জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমানো যেমন জরুরি, তেমনই জরুরি এরই মধ্যে বায়ুমণ্ডলে থাকা কার্বনের উপস্থিতি হ্রাস করা৷ আর সে কাজে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে গাছ৷ অথচ, বিশ্বের নানা স্থানেই বন উজাড় করে কৃষি জমি এবং নগরায়ন করা হচ্ছে৷ ভারতের সিডকপ্টার কোম্পানি বনায়নে নিয়ে এসেছে প্রযুক্তির ব্যবহার৷ ড্রোনের মাধ্যমে বীজ ছড়িয়ে বন সৃষ্টির চেষ্টা করছে তারা৷