1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু প্রকল্প

২ জুলাই ২০১২

বিশ্ব ব্যাংকের পথ অনুসরণ করে এডিবি এবং জাইকাও পদ্মা সেতু প্রকল্প থেকে তাদের ঋণ সহায়তা বাতিল করতে যাচ্ছে৷ এর প্রতিক্রিয়ায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটাই স্বাভাবিক৷ কারণ এই প্রকল্পে তারাই মূল অর্থদাতা ছিল৷

ছবি: DW

এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যে কারণে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্প থেকে ঋণ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এডিবি তা অনুধাবন করতে পারে এবং বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তকে সম্মান করে৷ পরিচালনার ক্ষেত্রে এডিবি ও বিশ্ব ব্যাংক একই ধরনের নীতি, নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে৷ বাংলাদেশ ও বিশ্ব ব্যাংক এই বিষয়ে কার্যকর মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায়, বাংলাদেশ এবং এই অঞ্চলে পদ্মা সেতু প্রকল্পের গুরুত্ব বিবেচনা করে এডিবি মর্মাহত৷ ২৯০ কোটি মার্কিন ডলারের পদ্মা সেতু প্রকল্পে এডিবি'র দেয়ার কথা ছিল ৬১ কোটি ডলার৷ জানা গেছে, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জাইকাও একই ধরণের সিদ্ধান্ত নিতে যাচ্ছে৷ জাইকার দেয়ার কথা ছিল ৪০ কোটি ডলার৷

পদ্মার উপর সেতু তৈরির প্রয়াস এখনো চলছেছবি: DW/Swapan

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এর প্রতিক্রিয়ায় ঢাকায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিল করায় তার সহযোগীরা একই পথ অনুসরণ করবে এটাই স্বাভাবিক৷ তিনি বলেন, ভবিষ্যতে পদ্মা সেতু প্রকল্পে কারা অংশীদার হবে তা মালয়েশিয়াই ঠিক করবে৷

ঐ অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী বিশ্ব ব্যাংককে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেনার আহ্বান জানান৷ তিনি এজন্য বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তা চান৷

এদিকে বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্প থেকে ঋণ প্রত্যাহার করায় অন্যান্য ক্ষেত্রেও এর প্রতিক্রিয়া পড়বে৷ এর ফলে বাংলাদেশে বৈদেশিক সহযোগিতা স্থবির হয়ে পড়বে৷

তবে এডিবি বলেছে, আগামীতে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকতে তারা প্রতিশ্রুতিবদ্ধ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ