1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুঁজিবাজারে ভয়াবহ ধস

২৫ আগস্ট ২০১৫

নজিরবিহীন ধস চলছে পুঁজিবাজারে৷ সোমবার থেকে চলছে দরপতন৷ গণমাধ্যম দিনটিকে ‘ব্ল্যাক মানডে' বা ‘কালো সোমবার' হিসেবে বর্ণনা করছে৷ চীনা অর্থনীতিতে মন্দা বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করায় সারা বিশ্বের পুঁজিবাজারেই ছড়িয়েছে আতঙ্ক৷

China Anleger Börse
ছবি: picture-alliance/Photoshot

চীনের পুঁজিবাজারের অবস্থাই সবচেয়ে খারাপ৷ সাংহাই কম্পোজিট সূচক এক দিনেই সাড়ে ৮ শতাংশ কমেছে৷ গত ৮ বছরে এটি চীনের পুঁজিবাজারে এক দিনে সর্বোচ্চ দরপতন৷ জুন থেকে গত দু'মাসে চীনে সূচক ৩০ শতাংশ কমেছে৷

এশিয়ার অন্যান্য দেশের পুঁজিবাজারেও শুরু হয়েছে ব্যাপক দরপতন৷ হংকংয়ে ৪ দশমিক ৭৭ শতাংশ, জাপানে ৪ দশমিক ৬১ শতাংশ, দক্ষিণ কোরিয়ায় ২ দশমিক ৪৭ শতাংশ সূচক নেমেছে৷

ইউরোপ আর যুক্তরাষ্ট্রেও পড়ছে চীনের পুঁজিবাজারের প্রভাব৷ সোমবার লন্ডনে সূচক ২ দশমিক ৬ শতাংশ পর্যন্ত কমে যায়৷ ফ্রান্সের প্যারিস ও জার্মানির ফ্রাংকফুর্ট শহরের বাজারেও সূচক প্রায় ৩ শতাংশ কমে যায়৷

দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চীন সরকার সম্প্রতি পেনশন ফান্ডের অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেয়৷ তারপরও বিনিয়োগকারীরা উদ্বুদ্ধ হননি৷ এরপর রপ্তানি বাড়ানোর উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক চীনের মুদ্রা ইউয়ানের বিনিময়মূল্য কমায়৷ সরককারের এসব উদ্যোগ পুঁজিবাজারকে স্বাভাবিক অবস্থায় না ফিরিয়ে উল্টো আরো অস্থির করেছে৷

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন৷ সে দেশের অর্থনীতির প্রভাব বিশ্বব্যাপী৷ সে দেশের পুঁজিবাজারের দুরবস্থাও তাই সারা বিশ্বে প্রভাব ফেলছে৷ বিশ্লেষকরা বলছেন, এ অবস্থা আরো কিছুদিন অন্তত চলবে৷

২৮ বছর আগেও একবার বিশ্ব পুঁজিবাজারে এমন বিপর্যয় দেখা দিয়েছিল৷ ১৯৮৭ সালের ১৯ অক্টোবরের ওই দিনটিও ছিল সোমবার৷ সে দিনের কথা মনে করে ২০১৫ সালের ২৪ আগস্ট, সোমবারকেও তাই ‘ব্ল্যাক মানডে', অর্থাৎ ‘কালো সোমবার' বলছে বিশ্ব গণমাধ্যম৷

এসিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ