1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব মাতাতে চায় ‘‘কলিউড’’

৩ জুন ২০১১

বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক ছবি ‘এন্দিরান’ তামিল ভাষায় নির্মিত৷ কিন্তু তা হলে কী হবে, ছবিটি সারা দেশেই বিশাল ব্যবসা করেছে৷ আর বিদেশে এই ছবিটির দর্শক মাতানোর মাধ্যমে উচ্চাকাঙ্খা সৃষ্টি করেছে৷

তামিল ছবির সুপারস্টার রজনীকান্তের অনুগামীরা গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছেছবি: CC/Kart777 at en.wikipedia

‘‘এন্দিরান'' যার মানে ‘‘রোবট''৷ ছবিটির বাজেট ছিল ৩৫ মিলিয়ন ডলার৷ বৈজ্ঞানিক কল্পকাহিনী ফুটিয়ে তুলতে ছবিটিতে সংযোজন করা হয়েছে, বৈপ্লবিক কারিগরি দক্ষতা এবং সাথে যোগ হয়েছে বড় বড় সব অভিনেতা৷ ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পায় ২০১০ সালের অক্টোবরে৷ হিন্দি এবং তেলেগু ভাষায় ডাবিং ছাড়াও ছবিটিতে ইংরেজি সাবটাইটেল ব্যবহার করা হয়৷

ছবিটির ডিস্ট্রিবিউটার ইরোস ইন্টারন্যাশনাল বলেছে, এটি ভারতের এযাবতকালের সবচেয়ে লাভজনক ছবি৷ উদ্বোধনী সপ্তাহেই ছবিটির বিশ্বব্যাপী আয় রেকর্ড ছাড়িয়ে গেছে৷ প্রথম সপ্তাহে ছবিটি থেকে আয় হয়েছে, ১৩.৮ মিলিয়ন ডলার৷ যার মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই অর্জিত হয়েছে ৪.৪ মিলিয়ন ইউরো৷

কলিউড বছরে প্রায় ১৫০টি ছবি প্রযোজনা করে৷ যা থেকে রাজস্ব আয় হয় ১৭০ মিলিয়ন ইউরো৷ ভারতের বাণিজ্য সভা ফিকি-র ২০০৯ সালের একটি রিপোর্টে এই হিসেব দেওয়া হয়েছে৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা:আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ