ইবোলার কবল থেকে বাঁচতে হলে স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করাও জরুরি৷ বিশ্ব টয়লেট বা শৌচাগার দিবসে তাই বিশ্ববাসীর প্রতি খোলা জায়গায় শৌচকর্ম না করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ৷
বিজ্ঞাপন
বিশ্বের প্রায় একশ কোটি মানুষ এখনো বনে-বাঁদাড়ে, নদী বা খালের তীরে, কিংবা রাস্তার পাশে শৌচকর্ম, অর্থাৎ মলত্যাগ বা পায়খানা করেন৷ আড়াই শ' কোটি মানুষের জন্য উন্নত শৌচাগারের ব্যবস্থা নেই৷ এর ফলে নানা ধরণের রোগ ছড়ায়৷ ইবোলা ছড়ানোতেও নাকি যেখানে-সেখানে মলত্যাগের অভ্যাস বেশ বড় ভূমিকা রাখছে৷
ইবোলার প্রাদূর্ভাব দেখা দেয়া পশ্চিম আফ্রিকার দেশগুলোতে আগে থেকেই সবাইকে স্বাস্থ্যসম্মত উপায়ে মলত্যাগের পরামর্শ দেয়া হচ্ছিল৷ বুধবার এক প্রতিবেদনে জাতিসংঘ জানায়, দেশবাসীকে ঘরের বাইরে মলত্যাগ করা থেকে বিরত থাকার অনুরোধ জানানোর পর, খুব অল্প সময়ের মধ্যেই ‘ইবোলামুক্ত' হয়েছে নাইজরিয়া৷ আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়াতেই সবচেয়ে বেশি মানুষ খোলা আকাশের নীচে পায়খানা-প্রস্রাব করে৷ সে দেশের প্রায় ৩ কোটি ৯০ লক্ষ মানুষ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়৷ ইবোলা আক্রান্ত আরেক দেশ লাইবেরিয়ার অর্ধেক মানুষেরই ঘরে কোনো টয়লেট নেই৷
বাংলাদেশে স্যানিটেশন কাভারেজ বাড়ছে, রয়েছে বিতর্কও
বাংলাদেশে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের হার ক্রমশ বাড়ছে৷ তবে এখনো অনেক মানুষের কাছে এই সুবিধা পৌঁছায়নি৷ ঠিক কত শতাংশ মানুষ টয়লেট ব্যবহার করছে তা নিয়েও রয়েছে বিতর্ক৷
ছবি: DW
বেড়েছে টয়লেটের ব্যবহার
একটা সময় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ বাড়ির কোনায় খোলা শৌচাগার দেখা যেত৷ খালের পাশে, পুকুরের কোনায় থাকতো মলত্যাগের স্থান৷ এখন পরিস্থিতি অনেকটা বদলেছে৷ সরকারি হিসাব বলছে, বাংলাদেশের অধিকাংশ পরিবার স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করছে৷
ছবি: DW/K. James
শতাংশের হিসাব
বাংলাদেশে ঠিক কত শতাংশ মানুষ টয়লেট ব্যবহারের সুবিধা পাচ্ছেন তার একটা হিসেব পাওয়া যায় অর্থমন্ত্রীর বক্তব্য থেকে৷ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৩-১৪ অর্থ বছরে দেওয়া বাজেট বক্তৃতায় জানান, ‘‘আমাদের সর্বাত্মক প্রচেষ্টায় ৯০ শতাংশ পরিবারকে স্যানিটেশনের আওতায় আনা সম্ভব হয়েছে৷’’
ছবি: DW/A. Chatterjee
তবুও সমালোচনা
তবে অর্থমন্ত্রীর দাবির সঙ্গে একমত প্রকাশ করেননি এসংক্রান্ত একজন বিশেষজ্ঞ৷ ওয়াটারএইড বাংলাদেশের ডা. মো. খায়রুল ইসলাম ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মতামত পাতায় লিখেছেন, ‘‘বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নির্বাচনি ইশতেহারে ২০১৩ সালের মধ্যে সবার জন্য স্যানিটেশন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছিল৷’’ কিন্তু সেই প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার ফারাক অনেক বলেই মনে করেন খায়রুল৷
ছবি: Lalage Snow/AFP/Getty Images
প্রতিশ্রুতি কি পূরণ হয়েছে?
জুন মাসে প্রকাশিত লেখায় খায়রুল অর্থমন্ত্রীর বিভিন্ন সময়ের বাজেট বক্তৃতা পর্যালোচনা করেছেন৷ এতে দেখা যাচ্ছে, গত এক বছরে বাংলাদেশে স্যানিটেশনের কভারেজ এক শতাংশ কমেছে৷ খায়রুল ইসলাম তাঁর নিবন্ধে আরেকটি হিসেব দিয়েছেন যার সঙ্গে অর্থমন্ত্রীর বক্তব্যের কোন মিল নেই৷ তিনি লিখেছেন, ‘‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের সদ্যপ্রকাশিত যৌথ প্রতিবেদন ২০১৩ অনুযায়ী, বাংলাদেশে উন্নত ল্যাট্রিনের হার ৫৫ শতাংশ৷’’
ছবি: PRAKASH SINGH/AFP/Getty Images
তবে কাজ চলছে
স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতে সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন থাকলেও কাজ এগিয়ে চলেছে৷ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বাংলাদেশের ২৪৮টি উপজেলার গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের জনগণের নিকট টেকসই ও সমন্বিত ওয়াটার, স্যানিটেশন ও হাইজিনসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে অস্বাস্থ্যকর ল্যাট্রিন, দূষিত পানি এবং অনিরাপদ স্বাস্থ্য অভ্যাসের কারণে সৃষ্ট দূষণচক্রের অবসানকল্পে কাজ করছে সংস্থাটি৷
ছবি: picture-alliance/dpa
যে কারণে প্রয়োজন স্যানিটেশন
স্যানিটেশনের অভাবের কারণে পৃথিবীতে প্রতিদিন পাঁচ হাজার শিশু প্রাণ হারায়৷ যেখানে-সেখানে মলমূত্র ত্যাগ করলে তা আশেপাশের পরিবেশে এবং পানিতে রোগ, জীবাণু ছড়ায়৷ আর সেই পানি ব্যবহার করলে মানুষের শরীরে দেখা দেয় কলেরা, ডায়রিয়াসহ নানা রোগ৷ এতে মৃত্যু পর্যন্ত হতে পারে৷
ছবি: picture-alliance/dpa
বিকল্প ব্যবস্থা
স্বল্প খরচে নিরাপদ টয়লেট নিশ্চিতে চলছে নানাবিধ গবেষণা৷ সম্প্রতি জার্মানির বিজ্ঞানীরা এক নতুন ধরনের কমোড আবিষ্কার করেছেন যা ব্যবহার অত্যন্ত সহজ৷ আর তৈরিতে খরচও কম৷ এই কমোড থেকে রোগ, জীবাণু সহজে বাইরে যাবে না৷ বরং এতে থাকা মলমূত্র দিয়ে সার তৈরি সম্ভব হবে৷
ছবি: DW
7 ছবি1 | 7
বিশ্বে মোট যত মানুষ ঘরের বাইরে মলত্যাগ করে তার প্রায় অর্ধেকই ভারতের৷ এরপরই আছে এশিয়ার অন্য চার দেশ ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল এবং চীন৷
যেখানে-সেখানে শৌচকর্ম করার কারণে নারী এবং শিশুরাই বেশি ভোগে৷ জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, জীবানুযুক্ত পানি পান করা এবং অস্বাস্থ্যকর শৌচাগার ব্যবহার করার কারণে বিশ্বে প্রতি আড়াই মিনিটে একজন শিশু মারা যায়৷ জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল জেন এলিয়াসন জানান, বিশ্বের অনেক দেশে স্কুলে স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ শৌচাগার না থাকায় নারী শিক্ষাও বিঘ্নিত হচ্ছে৷ এ কারণে অনেক পরিবার কন্যা সন্তানকে স্কুলে পাঠায় না৷ ঘরের বাইরে শৌচকর্ম করতে গিয়ে অসংখ্য নারী ধর্ষণের শিকার হন বলেও জানিয়েছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি৷
স্বয়ংসম্পূর্ণ টয়লেট দিয়ে মুশকিল আসান | অন্বেষণ
03:44
বিশ্ব টয়লেট দিবসে তাই বিশ্ববাসীর প্রতি খোলা জায়গায় শৌচকর্ম না করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ৷ জাতিসংঘ গত বছর ১৩ নভেম্বরকে ‘বিশ্ব শৌচাগার দিবস' হিসেবে ঘোষণা করে৷ দিবসটি উপলক্ষ্যে বুধবার সারা বিশ্বে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে৷