1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যজার্মানি

বিশ্ব পুঁজিবাজারে চাঙা ভাব

১৬ ডিসেম্বর ২০২০

মার্কিন অর্থনীতি চাঙা করতে স্টিমুলাস প্য়াকেজ নিয়ে আলোচনায় অগ্রগতি এবং করোনার টিকা বিষয়ক দুটি খবরে বিশ্ব পুঁজিবাজারে চাঙা ভাব দেখা যাচ্ছে৷

পুঁজিবাজার
ছবি: picture-alliance/dpa/M. Nagle

করোনায় ক্ষতিগ্রস্ত মার্কিন অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে গত কয়েকমাস ধরে যুক্তরাষ্ট্রের দুই দলের নেতারা একটি স্টিমুলাস প্য়াকেজ নিয়ে আলোচনা করছেন৷ এ ব্য়াপারে শিগগিরই একটি ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে মঙ্গলবার আশা প্রকাশ করেন সেনেট মেজরিটি লিডার মিচ ম্য়াকনেল৷

এর আগে ঐ আলোচনায় অগ্রগতির খবরে মঙ্গলবারই ওয়াল স্ট্রিটে চাঙা ভাব দেখা গেছে৷ আর বুধবার এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে একই প্রভাব দেখা যাচ্ছে৷

টোকিও, হংকং, সিডনি, সৌল, মুম্বই, সিঙ্গাপুরের পুঁজিবাজারে সূচক বেড়েছে৷ চাঙা ভাব দেখা গেছে তাইপে, ম্য়ানিলা আর জাকার্তার শেয়ারবাজারেও৷

ইউরোপে লন্ডন, প্য়ারিস আর ফ্রাংকফুর্টের বাজারও ঊর্ধ্বগতি নিয়ে শুরু হয়েছে৷

করোনার টিকা সংক্রান্ত দুটি খবর শেয়ারবাজারে প্রভাব ফেলেছে৷

ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি বায়োনটেক-ফাইজারের টিকার ব্য়াপারে সিদ্ধান্ত নেয়ার তারিখ এক সপ্তাহেরও বেশি সময় এগিয়ে আনার ঘোষণা দিয়েছে৷ ফলে এখন তারা আগামী সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে৷

ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও ক্য়ানাডায় ইতিমধ্য়ে এই টিকা দেয়া শুরু হয়েছে৷

এছাড়া চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রে মডার্নার টিকা অনুমোদন পেতে পারে৷

করোনার টিকার ব্য়াপক প্রয়োগ শুরু হলে আগামী বছর বিশ্ব অর্থনীতি স্বাভাবিক হতে পারে বলে আশা করছেন বাজার বিশ্লেষক ও বিনিয়োগকারীরা৷ আর এর প্রভাব পড়ছে শেয়ারবাজারের উপর৷

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ