1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিষাক্ত গুঁড়ো দুধ খেয়ে ৩ শিশুর মৃত্যু

হাফসা হোসাইন১৭ সেপ্টেম্বর ২০০৮

বিষাক্ত রাসায়নিক উপাদান মেশানো গুঁড়ো দুধ খেয়ে চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩-এ৷ অসুস্থ্ শিশুর সংখ্যা ৬,২৪৪৷ চীনের স্বাস্থ্য মন্ত্রী চেন ঝু সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন৷

বিষাক্ত গুড়ো দুধ খেয়ে এই শিশুটির মতো আরও অনেক শিশুর কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেছবি: AP

চেন ঝু আরো জানিয়েছেন, এর মধ্যে ১৫৮টি শিশুর কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অসুস্থ সব শিশুকে বিনামূল্যে চিকিত্সা দেয়ার প্রতিশ্রুতা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী৷

পরীক্ষায় দেখা গেছে, চীনে গুঁড়ো দুধ উত্পাদনকারী ২২টি প্রতিষ্ঠানের ৬৯টি আইটেমেই বিষাক্ত উপাদান ম্যালামাইন মেশানো৷ দুধে প্রোটিনের পরিমাণ বেশি দেখানোর জন্য মেশানো হয়েছে এটি৷ বিষাক্ত খাদ্যের কারণে মারাত্মক এই শিশু স্বাস্থ্য ঝুঁকির খবর অন্তত এক মাস ধরে গোপন রাখা হয়েছিলো বলে জানিয়েছেন এক কর্মকর্তা৷

অসুস্থ সন্তান নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরাছবি: AP

এই ঘটনায় ক্ষুব্ধ ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা৷ চীনের অন্যতম বড় গুঁড়ো দুধ উত্পাদনকারী প্রতিষ্ঠান সানলু গ্রুপের চেয়ারপার্সন এবং মহা ব্যবস্থাপককে চাকরিচ্যুত করা হয়েছে৷ এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৪ জনকে৷ আরো ২২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এরইমধ্যে বিভিন্ন গুঁড়ো দুধ উত্পাদনকারী কোম্পানির পণ্য ফিরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে সরকার৷ এ ব্যাপারে জরুরি ভিত্তিতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে৷

ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও

বিষাক্ত উপাদান মিশিয়েছে এমন দুটো চীনা কোম্পানি তাদের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, ইয়েমেন, গ্যাবন, বুরুন্ডি এবং মিয়ানমারেও৷ তবে রপ্তানি করা আইটেমগুলোতে ম্যালামাইন মেশানো হয়েছে কি-না তা জানা যায় নি৷

বাংলাদেশের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এএমএম শওকত আলী জানিয়েছেন, আমদানিকৃত পণ্যে বিষাক্ত উপাদান রয়েছে কি-না সেটা পরীক্ষা করে দেখা হবে৷ খাদ্যে সেরকম কোন কিছু ধরা পড়লে বন্দর থেকেই ওসব পণ্য ফেরত্ পাঠানো হবে বলে আশ্বস্ত করেছেন উপদেষ্টা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ