1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিয়ে করলেন সাঈফ-কারিনা

১৭ অক্টোবর ২০১২

হবে-হচ্ছে করছিল, অবশেষে হয়ে গেল সাঈফ-কারিনার বিয়ে৷ সুখবরের জন্য উন্মুখ ভক্তরা জানতে পারলেন, মঙ্গলবার সম্পর্কটাকে সামাজিক বন্ধনে বেঁধেছেন বলিউডের দুই সুপারস্টার৷

ছবি: AP

প্রেম করছেন পাঁচ বছর ধরে৷ তাই ১০ বছরের বড় সাঈফ আলী খানকে কারিনা কাপুর বিয়ে করবেন এমন সম্ভাবনার বয়সও বছর পাঁচেকের কম নয়৷ তা মোটামুটি দীর্ঘ এই রোমান্স-পর্বের মাঝে কখনো কখনো বিরহের রাগিনী যে বাজেনি, তা কিন্তু নয়৷ ভারতের সিনে ম্যাগাজিনগুলোতে অন্তত ছাড়াছাড়ির আশঙ্কার পূর্বাভাস পাওয়া গেছে বেশ কয়েকবার৷ সেগুলো যে গুজবের বেশি মর্যাদা পাওয়ার যোগ্য নয় সেটা একশভাগ পরিষ্কার হলো মঙ্গলবার৷

বিয়েটা হয়ে যেতে পারে এমন সম্ভাবনার কথা জানাই ছিল৷ কারিনার কাকা ঋষি কাপুর নিশ্চিত করলেন মুম্বইয়ে বর সাঈফের বাড়িতে বিয়ের প্রথম আনুষ্ঠানিকতা শেষ হওয়ার খবর৷ ‘‘আমাদের পরিবারের জন্য এটা খুব আনন্দের মুহূর্ত''৷ ঋষির এ কথায় বোঝা গেল কাপুর পরিবারেও এখন ‘সাঈফিনা'-র এ বিয়েকে ঘিরে আনন্দের জোয়ার বইছে৷

বিয়ের রেজিস্ট্রার সুরেখা রমেশ বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘তিনজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে নিবন্ধন করা হয়েছে৷ সাক্ষী তিনজন হলেন কারিনার বাবা রণধীর কাপুর, মা ববিতা আর সাঈফের মা শর্মিলা ঠাকুর৷'' সাক্ষী তিনজন ছাড়া অনুষ্ঠানে দুই পরিবারের খুব ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত ছিলেন৷ পরে তাজমহল প্যালেসের অনুষ্ঠানে বলিউড তারকাদেরও ঢল নামার কথা৷

অনেকের মতে ‘কুরবান’ ছবি করার সময়েই আরো গভীর হয়েছিল সাঈফ-কারিনার প্রেম...

কাপুর পরিবারের জন্য এ বিয়ে যেমন উত্তুঙ্গ আনন্দের, তেমনি নিদারুণ এক অতীতকে মনে করিয়ে দেয়া ঘটনাও৷ সময়ের হাত ধরে সব কিছুই যে বেশ বদলে গেছে, যাচ্ছে, তার জ্বলজ্যান্ত উদাহরণও সাঈফ-কারিনার এ বিয়ে৷ বছর চল্লিশেক আগে মুম্বইয়েই রূপালি পর্দার দু্ই তারকা জুটি বাঁধতে চেয়েছিলেন বাস্তব জীবনেও৷ কারিনার দাদু, বলিউড কিংবদন্তী রাজ কাপুর আর নার্গিসের মাঝে তখন দেয়াল হয়ে দাঁড়িয়েছিল তাঁদের ধর্মীয় পরিচয়৷ রাজ কাপুরের মৃত্যুর ২৪ বছর পর কারিনা তাঁর পরিবারের সেই দেয়াল ভাঙলেন অবলীলায়৷

সাঈফ আলী খানের পরিবারে অবশ্য এ দেয়াল ধুলোয় মিশেছে অনেক আগেই৷ নইলে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী শর্মিলা ঠাকুর পতৌদির নবাব মনসুর আলী খানকে বিয়ে করে আয়শা সুলতানা হতেন না, তাঁদের সন্তান হয়ে সাঈফও হয়ত আসতেন না এই পৃথিবীতে৷

যা হোক, সুখবর পাওয়ার পর থেকে সাঈফের দ্বিতীয় এবং কারিনার প্রথম বিয়ে তাঁদের জীবনে যেন অনাবিল সুখ বয়ে আনে – এ কামনা করছেন সবাই৷ বলিউড তারকাদের মধ্যে টুইটারের মাধ্যমে সবার আগে এ বার্তা পাঠিয়েছেন শাহরুখ খান৷ সবার মনে আছে নিশ্চয়ই, মাত্র ২১ বছর বয়সে সাবেক বলিউড অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সাঈফ৷ ১৩ বছর সংসার করার পর ২০০৪ সালে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের৷ কারিনা তখন অভিনেতা শহিদ কাপুরের প্রেমিকা৷ শহিদ জীবন থেকে চলে যাওয়ার পরই আসেন সাঈফ, অবশেষে যিনি জীবনসঙ্গীও হলেন এই কাপুর তনয়ার৷

এসিবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ