1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিয়ে ভেঙে দেয়ার ঘোষণা করলেন শোয়ার্জেনেগার

১০ মে ২০১১

এক-আধ বছর নয়৷ প্রায় ২৫ বছর বিবাহবন্ধনে বাঁধা ছিলেন হলিউডের বহু ‘ব্লক বাস্টার’ ছবির স্টার আর্নল্ড শোয়ার্জেনেগার এবং মারিয়া শ্রাইভার৷ তাও আবার সে বিয়ে ছিল অত্যন্ত ‘হাই প্রোফাইল’৷ কিন্তু সেই বিয়েও আর টিকলো না৷

আর্নল্ড শোয়ার্জেনেগারছবি: AP

২০১০ সালের জানুয়ারি মাসে ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদ শেষ করেন ৬৪ বছর বয়সি রিপাবলিক্যান দলের রাজনীতিক কাম অভিনেতা - আর্নল্ড শোয়ার্জেনেগার৷ এরপর শোনা যায়, তিনি নাকি আবারো ফিরে আসছেন হলিউডে৷ অভিনয় করছেন ‘টার্মিনেটর' ছবির পঞ্চম পর্বে৷ কিন্তু না৷ এবার আর রূপালি পর্দা নয়, নিজের বৈবাহিক জীবনের অনিশ্চয়তার কারণে তাঁর নাম উঠে এসেছে মিডিয়াতে৷

জানা গেছে, গত বেশ ক'য়েক সপ্তাহ ধরেই আলাদা থাকছেন আর্নল্ড এবং মারিয়া৷ প্রাক্তন ঐ গভর্নরের কথায়, ‘‘আমাদের দু'জনের জন্যই এ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ব্যক্তিজীবন এবং পেশার দিক থেকে এ সময়টা একটি গুণগত পরিবর্তন নিয়ে আসবে বলে আশা করি৷'' তিনি বলেন, ‘‘আমরা অনেক চিন্তা-ভাবনা, আলোচনা এবং পরস্পরের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্তে পৌঁছেছি৷''

দ্য এলএ টাইমস'এর খবর, প্রেসিডেন্ট কেনেডি পরিবারের কন্যা ৫৫ বছর বয়স্কা মারিয়া শ্রাইভার লস এঞ্জেলেস'এর অভিজাত এলাকা ব্রেন্টউড'এর মহল ছেড়ে ইতিমধ্যেই অন্যত্র চলে গেছেন৷ তাই তাঁদের বিয়ে যে প্রায় ভাঙার পথে - তা বলাই বাহুল্য৷ উল্লেখ্য, ১৯৭৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আর্নল্ড এবং মারিয়া৷ তাঁদের মোট চারটি সন্তান৷ যাদের বয়েস ১৪ থেকে ২১'এর মধ্যে৷

‘মাসলম্যান' বলে খ্যাত, অস্ট্রিয়ায় জন্ম নেয়া, আর্নল্ড শোয়ার্জেনেগার'এর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে ‘হারকিউলিক্স ইন দ্য নিউইয়র্ক', ‘দ্য টার্মিনেটর', ‘কমান্ডো' অন্যতম৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ