1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিয়ে করতে না পেরে হেফনারের বোধোদয়

১৯ জুন ২০১১

শেষ বয়সে এসে বিয়ে করার সাধ জেগেছিল প্লেবয় এর প্রতিষ্ঠাতা হিউ হেফনারের৷ কিন্তু সেই সাধ অপূর্ণই থেকে গেল৷ বিয়ের দিন তাই ৮৫ বছর বয়সি ধনকুবের বললেন, একা থাকাটাই সবচেয়ে ভালো৷

এত নারীর সঙ্গ পেয়েও বিয়ে করার সাধ জেগেছিল হেফনারের মনেছবি: AP

প্লেবয় ম্যাগাজিনের ২৫ বছর বয়সি মডেল ক্রিস্টাল হ্যারিসকে নিয়ে নতুন করে সংসার বাঁধার স্বপ্ন দেখছিলেন বর্ষীয়ান হিউ হেফনার৷ দুই জনের বাগদান হয়েছে কয়েক দিন আগে৷ শনিবার ছিল তাদের বিয়ের তারিখ৷ কিন্তু শেষ পর্যন্ত সব ভেস্তে গেল৷ সপ্তাহ খানেক আগে বাগদত্তা ক্রিস্টাল হ্যারিস হঠাৎ করেই মত বদলে ফেলেন৷ জানিয়ে দেন, হেফনারকে বিয়ে করছেন না তিনি৷ এরপর তিনি বেরিয়ে পড়েছেন ভ্রমণে৷

আর অন্যদিকে ভগ্নহৃদয় হিউ হেফনার এখন দিন কাটাচ্ছেন তাঁর বিশাল বাড়িতে ‘রানওয়ে ব্রাইড' এর মতো সব ছবি দেখে৷ ‘রানওয়ে ব্রাইড' ছবিতে নায়িকা জুলিয়া রবার্টসের বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ার মতো কাহিনী যে হেফনারের নিজের জীবনেও ঘটে যাবে তা বোধহয় তিনি আগে বুঝতে পারেন নি৷ যাই হোক, এই ঘটনার পর বন্ধু-বান্ধবদের অনেকে এসেই স্বান্তনা দিয়ে গেছেন৷ শেষ পর্যন্ত হেফনারের বোধহয় হয়েছে৷ তাই টুইটারে ভক্তদের উদ্দেশ্যে তার বার্তা, ‘‘ জীবনে কত কিছুই না ঘটে যায়৷ তবে শেষ পর্যন্ত একা থাকাটাই বোধ হয় সবচেয়ে ভালো৷'' তবে জীবনে বহু নারীর সঙ্গ পাওয়া হেফনারের এই ধ্যান যে কতক্ষণ বজায় থাকে সেটাই দেখার বিষয়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ