ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, এমনটা অনেকেই ভাবতে পারেনি৷ বিস্ময় কাটিয়ে এবার আসছে অভিনন্দন বার্তা, শোনা যাচ্ছে অন্যান্য প্রতিক্রিয়াও৷
বিজ্ঞাপন
জয় নিশ্চিত হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানিয়েছিলেন ফ্রান্সের চরম দক্ষিণপন্থি নেত্রী মারিন ল্য পেন৷ তিনি অ্যামেরিকার মানুষকেও অভিনন্দন জানান৷
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বেশি সময় নষ্ট করেননি৷ ডোনাল্ড ট্রাম্পের আমলে ভারত-মার্কিন সম্পর্কের আরও উন্নতির আশা করেছেন তিনি৷
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান সিরিয়া সহ একাধিক প্রশ্নে অ্যামেরিকার বর্তমান প্রশাসনের প্রতি রুষ্ট৷ ট্রাম্পের জয়ের পর তিনি মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি আশা করছেন৷
জার্মানি এখনো সরাসরি কোনো প্রতিক্রিয়া না দেখালেও সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান নর্বাট ব়্যোটগেন অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন৷ বিশেষ করে জার্মানির সহযোগী হিসেবে ট্রাম্পের অ্যামেরিকার ভূমিকা কী হবে, তা অস্পষ্ট বলে মনে করেন তিনি৷
ওয়াশিংটনে পালাবদলের পরেও দ্বিপাক্ষিক গভীর সম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে ৷
ট্রাম্পের মতো মানুষ অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলে গণতন্ত্র সম্পর্কে সংশয় জাগতেই পারে৷ চীনের সরকারি সংবাদ সংস্থা সামগ্রিকভাবে এই সুরেই গণতন্ত্র সম্পর্কে মন্তব্য করেছে৷
ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলৎস এক বিবৃতির মাধ্যমে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন৷
কোন কোন রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প ও হিলারি
সিএনএন-এর দেওয়া তথ্যমতে, শেষ পাওয়া ভোটের ফলাফলে ট্রাম্প পেয়েছেন ২৮৯ ইলেকটোরাল কলেজ ভোট৷ আর হিলারি পেয়েছেন ২১৮টি৷ সর্বমোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজন হয় ২৭০ ভোট৷
ছবি: Reuters/A. Wroblewski
ক্যালিফোর্নিয়া (৫৫টি ইলেকটোরাল ভোট)
এই রাজ্যে জয়ী হিলারি৷ তিনি পেয়েছেন ৬০ দশমিক ৫ শতাংশ ভোট আর ট্রাম্প ৩৪ দশমিক ৪ শতাংশ ভোট৷
ছবি: Reuters/L. Jackson
টেক্সাস (৩৮টি ইলেকটোরাল ভোট)
এই রাজ্যে ট্রাম্প জয়ী৷ ৫২ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প, ৪৩ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন হিলারি৷
ছবি: picture-alliance /newscom/M. Graff
নিউ ইয়র্ক (২৯টি ইলেকটোরাল ভোট)
এখানেও হিলারি জিতেছেন৷ পেয়েছেন ৫৮ দশমিক ৭ শতাংশ ভোট৷ আর ট্রাম্প পেয়েছেন ৩৭ দশমিক ৫ শতাংশ৷
ছবি: picture-alliance/AP Photo/W. Lee
ফ্লোরিডা (২৯টি ইলেকটোরাল ভোট)
এই রাজ্যে জয়ী ট্রাম্প৷ তিনি পেয়েছেন ৪৯ দশমিক ১ শতাংশ ভোট এবং হিলারি পেয়েছেন ৪৭ দশমিক ৭ শতাংশ৷
ছবি: Reuters/A. Wroblewski
পেনসিলভেনিয়া (২০টি ইলেকটোরাল ভোট)
এই রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প৷ তার পক্ষে ভোট পড়েছে ৪৮ দশমিক ৮ শতাংশ এবং হিলারির পক্ষে ভোট পড়েছে ৪৭ দশমিক ৭ শতাংশ৷
ছবি: picture-alliance/dpa
ইলিনয় (২০টি ইলেকটোরাল ভোট)
এই রাজ্যে জয়ী হিলারি পেয়েছেন ৫৫ দশমিক ৪ শতাংশ ভোট, অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৩৯ দশমিক ৪ শতাংশ৷
ছবি: Reuters/M. Anzuoni
ওহায়ো (১৮টি ইলেকটোরাল ভোট)
এই রাজ্যে জয়ী ট্রাম্প পেয়েছেন ৫২ দশমিক ১ শতাংশ ভোট এবং হিলারি পেয়েছেন ৪৩ দশমিক ৫ শতাংশ৷
ছবি: Getty Images/C. Somodevilla
জর্জিয়া (১৬টি ইলেকটোরাল ভোট)
এই রাজ্যে জয়ী ট্রাম্প পেয়েছেন ৫১ দশমিক ৪ শতাংশ ভোট এবং হিলারি পেয়েছেন ৪৫ দশমিক ৫ শতাংশ৷
ছবি: Getty Images/C. Somodevilla
নর্থ ক্যারোলাইনা (১৫টি ইলেকটোরাল ভোট)
এই রাজ্যে জয়ী ট্রাম্প পেয়েছেন ৫০ দশমিক ৫ শতাংশ ভোট৷ অন্যদিকে হিলারি পেয়েছেন ৪৬ দশমিক ৭ শতাংশ৷
ছবি: Getty Images/B. Pugliano
নিউজার্সি (১৪টি ইলেকটোরাল ভোট)
এই রাজ্যে জয়ী হিলারি পেয়েছেন ৫৪ দশমিক ৮ শতাংশ ভোট৷ আর ট্রাম্প পেয়েছেন ৪২ শতাংশ৷
ছবি: REUTERS/B. Snyder
ভার্জিনিয়া (১৩টি ইলেকটোরাল ভোট)
এই রাজ্যে জয়ী হিলারি পেয়েছেন ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট, ট্রাম্প পেয়েছেন ৪৫ শতাংশ৷
ছবি: Reuters/B. Snyder
ওয়াশিংটন (১২টি ইলেকটোরাল ভোট)
এই রাজ্যে জয়ী হিলারি পেয়েছেন ৫৬ দশমিক ৩ শতাংশ ভোট, ট্রাম্প পেয়েছেন ৩৭ দশমিক ৮ শতাংশ৷
ছবি: Reuters/C. Barria
ম্যাসেচুসেটস (১১টি ইলেকটোরাল ভোট)
এই রাজ্যে জয়ী হিলারি পেয়েছেন ৬১ শতাংশ ভোট এবং ট্রাম্প পেয়েছেন ৩৩ দশমিক ৪ শতাংশ৷
ছবি: Reuters/A. Latif
অ্যারিজোনা (১১টি ইলেকটোরাল ভোট)
ট্রাম্প এই রাজ্যে জয়ী৷ তিনি পেয়েছেন ৪৯ দশমিক ৭ শতাংশ আর হিলারি পেয়েছেন ৪৫ দশমিক ৩ শতাংশ ভোট৷