1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব ইজতেমা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৩ জানুয়ারি ২০১৩

বিশ্ব মুসলমানের শান্তি এবং সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব৷ ২য় পর্ব শুরু হবে আগামী ১৮ই জানুয়ারি৷ রোববার আখেরি মোনাজাতে লাখ লাখ মুসল্লি মুখর করে তোলেন তুরাগ নদের তীর৷

ছবি: REUTERS

রবিবার দুপুরে আখেরী মোনাজাতে অংশ নেন দেশি বিদেশি লাখ লাখ মুসল্লি৷ মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের শীর্ষ স্থানীয় মুরব্বি নতুন দিল্লির মাওলানা জুবায়ের আহমেদ৷

চোখের জলে সমবেত মুসল্লিরা দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন৷ তাঁরা বলেন, ইসলামের জন্য, শান্তির জন্য, মুক্তির জন্য তারা মোনাজাতে এসেছেন৷ এসেছেন বিশ্ব ইজতেমায়৷

আর এই মোনাজাতে অংশ নিতে মানুষের ঢল শুরু হয় আগের রাত থেকেই৷ অনেকেই শেষ পর্যন্ত মূল ইজতেমা মাঠে পৌছাতে ব্যর্থ হন৷ বসে পড়েন রাস্তায়, খোলা মাঠে বা বাসার ছাদে৷ তবুও তাদের কোন আক্ষেপ নেই৷ আখেরী মোনাজাতে যেকানভাবে অংশ নিতে পেরেই তারা খুশী৷

মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরাছবি: REUTERS

এই ইজতেমায় মানুষ হাজির হন দীর্ঘপথ পায়ে হেঁটে৷ কারণ ইজতেমা মাঠের আশপাশের কমপক্ষে ১০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুধু মানুষ আর মানুষ৷ মোনাজাত শেষ হওয়ার পরও একই চিত্র৷

এদিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বঙ্গভবনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ইজতেমার কাছে একটি বাড়িতে বসে আখেরী মোনাজাতে অংশ নেন৷

প্রসঙ্গত, গত দু'বছর ধরে তাবলীগ জামাতের এই বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে নিরাপত্তার কারণে৷ এর আগে একবারেই হত৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ