1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব সেরা বার্সা

১৭ মার্চ ২০১২

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে ‘‘বিশ্বের সেরা দলের’’ সঙ্গেই খেলতে হবে এসি মিলান’কে৷ অন্যদিকে বিশ্ব সেরা ফুটবলার মেসি বলেছেন, তিনি পেশাদারি খেলোয়াড় জীবনটা বার্সেলোনাতেই শেষ করতে চান৷

ছবি: picture alliance/Cordon Press

মিলান এখন ইটালির সেরিয়ে ‘আ'-র শীর্ষে৷ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্যায়ে মিলান'কে ইতিমধ্যেই টক্কর নিতে হয়েছে বার্সা'র সঙ্গে৷ নু ক্যাম্পে ২-২ ড্র করেও, নিজেদের মাঠে ৩-২ গোলে হারে মিলান৷ তবুও আর্সেনাল'কে কোনোমতে ৪-৩ অ্যাগ্রেগেটে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনাল পর্যায়ে জায়গা করে নেয় গ্রুপের দ্বিতীয় হিসেবে৷ এবার কোয়ার্টার ফাইনালে আবার সেই জুজুবুড়ি বার্সা'র সঙ্গে মোলাকাত হবে৷

মিলানের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বার্সার সঙ্গে ড্র করার কথাটাই বার বার বলছেন৷ এবং স্ব-মাঠেও নাকি মিলান বিশেষ খারাপ খেলেনি৷ অন্যদিকে তিনি ভাবছেন, এবার পার পেলে, এই ফাঁড়াটা কাটলে অন্তত ফাইনালে পৌঁছনোর ভালো সুযোগ থাকবে, কেননা সেমিফাইনালে হয় চেলসি নয়তে বেনফিকা লিসাবনের সঙ্গে খেলতে হবে৷ আর মেসি'র বিষয়ে কথা বলে - অথবা ভেবে - আপাতত কোনো লাভ নেই, বলেছেন আলেগ্রি৷

ফুটবলকে বিদায় জানাতে হবে এরিক আবিদালেরছবি: picture alliance/Jan Hübner

সেই লিওনেল মেসি আবার বলেছেন, তিনি তার পেশাদারি খেলোয়াড় জীবনের বাকিটা বার্সেলোনা'তেই কাটাতে চান৷ স্কাই স্পোর্টস চ্যানেলের একটি সাক্ষাৎকারে মেসি বলেন, ‘‘ভবিষ্যতে কি ঘটবে তা বলা যায় না৷ তবে ব্যাপারটা আমার হাতে থাকলে আমি আমার ক্যারিয়ার শেষ হওয়া অবধি বার্সেলোনা'তেই থাকব৷''

২৪-বছর-বয়সী মেসি বলেন, তিনি আর কোনো টিমকে বার্সার বর্তমান টিমের মতো এতো ভালো ফুটবল খেলতে দেখেননি৷ এমনকি অতীতের যে সব বড় বড় টিমের সঙ্গে আজকের বার্সার তুলনা করা হয়, তাদেরও দেখেননি মেসি, শুধুমাত্র তার বয়সের কারণেই৷ তবে তিনি যা দেখেছেন-শুনেছেন, তা'তে তার মনে হয়েছে, বার্সার হালের টিমই সবার সেরা৷

বার্সার এই সাফল্যের জন্য কোচ পেপ গুয়ার্দিওলা'র প্রশংসা করতেও ভোলেননি মেসি৷ অন্যদিকে তার নিজের গোল করাও বেড়েছে গুয়ার্দিওলার কল্যাণে, জানিয়েছেন মেসি৷ গুয়ার্দিওলা নাকি দায়িত্ব নেবার পর মেসি'কে আরো এগিয়ে খেলতে বাধ্য করেছেন, বিপক্ষের গোলের আরো কাছে, যা'তে মেসি আরো বেশি গোল করতে পারেন৷ সব মিলিয়ে মেসি'র কাছে পেপ গুয়ার্দিওলা হলেন বিশ্বের সেরা কোচ৷

এসি মিলানের কোচ আলেগ্রিছবি: AP

গুয়ার্দিওলা সেটা আবার প্রমাণ করলেন অন্যভাবে, দলের ফরাসি ডিফেন্ডার এরিক আবিদাল'কে একটি লিভার ট্র্যান্সপ্ল্যান্ট করাতে হবে, এই খবরটা দেওয়ার সময়৷ আবিদাল'কে গতবছরই লিভার থেকে একটি টিউমার বার করার জন্য অস্ত্রোপচার করাতে হয়েছিল৷ এবার অপারেশনের ঝুঁকি যাই হোক না কেন, ডাক্তাররা বলছেন, ৩২ বছর বয়সী আবিদালের ফুটবলে ফেরার সম্ভাবনা কম৷ গুয়ার্দিওয়া তবু সাংবাদিক সম্মেলনে জোর গলায় বলেছেন, আবিদাল'কে সবাই ভালোবাসে, তার কোনো বিকল্প নেই এবং তিনি খেলায় ফিরবেনই৷ এটা হল গুয়ার্দিওলার পজিটিভ থিঙ্কিং, বা ইতিবাচক মনোভাবের আরো একটি নমুনা৷ এবং তিনি যে তার প্লেয়ারদের কতোটা ভালোবাসেন, তারও একটা ইঙ্গিত৷

সবশেষে মেসি সংক্রান্ত আর একটি খবর না দিয়ে পারা যাচ্ছে না৷ স্পেনের মাদ্রিদে প্রায় বারোশ' শিশুকে নিয়ে একটি সমীক্ষা করা হয়, চলতি অর্থনৈতিক সংকট তাদের দৈনন্দিন, বিশেষ করে পারিবারিক জীবনকে কতোটা প্রভাবিত করেছে৷ ৬ থেকে ১২ বছরের এই শিশুরা বলেছে, তারা রোজই বাড়িতে ‘‘সংকট'' কথাটা শোনে৷ আর ২৭ শতাংশ শিশু বলেছে, তারা রোজই বাড়িতে ‘‘মেসি'', এই নামটা শোনে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: মারিনা জোয়ারদার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ