1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিস্ফোরণে কেঁপে উঠলো কাবুল বিমানবন্দর

২৬ আগস্ট ২০২১

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দর বিস্ফোরণে কেঁপে ওঠে৷ এতে মার্কিন সৈন্যসহ বহু আফগান নাগরিক হতাহত হয়েছেন৷ এর আগে সকালেই হামলার আশঙ্কা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো৷

ছবি: Wali Sabawoon/AP/picture alliance

পেন্টাগনে এক ব্রিফিংয়ে ইউএস সেন্ট্রাল কমান্ড এর কমান্ডার জেনারেল কেনেথ ম্যাককেঞ্জি জানিয়েছেন, আত্মঘাতী হামলায় তাদের ১২ সেনাসদস্য নিহত হয়েছেন৷ আহত হয়েছেন আরো ১৫ জন৷

এদিকে একজন তালেবান কর্মকর্তা জানিয়েছেন নিহতের সংখ্যা ১৩ থেকে ২০ জন হতে পারে৷

ইমারজেন্সি নামে একটি এনজিও জানিয়েছে তাদের পরিচালিত কাবুল সার্জিক্যাল সেন্টারে আহত অবস্থায় প্রায় ৬০ জনকে আনা হয়েছিল৷ এর মধ্যে ছয়জন মারা গেছেন৷ 

ঘটনার পর পেন্টাগন থেকে অন্তত দুটি বিস্ফোরণের তথ্য নিশ্চিত করা হয়৷ এর একটি ঘটেছে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ফটকের কাছে৷ তার একটু দূরে ব্যারন হোটেলের কাছে ঘটে আরেকটি বিস্ফোরণ৷ 

যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক সতর্কবার্তায় বিস্ফোরণের পাশাপাশি গোলাগুলির তথ্যও জানানো হয়৷ 

টুইটে ‘কাবুল বিমানবন্দরে নাগরিকদের উপর হামলার তীব্র নিন্দা’ জানিয়েছেন তালেবানের এক মুখপাত্র৷

ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট বা আইএস৷ পরে সাইট ইনটেলিজেন্স তাদের গ্রুপ এই পোস্টের সত্যতা নিশ্চিত করেছে৷ ইসলামিক স্টেট অব খোরাসান (আইএসআইএস-কে) বৃহস্পতিবার কাবুলে হামলা চালাতে পারে বলে আগেই সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা৷

বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা জানিয়েছিল যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াও৷ যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের নিজে থেকে বিমানবন্দরে না আসার পরামর্শ দেয়। এছাড়া বিমানবন্দরের তিনটি গেটের বাইরে ভিড় করে থাকা আফগানদের অবিলম্বে চলে যেতে বলে।

সন্ত্রাসী হামলার প্রবল আশঙ্কা থাকার কথা জানিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কাবুল বিমানবন্দরে না যেতে সবাইকে পরামর্শ দেয়। যারা বিমানবন্দরের আশেপাশে থাকেন, তাদের দূরে নিরাপদ আশ্রয়ে চলে যেতে এবং পরবর্তী বার্তার জন্য অপেক্ষা করতেও বলা হয়েছিল৷

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় একই কারণ দেখিয়ে তাদের দেশের নাগরিকদের উদ্দেশ্যে বলেছিল, ‘‘আপনারা যদি অন্য কোনোভাবে নিরাপদে আফগানিস্তান ছাড়তে পারেন, তাহলে অবিলম্বে সেটা করুন৷’’

এফএস/এসিবি (ডিপিএ, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ