1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

৩ মে ২০১৩

কস্টারিকায় ইউনেস্কোর সহায়তায় শুরু হয়েছে একটি আয়োজন৷ ২রা থেকে ৪ঠা মে সান হোসেতে তিন দিনের এক আয়োজনের মাধ্যমে উদযাপন করা হচ্ছে ২০তম ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে৷ ৩রা মে’কে ঘিরেই বসেছে এ আয়োজন৷

ছবি: AP

১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে' অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয় ৩রা মে'কে৷ সেই থেকে প্রতি বছরই পালিত হয় দিনটি৷ সারা বিশ্বে মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতায় বাধা-বিপত্তি, সাংবাদিকদের ওপর আক্রমণ, হত্যা – এদিন সবই উঠে আসে আলোচনায়৷ এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘সমাজ পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা'৷

‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে' ২০ বছরে পা দিল এ বছর৷ এই ২০ বছরে সাংবাদিকদের জীবন অনেক ক্ষেত্রেই হয়েছে আগের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ৷ দায়িত্ব পালনের সময়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অনেক দেশে বেশ বেড়েছে৷ এমন ঘটনা বাংলাদেশে কয়েক বছর ধরেই আশঙ্কাজনক হারে ঘটছে৷ সাগর-রুনিসহ আগের বেশ কয়েকজন সাংবাদিক হত্যার আসামী ধরা পড়েনি, নিহতদের পরিবার সুবিচার পাননি

সাম্প্রতিক কালে বাংলাদেশে বেশি আলোচিত ব্লগারদের গ্রেপ্তারের বিষয়টি৷ তাঁদের গ্রেপ্তারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে, পুলিশ তাদের যেভাবে জনসমক্ষে হাজির করেছে তা আইনসম্মত বা মানবিক নয় – এমন সমালোচনাও হয়েছে৷ এ বছর এক নারী সাংবাদিককে প্রকাশ্য রাজপথে পেটানোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে৷ হেফাজতে ইসলামীর সমাবেশে দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন নারী সাংবাদিক নাদিয়া শারমিন৷ এমন ঘটনা নিশ্চয়ই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে – উদযাপনের মাঝেও মানবতাবাদী প্রতিটি মানুষ, বিশ্বের প্রতিটি সৎ, নিষ্ঠাবান সাংবাদিকের জন্য চরম হতাশার৷

এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ