1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব বিজয়ী ভারত, ক্রিকেট পরাশক্তি এশিয়া

৩ এপ্রিল ২০১১

আসল জায়গা আজ ক্রিকেটেরই৷ সর্বত্র৷ ভারতের অসামান্য বিশ্ব বিজয়ের কাহিনীর পাশাপাশি জায়গা পেয়েছে আসন্ন হরতাল নিয়ে দুই দলের কূটযুদ্ধের খবরও৷

বিজয়ী ভারত৷ সমর্থকদের উল্লাস৷ছবি: AP

ক্রিকেটে বিশ্ব বিজয় ভারতের

প্রতিটি সংবাদপত্র এবং সংবাদমাধ্যমের শীর্ষ শিরোনাম অবশ্যই ক্রিকেট এবং বিশ্বকাপ ক্রিকেটের সর্বশেষ পরিণতি৷ বিশ্ব বিজয়ী ভারতের কাহিনী, শ্রীলংকার দুরন্ত লড়াই আর ভারতের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির অসামান্য নেতৃত্বের কাহিনী৷ সেইসঙ্গে বিশ্ব ক্রিকেটের আঙিনায় লিটল মাস্টার শচীন রমেশ তেন্ডুলকরের ক্রিকেট ক্যারিয়ারের সর্বশেষ বিশ্বকাপে সাফল্যের খতিয়ান৷ ইত্তেফাকের শিরোনাম ‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত’, বিডিবিউজ টোয়েন্টিফোরের বক্তব্য, দেড় মাসের মাঠের লড়াই শেষে বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতেছে ভারত৷ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও গৌতম গম্ভীরের ব্যাটিংয়ের ওপর ভর করে শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা ৬ উইকেটে৷ তখনো হাতে ছিল ১০ বল৷ এবার নিয়ে ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ ঘরে নিয়ে গেল৷ এর আগে বিশ্বকাপ জেতে তারা ১৯৮৩ সালে লর্ডসে৷ আর টানা দু'বার রানার্স-আপ হলো শ্রীলঙ্কা৷ গতবার চূড়ান্ত খেলায় তারা হার মানে অস্ট্রেলিয়ার কাছে৷ কালের কন্ঠের স্মার্ট শিরোনাম, ‘বিশ্বকাপ ভারতেরই’৷ সেইসঙ্গে এই পত্রিকাটি তেন্ডুলকারকে নিয়ে আরেকটি বিশেষ প্রতিবেদনে তাঁর ক্রিকেট ক্যারিয়ারের গুণগান করেছে৷ বলা বাহুল্য, বাংলাদেশ, শ্রীলংকা আর ভারত, এবারের এই তিন আয়োজক দেশই ক্রিকেট বিশ্বকাপে যথেষ্ট প্রাধান্য দেখিয়েছে৷ ক্রিকেট বিশ্বের সামনে এই মুহূর্তে তাই এশিয়াই সবচেয়ে বড়মাপের পরাশক্তি৷

অবশেষে শচীনের হাতে বিশ্বকাপ উঠল শনিবারছবি: AP

৪ এপ্রিলের ধর্মঘট নিয়ে বিএনপি জামায়াত কূটযুদ্ধ

দৈনিক কালের কন্ঠ প্রতিদিনই একটি করে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করছে এই ধর্মঘটকে ঘিরে৷ তাদের আজকের প্রতিবেদন বলছে, মুফতি ফজলুল হক আমিনীর ডাকা ৪ এপ্রিলের হরতাল কর্মসূচি নিয়ে চারদলীয় ঐকজোটের প্রধান দুই শরিক বিএনপি ও জামায়াতে ইসলামীর ভেতরে এক রকমের কূটযুদ্ধ চলছে৷ জামায়াত গতকাল শনিবার পর্যন্ত হরতাল সমর্থন করে আনুষ্ঠানিক কোনো বিবৃত দেয়নি। গতকাল বিকেলে বিএনপি’র দায়িত্বপ্রাপ্ত মহাসচিব সংবাদ সম্মেলনে আমিনীর আন্দোলনের প্রতি পরোক্ষভাবে সমর্থন ব্যক্ত করেছেন৷ এর পরই জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম কালের কণ্ঠকে জানান, ইসলামের পক্ষের যেকোনো আন্দোলনে তাঁদের সমর্থন রয়েছে; যদিও দলটির আরেক নেতা হামিদুর রহমান আযাদ গতকালই বিকেলে বলেন, হরতাল সমর্থন করার সিদ্ধান্ত জামায়াত এখনো নেয়নি৷

গ্রন্থনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ