1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির ভাবমূর্তি

৫ জুলাই ২০১৩

জার্মান বিয়ারের নাম সারা দুনিয়ায়৷ কিন্তু জার্মান ডেয়ারিগুলিতে বছরে তিন কোটি টন দুধ থেকে চিজ ইত্যাদি নানা ধরনের খাদ্যপণ্য তৈরি করা হয়, যার অর্ধেকই যায় বিদেশে৷

ছবি: picture-alliance/dpa

জার্মান বিয়ারের ক্ষেত্রে এই পরিমাণ রপ্তানির কথা ভাবাই যায় না৷ জার্মানিতে যদি ছয় লিটার বিয়ার তৈরি হয়, তবে তার মাত্র এক লিটার যায় রপ্তানিতে৷ কিন্তু দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে প্রতি দুই লিটার দুধের এক লিটার থেকে তৈরি চিজ, কনডেন্সড মিল্ক, মাখন কিংবা মিল্ক পাউডার যায় বিদেশে৷ কাজেই বড় বড় ডেয়ারিগুলো বিপুল বিনিয়োগ করছে, ছোট ছোট ডেয়ারিগুলি বিশেষ ধরনের পণ্য তৈরি করে রপ্তানি বাজারে তাদের জায়গা করে নিচ্ছে৷

ইউরোপের জন্য চিজ, উত্তর আফ্রিকার জন্য মাখন, এশিয়ার জন্য বেবিফুড – জার্মান ডেয়ারিগুলোর বাজারের কোনো অভাব নেই৷ এমনকি বিশেষভাবে ফোটানো লং লাইফ মিল্কেরও খদ্দের রয়েছে বিদেশে, যেমন চীনে৷ এর একটা কারণ, বিদেশে জার্মান খাদ্যপণ্যের গুণগত উৎকর্ষ সম্পর্কে সুনাম আছে৷ গত বছর একটা বিশেষ জার্মান ব্র্যান্ডের মিল্ক পাউডার এমন রপ্তানি হয়েছিল যে তা জার্মানিতেই পাওয়া যাচ্ছিল না৷

বিয়ার নয়, দুধের রপ্তানি বাড়ছেছবি: picture-alliance/ZB

শুধু চীনেই নয়, মধ্যপ্রাচ্য অথবা উত্তর আফ্রিকার অবস্থাপন্ন মধ্যবিত্তরাও বিশেষ করে খাদ্যপণ্যের ক্ষেত্রে পশ্চিমি পণ্যের দিকেই ঝুঁকছেন৷ শিশুর খাদ্যের ক্ষেত্রে সে কথা বিশেষ করে প্রযোজ্য৷ তবে জার্মান চিজ-ও বিপুল পরিমাণে রপ্তানি হয়, এবং সেটা ইটালি, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ফ্রান্সের মতো দেশে৷ সব মিলিয়ে জার্মানির চিজ রপ্তানি বছরে দশ লাখ টনের বেশি৷

জার্মানিতে দুধ আসে খামারচাষিদের কাছ থেকে, যাদের অস্তিত্ব নির্ভর করে লিটার প্রতি দুধের দামের উপর৷ সে হিসেবটা এতই নড়বড়ে হয়ে এসেছে যে গত পাঁচ বছরে জার্মানিতে প্রায় বিশ হাজার খামারচাষি গোপালন ছেড়ে দিয়েছেন৷ আপাতত দুধ উৎপন্ন করা খামারচাষিদের সংখ্যা মাত্র ৮১ হাজার, যদিও খামার-প্রতি পশুদের সংখ্যা বেড়েছে, কাজেই দুধের উৎপাদন কমেনি৷

সবশেষে বলা দরকার, জার্মানির বিয়ার ব্রুয়ারিগুলোরও যে খুব দুর্দিন চলেছে, এমন নয়৷ ২০০২ থেকে ২০১২ সালের মধ্যে বিদেশে রপ্তানিকৃত বিয়ারের অনুপাত দশ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬ শতাংশে৷ এবং সেটা যে কি পরিমাণ, সেটা বোঝাতে গেলে এটুকু বললেই চলবে যে, ২০১২ সালে চীনে যে পরিমাণ জার্মান বিয়ার রপ্তানি হয়েছে, তা দিয়ে সত্তর লক্ষ বিয়ারের কেস ভরা যায়৷

এসি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ