২০ বছরের মেয়েটি সমাজের প্রচলিত রীতির বিরুদ্ধে গিয়ে ভিন্ন সম্প্রদায়ের এক যুবককে ভালোবেসেছিল৷ কিন্তু এর পরিণতি ভয়াবহ৷ গ্রামের মোড়লের নির্দেশে গণধর্ষিতা হয় সে!
বিজ্ঞাপন
না, পাকিস্তানের মুজফফরগড় নয়, যেখানে গ্রামসভার নির্দেশে গণধর্ষণ করা হয়েছিল মুখতারণ মাঈ-কে৷ হরিয়ানা, পঞ্জাব বা উত্তর ভারতের কোনো প্রত্যন্ত গ্রামের ঘটনাও নয়, যেখানে প্রায়শই খাপ পঞ্চায়েতের নির্দেশে খুন করা হয় ‘বেয়াড়া' ছেলে-মেয়েদের৷ এবারের ন্যায়বিচারের মঞ্চ হল শিক্ষিত, সংস্কৃতিমনস্ক এবং সচেতন রাজ্য হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ৷ সেই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর থানা এলাকা৷ রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী যে জেলায়, সেই বীরভূম৷ সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাস ছিল যেখানে, সেই লাভপুরের রাজারামপুর গ্রাম৷ সেখানেই উপজাতীয় গোষ্ঠীর এক প্রাপ্তবয়স্কা মেয়ে ভালোবেসেছিল অন্য সম্প্রদায়ের একটি ছেলেকে৷ সেই ‘অপরাধে' প্রথমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল তাদের৷ কিন্তু জরিমানা আদায় করতে না পেরে গ্রামের পুরুষরা সারা রাত ধরে পালা করে ধর্ষণ করে মেয়েটিকে!
এশিয়া ২০১৩ : ফিরে দেখা
বিদায়ী বছরে অনেক ঘটনা ঘটেছে এশিয়ায়৷ ক্ষমতার পট পরিবর্তন, যুদ্ধের আশঙ্কা হ্রাস এবং বৃদ্ধি, সহিংসতা, বিক্ষোভ, প্রাকৃতিক বিপর্যয়, ধর্ষণ – কী হয়নি ২০১৩ সালে! আজকের ছবিঘর তেমনি কিছু ঘটনার দিকেই ফিরে তাকানোর প্রয়াস৷
ছবি: Reuters
বাংলাদেশে রাজনৈতিক সংকট এবং সহিংসতা
দক্ষিণ এশিয়ার এ দেশটিতে বছর জুড়েই চলেছে রাজনৈতিক সংকট এবং সহিংসতা৷ যুদ্ধাপরাধীদের বিচার এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি – এই দুটো ইস্যুকে ঘিরে ব্যাপক সহিংসতায় ৫০০ জনেরও বেশি মানুষ মারা গেছে দেশটিতে৷
ছবি: DW/M. Mamun
কিম জং উনের পারমাণবিক পরীক্ষা
১২ ফেব্রুয়ারি বিশ্বের অনেকগুলো ভূকম্পন কেন্দ্র উত্তর কোরিয়ার উত্তর-পূর্ব প্রান্তের মাটির এক কিলোমিটার গভীরে কম্পন অনুভব করে৷ ২০০৬ ও ২০০৯ সালের পর ওটা ছিল উত্তর কোরিয়ার সফল তৃতীয় পারমাণবিক পরীক্ষা৷ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সব দেশতো বটেই, এমনকি উত্তর কোরিয়ার বন্ধুরাষ্ট্র চীনও এর নিন্দা করে৷
ছবি: picture alliance / Yonhap
বাংলাদেশে পোশাক শিল্প কারখানায় ধস
গত ২৪ এপ্রিল বাংলাদেশে একটি আটতলা ভবন ধসে পড়ে৷ ভবনটিতে কয়েকটি তৈরি পোশাকের কারখানা, বেশ কিছু দোকান এবং একটি ব্যাংক ছিল৷ অনুমতি ছাড়া নির্মিত এ ভবন ধসে পড়ায় এগার’শ-রও বেশি মানুষ নিহত এবং আড়াই হাজারেরও বেশি মানুষ আহত হয়৷ এর ফলে প্রতিবাদের ঝড় ওঠে এবং পোশাক শিল্প কারখানায় কাজের পরিবেশ নিয়েও প্রচুর বিতর্ক হয়৷
ছবি: Reuters
পাকিস্তানে ঐতিহাসিক নির্বাচন
পাকিস্তানে মে মাসে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জিতে নওয়াজ শরিফের রক্ষণশীল মুসলিম লীগ ক্ষমতায় এসেছে৷ দেশটির ইতিহাসে এই প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের কাছে আরেকটি নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর করে৷
ছবি: picture-alliance/landov
ইরানে নতুন প্রেসিডেন্ট
মাহমুদ আহমাদিনেজাদের মেয়াদ পূর্ণ হবার পর এ বছর ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মধ্যপন্থি হাসান রোহানি৷ তাঁর ‘মনোহর কূটনীতি’ ইতিমধ্যে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছে৷ নভেম্বরের শেষ দিকে দেশটির সঙ্গে পারমাণবিক কর্মসূচি বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির বোঝাপড়া হয়৷ এর ফলে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল হবে বলে আশা করা হচ্ছে৷
ছবি: Irna
ভারতে ধর্ষকদের মৃত্যুদণ্ড
২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে এক তরুণীর প্রহার এবং ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়ার ঘটনায় চার ধর্ষককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত৷ ২৩ বছর বয়সি তরুণীটির করুণ জীবনাবসান আলোড়ন তোলে৷ এ ঘটনা ভারতে নারীদের নিরাপত্তা এবং মর্যাদা নিয়ে সর্বস্তরে তুমুল বিতর্কের জন্ম দেয়৷
ছবি: Reuters
চীনে বো শিলাই-এর শাস্তি
দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত সেপ্টেম্বরে বো শিলাই-কে কারাদণ্ড দেয়া হয়৷ একই সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর এই সাবেক সদস্যের কয়েক মিলিয়ন ডলার মূল্যের সম্পদ বাজেয়াপ্তও করা হয়৷ অভিযুক্ত হওয়ার আগ পর্যন্ত বো শিলাই-এর কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আসার সম্ভাবনা উজ্জ্বল ছিল৷
ছবি: picture-alliance/dpa
কুন্দুস হস্তান্তর
গত ৬ অক্টোবর জার্মানির প্রতিরক্ষামন্ত্রী টোমাস দেমেজিয়ের এবং পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে আফগান বাহিনীর কাছে কুন্দুসে থাকা জার্মান সশস্ত্র বাহিনীর ক্যাম্পটি হস্তান্তর করেন৷ এরপর থেকে জার্মান সৈন্যরা উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফে তাঁদের প্রধান কার্যালয়ে অবস্থান নিয়েছে৷
ছবি: Reuters
ঘূর্ণিঝড় হাইয়ান
নভেম্বরে ঘূর্ণিঝড় হাইয়ান ফিলিপিন্সের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হানলে ৫ হাজারেরও বেশি মানুষ নিহত এবং অন্তত হাজার দশেক আহত হয়, গৃহহারা হয় প্রায় চল্লিশ লক্ষ মানুষ৷ ফিলিপিন্সে এমন ভয়ংকর ঘূর্ণিঝড় আগে কখনো হয়নি৷
ছবি: DW/P. Hille
থাইল্যান্ডে প্রতিবাদ
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে চলমান বিক্ষোভ ২৫ নভেম্বর চূড়ান্ত রূপ নেয়৷ বিক্ষোভকারীরা সেদিন রাজধানী ব্যাংককের সরকারি কেন্দ্রীয় ভবনে ঢুকে পড়ে৷ ইংলাক সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওায়াত্রার ছোট বোন৷ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিনের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহারের উদ্যোগ নিয়ে তাঁকে নির্বাসন থেকে ফেরানোর চেষ্টা করায় শুরু হওয়া এই বিক্ষোভ এখনো চলছে৷
ছবি: Reuters
চীনের সংস্কার পরিকল্পনা
নভেম্বরের আরেকটি আলোচিত ঘটনা চীনের কম্যুনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভা৷ সংস্কার পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে আহ্বান করা এ সভায় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়৷ বেসরকারি উদ্যোগ, বিদেশী বিনিয়োগকে আরো উৎসাহিত করা, স্থানীয় আদালতকে আরো স্বাধীন করার মতো বিষয়ও ছিল আলোচ্যসূচিতে৷ তবে চীনের শ্রমশিবির বিষয়ক ঘোষণার কার্যকারীতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷
ছবি: Reuters
পূর্ব চীন সাগর বিরোধ
পূর্ব চীন সাগরের সেনকাকু দ্বীপমালার ওপর দাবি জোরদার করতে ‘বায়ু প্রতিরক্ষা সনাক্তরণ এলাকা’ ঘোষণা করে বেইজিং৷ জাপানের নিয়ন্ত্রণাধীন চীনও দ্বীপমালাটির মালিকানা দাবি করে আসছে৷ নির্ধারিত আকাশ প্রতিরক্ষা অঞ্চলে অন্য দেশের বিমান প্রবেশ করার আগে পরিচয় জানাতে হবে – এই দাবি করে চীনের ‘বায়ু প্রতিরক্ষা সনাক্তরণ এলাকা’ ঘোষণার পর যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া সেখানে বিমান পাঠায়৷
ছবি: picture-alliance/dpa
নিজের ফুফার মৃত্যুদণ্ড কার্যকর করলেন কিম
ডিসেম্বরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ফুফা জ্যাং সং থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷ দেশদ্রোহীতা, ক্ষমতা দখলের ষড়যন্ত্র, মাত্রাতিরিক্ত নেশা এবং নারীলিপ্সাসহ অনেকগুলো অভিযোগ বিশেষ সামরিক আদালতে প্রমাণিত হয়েছে বলে দাবি করে এ শাস্তি কার্যকর করা হয়৷ জ্যাং সং থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করায় উত্তর কোরিয়া সরকারের ব্যাপক সমালোচনা হয়েছে৷
ছবি: Reuters
13 ছবি1 | 13
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার৷ লোক জানাজানি হয়েছে পরের দিন, বুধবার, মেয়েটি পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর৷ বৃহস্পতিবার খবরের কাগজে যে ঘটনা জানাজানি হওয়ার পর স্তম্ভিত গোটা রাজ্য, দেশ! মেয়েটির অভিযোগের ভিত্তিতে ধর্ষণের দায়ে ১৩ জন বিভিন্ন বয়সের পুরুষ গ্রেপ্তার হয় বুধবার রাতেই৷ কিন্তু বৃহস্পতিবার তাদের সিউড়ি আদালতে তোলা হলে, পুলিশ তাদের হেফাজতে নেওয়ার আবেদন না করায় ১৩ জনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়ে দেন বিচারক৷ জেলা পুলিশের এই উদ্যোগহীনতা এবং নির্বিকার মনোভাবে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি পদ থেকে সরিয়ে দিয়েছেন বীরভূম জেলার পুলিশ সুপারকে৷ তিরস্কৃত হয়েছেন রাজ্য পুলিশের অন্যান্য পদাধিকারীরাও৷ কিন্তু ক্রমশ এই ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে, তা গ্রামসমাজের নির্মম মানসিকতা সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে৷
যেমন জানা যাচ্ছে, লাভপুরের এক তৃণমূল পঞ্চায়েত সদস্য আগাগোড়া উপস্থিত ছিলেন রাজারামপুরের পাশের গ্রাম সুবলপুরে মঙ্গলবার বসা ওই সালিশি সভায়, যেখানে ওই দুই বিবাহ-ইচ্ছুক যুবক-যুবতীর ‘বিচার' করে, তাদের মাথাপিছু ২৭ হাজার টাকা করে জরিমানা ধার্য করেছিল গ্রামের মোড়ল৷ নিম্নবিত্ত পরিবারের ওই ছেলে-মেয়েদের অত টাকা দেওয়ার সামর্থ না থাকায় মোড়লের নিদান ছিল, তা হলে গ্রামের পুরুষরা ওই মেয়েটিকে নিয়ে ‘ফূর্তি' করে নিক! সেই অমানবিক ফূর্তিই চলেছিল মঙ্গলবার সারা রাত ধরে এবং মেয়েটির বয়ান অনুযায়ী, সদ্য বয়োঃপ্রাপ্ত কিশোর থেকে শুরু করে তার বাবার বয়সি লোকেরাও সেই আমোদে সামিল হয়েছিল! বহু কাকুতি-মিনতি, শারীরিক যন্ত্রণার তীব্র আর্তনাদ সত্ত্বেও মেয়েটিকে পালা করে ধর্ষণ করে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছিল সেদিন৷
তবে সবথেকে উদ্বেগজনক প্রবণতা ধরা পড়েছে মেয়েটির গ্রামের মহিলাদের কথায়, যারা রীতিমত ক্ষিপ্ত যে, মেয়েটি কেন পুলিশের কাছে গিয়ে নালিশ করল! অর্থাৎ বিচারের নামে যে নির্যাতন হয়েছে মেয়েটির উপর, তাতে পরোক্ষে তাদের সায়ই আছে! এবং সেখানেই শেষ নয়, পুলিশ এবং সংবাদমাধ্যমের সামনে বারবার মেয়েটির চরিত্রহীনতার কথা বলে, মেয়েটির বাড়িতে ছেলেটির সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার গল্প বানিয়ে ওই মহিলারা প্রমাণ করতে মরীয়া যে, দোষ মেয়েটিরই! এবং তাকে যদি শাস্তি না দেওয়া হতো, তা হলে সমাজের কাছে ভুল সংকেত যেত৷ ‘‘আমাদের বাড়ির মেয়েরাও খারাপ হয়ে যেত'', সমবেতকণ্ঠে বলেছেন ওই মহিলারা৷ যদিও পুলিশের কাছে দেওয়া বয়ানে মেয়েটি যা জানিয়েছে, তাতে বোঝা যায় যে, ভদ্র সমাজের প্রথা মেনেই বিয়ের কথা বলতে ছেলেটি তাদের বাড়ি এসেছিল৷ তখনই দলবল নিয়ে চড়াও হয় গ্রামের মোড়ল বলাই মাড্ডি৷ তাদের দু'জনকে বেঁধে নিয়ে যাওয়া হয় মোড়লের বাড়িতে, বিচারসভা বসে সেখানেই৷ এবং শেষ পর্যন্ত ওই বাড়ির রান্নাঘরেই মেয়েটি গণধর্ষিতা হয় রাতভর৷
গুরুতর আঘাত নিয়ে মেয়েটি এখন সিউড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ গ্রেপ্তার হয়ে জেলহাজতে ওই মোড়লসহ ১৩ জন অভিযুক্ত৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে নড়েচড়ে বসেছে প্রশাসনও৷ হয়ত দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তিবিধানও হয়ে যাবে দোষীদের৷ হয়ত মেয়েটিও একদিন আবার সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে৷ এই ভয়ঙ্কর গণধর্ষণের ক্ষত একদিন হয়ত শুকিয়ে যাবে তার হৃদয় থেকে৷ কিন্তু যে সমাজ এখনও ধর্ষণকে ফূর্তি ভাবে, ন্যায়বিচার ভাবে, সেই সমাজ যে কোন ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে, তা ভাবতেও ভয় হয়!