বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিকল্পনায় ক্ষুব্ধ চীন
২৩ জুলাই ২০২১করোনা ভাইরাস কোথা থেকে, কীভাবে এসেছে তা নিয়ে নতুন করে অনুসন্ধান চালাতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ এরই অংশ হিসেবে গত সপ্তাহে চীনের বায়োটেক ল্যাবগুলো তদন্তের জন্য প্রতিনিধি পাঠানোর প্রস্তাব দেয় ডাব্লিউএইচও৷ প্রাথমিক তথ্য উপাত্ত হস্তান্তরসহ গবেষণাকারীদের আরো প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আঢানোম গেব্রেয়েসুস৷ কিন্তু এই প্রস্তাবে ব্যাপক ক্ষুব্ধ হয়েছে চীন সরকার৷
বৃহস্পতিবার চীনের উপ স্বাস্থ্যমন্ত্রী ঝেং ইক্সিন সাংবাদিকদের বলেন, ডাব্লিউএইচও-এর এই পরিকল্পনায় তারা ‘চরম বিষ্মিত'৷ তিনি একে ‘সাধারণ জ্ঞানের প্রতি অসম্মান ও বিজ্ঞানের প্রতি ঔদ্ধত্য প্রদর্শন' হিসেবে অভিহিত করেন৷
করোনা ভাইরাস চীনের ল্যাব থেকে তৈরি অনেকে এমন সন্দেহ প্রকাশ করলেও এখন পর্যন্ত সেটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবেই বিবেচিত হয়ে এসেছে৷ গত জানুয়ারিতে ডাব্লিউএইচও-চীনের যৌথ মিশনের প্রতিবেদনেও এই ধরনের কোন প্রমাণ হাজির করা যায়নি৷ তবে এই মিশনের কয়েকজন সদস্য অভিযোগ করেছিলেন চীন তাদের যথেষ্ট প্রবেশাধিকার দেয়নি৷ এমন প্রক্ষাপটে যুক্তরাষ্ট্র এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের বিষয়ে জোর দিয়ে আসছে৷
করোনা ভাইরাসের উদ্ভব নিয়ে অবশ্য চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বিপরীত তত্ত্ব নিয়ে হাজির হয়েছে৷ কোন প্রমাণ ছাড়া তারা দাবি করেছে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের সামরিক গবেষণার থেকেই মূলত করোনা ভাইরাসের জন্ম৷ এই বিষয়ে তদন্তের জন্য ৫০ লাখ স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে বলে চীন সরকারের মুখপত্র হিসেবে পরিচিত দ্য গ্লোবাল টাইমস তাদের এক প্রতিবেদনে দাবি করেছে৷
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান Wendy Sherman চলতি সপ্তাহের শেষদিকে চীন সফরে যাচ্ছেন৷ এর আগে গত মে মাসে প্রেসিডেন্ট বাইডেন করোনা ভাইরাসের উৎস জানতে তদন্ত কর্মকর্তাদের ‘দ্বিগুণ' প্রয়াস চালানোর নির্দেশ দেন৷ আগামী আগস্টে জো বাইডেনের কাছে এই তদন্ত প্রতিবেদন জমা পড়ার কথা৷
এফএস/কেএম (এএফপি, এপি)