1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব সেরা নাদালের ফরাসি ওপেন শিরোপা জয়

৬ জুন ২০১১

টেনিসে ইতিহাস গড়তেই যেন মাঠে নামেন স্পেনের তারকা রাফায়েল নাদাল৷ একের পর এক রেকর্ড গড়ে এবার পৌঁছে গেলেন বিয়র্ন বিয়র্গের সারিতে৷ ফরাসি ওপেনে রজার ফেদেরারকে হারিয়ে আরো একটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের মুকুট জিতলেন৷

epa02767789 Rafael Nadal of Spain bites his trophy during the awards ceremony after beating Roger Federer of Switzerland in the men's final match for the French Open tennis tournament at Roland Garros in Paris, France, 05 June 2011. This is Nadal's fourth victory over Federer at the French Open. EPA/IAN LANGSDON
শিরোপা হাতে নাদালছবি: picture alliance/dpa

রবিবার রোল্যান্ড গ্যারোসে চির প্রতিদ্বন্দ্বী ফেদেরারকে ৭-৫, ৭-৬, ৫-৭ এবং ৬-১ সেটে হারিয়ে শিরোপা ছিনিয়ে নিলেন ২৫ বছর বয়সি নাদাল৷ এটি তাঁর ১০ম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট শিরোপা৷ আর ষষ্ঠবারের মতো ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়ে সাবেক বিশ্ব সেরা সুইডিশ তারকা বিয়র্ন বিয়র্গের সারিতে পৌঁছে গেলেন৷ ১৯৭৪ থেকে ১৯৮১ সাল সময়ে রোল্যান্ড গ্যারোসে ছয় বার শিরোপা জিতে রেকর্ড গড়েছিলেন বিয়র্গ৷ এবার তাঁর কাতারেই হাজির নাদাল৷

এছাড়া প্যারিস রেকর্ডে এটি নাদালের ৪৫তম জয়৷ ফরাসি টেনিসে মাত্র একবার হার মেনেছিলেন নাদাল ২০০৯ সালে সুইডিশ তারকা রবিন সডারলিং-এর কাছে৷ যাহোক, বিশ্বসেরা তালিকার শীর্ষেই ছিলেন নাদাল৷ আবারও সর্বোচ্চ আসনটি নিশ্চিত হলো তাঁর ফ্রেঞ্চ ওপেনের মধ্য দিয়ে৷ ২৯ বছর বয়সি সুইস তারকা ফেদেরার চলে গেলেন তৃতীয় ধাপে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন সার্বিয়ার নোভাক জকোভিচ৷ আর ফেদেরার-নাদাল লড়াইয়ের কথা বলতে গেলে এটি তাঁদের মধ্যে ২৫তম লড়াই ছিল৷ এর মধ্যে ১৭টিতেই জিতেছেন নাদাল৷ আর শুধুমাত্র রোল্যান্ড গ্যারোসের মাঠেই চতুর্থবারের মতো ফেদেরারকে হারালেন নাদাল৷

জয়সূচক শটের পর উল্লসিত নাদালছবি: picture alliance/dpa

উত্তেজনাপূর্ণ তিন ঘণ্টা ৪০ মিনিটের লড়াই শেষে সাবেক টেনিস তারকা জিম কুরিয়ারের হাত থেকে শিরোপা গ্রহণ করেন নাদাল৷ জিম কুরিয়ার ২০ বছর আগে আন্দ্রে আগাসিকে হারিয়ে ফরাসি ওপেনের শিরোপা জিতেছিলেন৷ জয়ের পর আবেগময় মন্তব্য উচ্ছ্বসিত নাদালের, ‘‘রোল্যান্ড গ্যারোসে আবারও জয় পেয়ে আমি খুবই আনন্দিত৷ এই জয়ের পর এ বছর সম্ভবত একটু কম চাপেই বাকি খেলা শেষ করতে পারবো৷ আসলে এটা আমার কাছে টেনিস প্রতিযোগিতার চেয়েও বেশি কিছু৷ আমি সন্তুষ্ট এবং সৌভাগ্যবান মনে করছি নিজেকে৷ কারণ এর মধ্য দিয়ে আমার সবচেয়ে বড়মাপের স্বপ্নগুলোর একটি পূরণ হলো৷ আমরা একটা দারুণ ম্যাচ খেলেছি আজ৷ রজারও খুব চমৎকার খেলেছে৷''

ম্যাচ হেরে হতাশ হলেও নাদালের প্রশংসা করতে কার্পণ্য করেননি ফেদেরার৷ বললেন, ‘‘রাফা আবারও প্রমাণ করেছে যে, এই মাঠে সেই সেরা৷ আমি হেরে যাওয়ায় দুঃখিত কিন্তু আমি ভালোই খেলেছি৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ