জাতিসংঘ ঘোষিত বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে বুধবার৷ চলতি বছর এই দিবসের মূল প্রতিপাদ্য বিষয়, ‘সর্বজনীন প্রজনন স্বাস্থ্যের জন্য পরিবার পরিকল্পনা’৷

ছবি: Fotolia/poco_bw

বিশ্ব জনসংখ্যা দিবস৷ জনসংখ্যা বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ১১ জুলাই উদযাপন করা হয় এই দিনটি৷ ধারনা করা হয়, ১৯৮৭ সালের এই দিনে বিশ্বের জনসংখ্যা পাঁচ বিলিয়নের ঘরে পৌঁছেছিল৷ ১৯৮৯ সাল থেকে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি, ইউএনডিপি এই দিনটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন শুরু করে৷ এরপর পেরিয়ে গেছে অনেক সময়৷ বর্তমান বিশ্বের মোট জনসংখ্যা সাত বিলিয়নের বেশি৷ এই বিশাল জনগোষ্ঠীর অর্ধেকের বয়স আবার ২৫ বছরের নীচে৷

জাতিসংঘের সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর নারীরা জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণে আগ্রহী৷ কিন্তু বিভিন্ন কারণে তারা সেটা গ্রহণ করতে পারছে না৷ অথচ জাতিসংঘ এমন একটি পৃথিবী চায় যেখানে প্রতিটি গর্ভধারণ হবে কাঙ্খিত, প্রতিটি শিশুজন্ম হবে নিরাপদ এবং প্রতিটি তরুণের চাহিদা পূর্ণ হবে৷

চলতি বছরের জনসংখ্যা দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘সর্বজনীন প্রজনন স্বাস্থ্যের জন্য পরিবার পরিকল্পনা'৷ ২০১৫ সাল নাগাদ এক্ষেত্রে সাফল্য চায় জাতিসংঘ৷ প্রতিষ্ঠানটির সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার একটি এটি৷ কিন্তু এজন্য বহু পথ পাড়ি দিতে হবে৷ জাতিসংঘের সংগঠন, ইউএনএফপিএ তার ওয়েবসাইটে জানিয়েছে, ‘‘শিশু জন্মদানের উপযোগী বয়সের নারীদের দুর্বল স্বাস্থ্য এবং মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে প্রজনন স্বাস্থ্য সমস্যা৷ বিশ্বের ২২২ মিলিয়ন নারী গর্ভধারণ এড়াতে চায় কিংবা দেরিতে গর্ভধারণ করত চায়৷ কিন্তু সমস্যা হচ্ছে তারা কার্যকর পরিবার পরিকল্পনা সেবা পাচ্ছে না৷ সন্তান জন্ম দিতে গিয়ে প্রতিদিন প্রাণ হারায় ৮০০ নারী৷''

জাতিসংঘ এমন একটি পৃথিবী চায় যেখানে প্রতিটি গর্ভধারণ হবে কাঙ্খিত, প্রতিটি শিশুজন্ম হবে নিরাপদ এবং প্রতিটি তরুণের চাহিদা পূর্ণ হবেছবি: picture-alliance/dpa

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বেশ কিছু কর্মসূচি পালন করা হচ্ছে৷ দিনটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন৷ জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি উদ্যোগে ঢাকার বিভিন্ন এলাকায় গণসংগীত পরিবেশন করা হচ্ছে৷ দৈনিক প্রথম আলো এই বিষয়ক এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের সব অঞ্চলে জনসংখ্যা বাড়লেও বরিশাল বিভাগে বাড়ছে না৷ সর্বশেষ আদমশুমারির ভিত্তিতে এই তথ্য প্রকাশ করেছে পত্রিকাটি৷ এতে দেখা গেছে, বরিশাল বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য৷ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এই বিভাগ থেকে অনেক মানুষ উদ্বাস্তু হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মনে করছেন বিশেষজ্ঞরা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ