1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজপাকিস্তান

বিসিসিআইয়ের সঙ্গে লড়াইয়ে জিতবে পিসিবি?

২০ অক্টোবর ২০২২

পিসিবি জানালো, এশিয়া কাপ সরালে ক্রিকেট দুনিয়া ভাঙবে। সাবেক ক্রিকেটার কানেরিয়া বলছেন, বিসিসিআইয়ের সঙ্গে লড়তে পারবে না পিসিবি।

ক্রিকেট নিয়ে ভারত ও পাকিস্তানের লড়াইয়ে কোন বোর্ড জিতবে?
ক্রিকেট নিয়ে ভারত ও পাকিস্তানের লড়াইয়ে কোন বোর্ড জিতবে?ছবি: Anjum Naveed/AP/picture alliance

ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি)-র সভাপতি জয় শাহ ঘোষণা করেছেন, ২০২৩-এ এশিয়া কাপ খেলতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান যাবে না। এশিয়া কাপই পাকিস্তান থেকে সরিয়ে তৃতীয় কোনো দেশে নিয়ে যাওয়া হবে।

এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) কড়া বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছে, এরকম চেষ্টা হলে এশিয়া তথা আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ায় ভাঙন ধরবে। ভারতেও ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপে দল পাঠাবে না পাকিস্তান।

পিসিবি বিবৃতিতে জানিয়েছে, তারা জয় শাহের মন্তব্যে অবাক হয়েছে। অবিলম্বে যেন এসিসি বোর্ডের বৈঠক ডাকা হয়। জানানো হয়েছে, এসিসি থেকে পিসিবিকে আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপ নিয়ে কোনো কিছু জানানো হয়নি। পিসিবি বা এসিসি-র বোর্ডকে না জানিয়ে, বৈঠকে আলোচনা না করে, কীকরে এই ধরনের কথা বলা হলো। পাকিস্তানকে এশিয়া কাপ দেয়ার ক্ষেত্রে বোর্ড সদস্যদের বিপুল সমর্থন ছিল।

সৌরভ প্রসঙ্গেও মন্তব্য

পাকিস্তানের সংবাদপত্র ডন জানিয়েছে, পিসিবির সাবেক চেয়ারম্যান জাকা আশরফ বলেছেন, ''ভারত সরকার তাদের এই নীতি কার্যকর করার জন্যই সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিয়েছে এবং রজার বিনিকে ক্রিকেট বোর্ডের সভাপতি করেছে।''

আশরফের দাবি, ''এটা স্পষ্ট, পাকিস্তানের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে, এমন মানুষদেরই বোর্ডে রাখা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এটা করা হয়েছে। পিসিবি-কেও সক্রিয় হয়ে বিশ্বজুড়ে প্রচার করতে হবে।''

আরেক সাবেক পিসিবি চেয়ারম্যান খালিদ মাহমদ বলেছেন, ''পাকিস্তান থেকে যদি এশিয়া কাপ সরিয়ে নেয়া হয়, তাহলে পাকিস্তানও আর এশিয়া কাপে অংশ নেবে না।''

কানেরিয়া যা বলেছেন

এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন সাবেক পাক স্পিনার দানিশ কানেরিয়া। ইউটিউব ভিডিওতে তিনি সোজাসাপটা বলেছেন, ''পিসিবি-র কোনো আপত্তিই ধোপে টিকবে না। বিসিসিআই হলো বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড। আইসিসি-র সামগ্রিক আয়ের ৯০ শতাংশ আসে বিসিসিআইয়ের কাছ থেকে।''

কানেরিয়া বলেছেন, ''পাকিস্তান আপত্তি জানাতেই পারে। কিন্তু অন্য বোর্ডগুলিকে তাদের পাশে পেতে হবে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড সবসময় বিসিসিআইয়ের পাশে থাকে। কারণ, তারা জানে, বিসিসিআই ছাড়া তারা কিছুই করতে পারবে না।''

কানেরিয়ার সাফ কথা, ''বিসিসিআই খুবই শক্তিশালী। আগে পিসিবি-তে কয়েকজন কড়া প্রশাসক ছিলেন। তারা আর এখন নেই। এখন বিসিসিআই যা বলবে, তাতেই রাজি হতে হবে পিসিবিকে। এতে দুঃখিত হওয়ার কিছু নেই। রাজনৈতিক কারণে, ভারত সরকার তাদের ক্রিকেট দলকে পাকিস্তান পঠাবে না।''

এই ছবি কি পাকিস্তান বা ভারতের মাটিতে দেখা যাবে?

কানেরিয়ার প্রস্তাব, ''দুই দেশের বোর্ডের প্রতিনিধি ও কূটনীতিকরা বসে তৃতীয় কোনো দেশকে বেছে নিক। দুবাইতে এশিয়া কাপ হতে পারে।''

পিসিবি জানিয়েছে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে না। কানেরিয়ার মতে, ''এতে পাকিস্তান বোর্ডই ডুবে যাবে। পাকিস্তানের সঙ্গে না খেললেও ভারতীয় বোর্ডের বিশেষ সমস্যা হবে না।''

কানেরিয়া মনে করছেন, ''এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার আর সম্ভাবনা নেই বললেই চলে।''

সঈদ আনোয়ারের মত

সাবেক পাকিস্তানি ক্রিকেটার সঈদ আনোয়ার টুইট করে বলেছেন, ''বিসিসিআই যদি পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নিরপেক্ষ জায়গায় করতে বলে, তাহলে পাকিস্তানও দাবি করুক, ২০২৩ সালের বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যেতে হবে।'' তার প্রশ্ন, ''পাকিস্তানে সব দেশ এসে খেলতে পারে, তাহলে  বিসিসিআইয়ের আসতে সমস্যা কোথায়?''

পাকিস্তানের সাবেক পেসার সেলিম জাফর এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন, ''খেলার সঙ্গে রাজনীতিকে মেশানো ঠিক নয়।'' তার মত হলো, ''এশিয়া কাপ যদি পাকিস্তান থেকে সরানো হয়, তাহলে পিসিবিকেও কড়া মনোভাব দেখাতে হবে।''

আরেক সাবেক ক্রিকেটার ইমাম ইকবাল বলেছেন, ''আইসিসি-র উচিত, ভারতকে বলা যে তাদের পাকিস্তানে যেতেই হবে।''

জিএইচ/এসজি (পিটিআই, ডন, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ