1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন

১০ নভেম্বর ২০১৬

ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, এমনটা অনেকেই ভাবতে পারেনি৷ বিস্ময় কাটিয়ে এবার আসছে অভিনন্দন বার্তা, শোনা যাচ্ছে অন্যান্য প্রতিক্রিয়াও৷

ট্রাম্পের গ্রাফিতি
ছবি: Getty Images/AFP/P. Malukas

জয় নিশ্চিত হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানিয়েছিলেন ফ্রান্সের চরম দক্ষিণপন্থি নেত্রী মারিন ল্য পেন৷ তিনি অ্যামেরিকার মানুষকেও অভিনন্দন জানান৷

প্রত্যাশা অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ট্রাম্পের জয়ে বেশ সন্তুষ্ট৷ তিনিই প্রথম শীর্ষ নেতা হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন৷

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বেশি সময় নষ্ট করেননি৷ ডোনাল্ড ট্রাম্পের আমলে ভারত-মার্কিন সম্পর্কের আরও উন্নতির আশা করেছেন তিনি৷

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান সিরিয়া সহ একাধিক প্রশ্নে অ্যামেরিকার বর্তমান প্রশাসনের প্রতি রুষ্ট৷ ট্রাম্পের জয়ের পর তিনি মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি আশা করছেন৷

জার্মানি এখনো সরাসরি কোনো প্রতিক্রিয়া না দেখালেও সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান নর্বাট ব়্যোটগেন অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন৷ বিশেষ করে জার্মানির সহযোগী হিসেবে ট্রাম্পের অ্যামেরিকার ভূমিকা কী হবে, তা অস্পষ্ট বলে মনে করেন তিনি৷

ওয়াশিংটনে পালাবদলের পরেও দ্বিপাক্ষিক গভীর সম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে ৷

ট্রাম্পের মতো মানুষ অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলে গণতন্ত্র সম্পর্কে সংশয় জাগতেই পারে৷ চীনের সরকারি সংবাদ সংস্থা সামগ্রিকভাবে এই সুরেই গণতন্ত্র সম্পর্কে মন্তব্য করেছে৷

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলৎস এক বিবৃতির মাধ্যমে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন৷

 

এসবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ