1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিয়ের আগে চালানো সমীক্ষায় ব্রিটিশ রাজপরিবারের প্রতি সমর্থন

২৬ এপ্রিল ২০১১

ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের বিয়ের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে৷ সোমবার পরিচালিত এক জনমত সমীক্ষায় দেখা গেছে, দুই তৃতীয়াংশ ব্রিটিশ মনে করেন রাজপরিবারের কারণেই ব্রিটেনের যত উন্নতি৷

ছবি: picture-alliance/dpa

সমীক্ষায় দেখা যাচ্ছে, শতকরা ৩৭ ভাগ মানুষ মনে করে, শুক্রবারের বিয়ে নিয়ে তারা সত্যিকারভাবেই আগ্রহী এবংউত্তেজিত৷ সোমবারে ইস্টারের ছুটি ছিল আর দিনটিও ছিল রৌদ্রোজ্জ্বল৷ হাজার হাজার পর্যটক এদিনে ছুটেছেন ওয়েস্টমিনিস্টার অ্যাবে এবং বাকিংহাম প্যালেসে৷ শুক্রবার অনুষ্ঠেয় বিয়ের এই দুটি প্রধান পয়েন্ট৷

বিশ্ব গণমাধ্যমে এই ঐতিহাসিক বিবাহ অনুষ্ঠান সম্প্রচারের জন্যে সব ধরণের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন যন্ত্রকুশলীরা৷ দশ ফুট উচ্চতার ক্যামেরা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে৷ ডজন ডজন টিভি রিপোর্টার ইতোমধ্যেই বিশ্বের দর্শক-শ্রোতাদের জন্যে সম্প্রচার শুরু করেছে৷ বাকিংহাম প্রাসাদের ঠিক পেছনে একটি অস্থায়ী স্ট্যান্ড নির্মাণ করা হয়েছে৷ যেখানে সামনের দিকে ২২টি কাচ ব্যবহার করে তৈরি করা হয়েছে একটি স্টুডিও৷ গাছের রং-এর সঙ্গে যেন মিশে যায় এইজন্যে অস্থায়ী ঐ স্টুডিওটির রং করা হয়েছে সবুজ৷

দ্য গার্ডিয়ান পত্রিকার আইসিএম সমীক্ষায় দেখা গেছে, শতকরা ৬৩ ভাগ ব্রিটিশ মনে করে, রাজতন্ত্র না থাকলে ব্রিটেন খারাপ অবস্থায় পতিত হতো৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ