1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বব্যাপী অনিশ্চিত কর্মপরিস্থিতি

হেলে ইয়েপেসেন/আরবি১৬ জুন ২০১৪

বিশ্ব শ্রম সংস্থা বা আইএলও-র নতুন রিপোর্ট অনুযায়ী, ফেয়ার জব বা ন্যায্য মজুরির কাজকর্মই একমাত্র উন্নয়ন বয়ে আনে৷ অর্থাৎ কম বা নিম্ন মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা সমাজ ও অর্থনীতির জন্য কখনই মঙ্গলকর নয়৷

ছবি: Fotolia/Kzenon

উন্নয়নশীল দেশগুলিতে ১.৫ বিলিয়ন মানুষ কাজ করেও জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছে৷ অনেককেই দিনমজুর হিসাবে ও ছুটা কাজ করে বাঁচতে হচ্ছে৷ এই সব তথ্য জানা গিয়েছে বিশ্ব শ্রম সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে৷

উন্নয়নের চাবিকাঠি – কাজের সুষ্ঠু পরিবেশ

এতে বলা হয়েছে, কাজে সুষ্ঠু পরিবেশ ও ন্যায়সঙ্গত শর্তাবলী থাকলে উন্নয়নও ত্বরান্বিত হয়৷ বিষয়টি খতিয়ে দেখতে আইএলও-র এক কর্মীগ্রুপ ১৪৫টি উন্নয়নশীল ও বিকাশমান দেশে গিয়েছিলেন৷ তাঁদের অভিমত, যে সব দেশে ন্যায়সঙ্গত শ্রম আইন রয়েছে এবং সামাজিকসিস্টেমে কর্মীদের অধিকার ও নিরাপত্তা সুরক্ষিত, সেসব দেশের সামগ্রিক উন্নয়নেও নিম্ন মজুরির দেশগুলির তুলনায় একটা ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়৷

উন্নয়নশীল দেশগুলিতে ১.৫ বিলিয়ন মানুষ কাজ করেও জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছেছবি: imago/imagebroker

উন্নয়নের ক্ষেত্রে গুণগত মানটাই মুখ্য, বলেন আইএলও-র মোয়াজ্জেম মাহমুদ৷ ‘‘শুধু রপ্তানির মাধ্যমে নয়, বরং কাজের গুণগত মানের কারণেই কয়েকটি দেশ দীর্ঘমেয়াদে উঁচু আয়ের দেশে পৌঁছাতে পেরেছে'', বলেন মাহমুদ৷ এর ফলে ভালো কর্মক্ষেত্র তৈরি হয়, শিক্ষা ও উৎপাদন ব্যবস্থায় উন্নয়ন হয়৷ বৃদ্ধি পায় নিরাপত্তা, যা আবার একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে৷ ‘‘জাতীয় অর্থনীতি ন্যায্য বেতনের ভিত্তিতে গড়ে উঠলে অভ্যন্তরীণ বাজারেও অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব'', বলেন মাহমুদ৷

দারিদ্র্যমোচনে প্রয়োজন সর্বক্ষেত্রে সমন্বয়

আইএলও বিশেষজ্ঞের পরামর্শ স্পষ্ট: শুধু রপ্তানি অর্থনীতি নয় বরং অভ্যন্তরীণ বাজারের চাহিদা, কর্মীদের ক্রয়ক্ষমতা ও রপ্তানি বাণিজ্যের সমন্বয়ই দারিদ্র্য বিমোচনের দ্বার খুলে দেবে৷

আইএলও বিশেষজ্ঞ মোয়াজ্জেম মাহমুদ বহু উন্নয়নশীল ও বিকাশমান দেশের প্রশংসনীয় অগ্রগতির কথা উল্লেখ করেন৷ সেসব দেশে কর্মবাজারে পরিবেশের উন্নয়ন হচ্ছে৷ অন্যদিকে ইউরোপের বহু শিল্পোন্নত দেশ ভুল পথে এগিয়ে যাচ্ছে৷ স্বল্পমেয়াদী, খণ্ডকালীন এবং নিম্নমজুরির কাজের প্রসার বাড়ছে৷

যুব বেকারত্বের হার উদ্বেগজনক

আইএলও-এর রিপোর্টে অনেক দেশে যুব বেকারত্বের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়৷ আগামী পাঁচ বছরে উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির কারণে (২০০ মিলিয়ন) ২০ কোটিরও বেশি মানুষ কর্মবাজারে ভিড় করবে৷

এখনই দরিদ্র দেশগুলিতে বয়স্কদের তুলনায় যুব বেকারত্বের হার তিনগুণ বেশি৷ উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে প্রতি তিন জনে একজন তরুণ বেকার৷ এর প্রভাব সমাজের ওপরও পড়বে বলে সতর্ক করে দেয় আন্তর্জাতিক শ্রমসংস্থা৷

শ্রম নীতিমালার প্রয়োগ

‘গ্লোবাল ইউনিয়ন ফেডারেশন ইন্ডাস্ট্রিয়াল'-এর মনিকা কেম্পেরলে বলেন, আন্তর্জাতিক শ্রমসংস্থার নীতিমালা মেনে চললে কয়েকটি সমস্যা একবারে সমাধান করা যায়৷ স্বল্প মজুরির দেশগুলিতে দৈনিক ১২, ১৪ এমনকি ১৬ ঘণ্টা কাজ করাও একান্ত স্বাভাবিক ব্যাপার৷ কিন্তু আইএলও-র বিধি অনুযায়ী, সপ্তাহে খুব বেশি হলে ৪৮ ঘণ্টা কাজ করা যাবে৷ মনিকা কেম্পেরলের মতে, ‘‘জীবন ধারণ করার মতো বেতন দিলে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে৷ তরুণরাও কাজ পাবে৷''

ক্যাম্পেরলে মনে করেন, অবশ্য শুধু শ্রমিক ইউনিয়ন একা কাজে ন্যায়সঙ্গত শর্তাবলী তৈরি করতে পারবে না৷ অনেক দেশে তো শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠারই অনুমোদন দেওয়া হয় না৷ ভালো হয় যদি বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন-এর মতো আন্তর্জাতিক সংস্থাতেও এই সব শ্রমনীতিমালা গ্রহণ করা হয়৷

আইএলও বিশেষজ্ঞ মোয়াজ্জেম মাহমুদ বলেন, ‘‘শুধু সুষ্ঠু কাজের পরিবেশের মাধ্যমেই প্রতিযোগিতায় দক্ষতা অর্জন করা যায়৷ শ্রমঅধিকারকে দুর্বল করে নয়৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ