1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বীরাঙ্গনাদের দাবি মুক্তিযোদ্ধার স্বীকৃতি

২৯ জানুয়ারি ২০১১

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য অনেকে অনেক খেতাব পেয়েছেন৷ বীরশ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর প্রতীক সম্মানে ভূষিত হয়েছেন৷ কিন্তু বীরাঙ্গনা খেতাব পাওয়া বাংলা মায়েদের ভাগ্যে এখনও জোটেনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি৷

Rahela, Begum, Sirajgonj, Bangladesh, বীরাঙ্গনা, রাহেলা, বেগম, বাংলাদেশ, সিরাজগঞ্জ, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, raped, Pakistani, army, accomplices, liberation, war, 1971, Shafina, lohani, Director, SUMS,
বীরাঙ্গনা রাহেলা বেগমছবি: Shafina lohani

‘‘মুক্তিযোদ্ধারা নিজেদের প্রাণবাজি রেখে লড়াই করেছেন৷ দেশকে স্বাধীন করেছেন৷ কিন্তু দেশ স্বাধীন করতে আমরা আমাদের মান-সম্ভ্রম উৎসর্গ করেছি৷ আমাদের মানের কি কোনই মূল্য নেই?'' স্বাধীন বাংলাদেশের নীতি-নির্ধারক আর সুশীল সমাজের কাছে এভাবেই প্রশ্ন ছুঁড়ে দিলেন সিরাজগঞ্জের বীরাঙ্গনা রাহেলা বেগম৷ দীর্ঘ নয়মাসের মুক্তিযুদ্ধের সময় দুই থেকে প্রায় চার লাখ বীর মায়ের মান-সম্ভ্রম হানি করেছে পাক বাহিনীর নরপিশাচরা৷ তাদের উপর শারীরিক নির্যাতন চালিয়েছে৷ অনেককে ধর্ষণের পর আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে পাক সেনারা৷ কাউকে সেনা শিবিরে আটকে রেখে তাদের উপর চালানো হয়েছে অমানুষিক নির্যাতন৷ এসব বীর নারীদের অধিকাংশই চলে গেছেন দৃষ্টির আড়ালে৷ তবে দেশ স্বাধীন হওয়ার পর হাতে গোনা কিছু বীর মায়ের খোঁজ মেলে৷

বীরাঙ্গনা শামসুন্নাহারছবি: Shafina Lohani

স্বাধীনতা অর্জনের পর ৪০ বছর পার করছে বাংলাদেশ৷ এই দীর্ঘ সময়ে নীরবে নিভৃতে হারিয়ে গেছে বীর মায়েদের অনেকেই৷ অথচ স্বল্প যে ক'জন বীর নারী এখনও রয়েছেন নির্মম ইতিহাসের সাক্ষী হয়ে তাদের ভাগ্যে জোটেনি কিছুই৷ এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা শব্দটিও যোগ হয়নি এসব বীরাঙ্গনাদের নামের পাশে৷ উল্টো সমাজ-সংসারের কাছ থেকেই অনেকের ভাগ্যে জুটেছে আরো বেশি বঞ্চনা, হয়রানি আর নির্যাতন৷

সহায়-সম্বলহীন রাহেলা, আমেনা আর রাসমনিরা অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন৷ দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসব বীর মায়েদের পাশে এসে দাঁড়ান৷ তাঁদের মাথায় হাত বুলিয়ে প্রতিশ্রুতি দেন তাঁদের দেখাশোনার ভার গ্রহণের৷ কিন্তু বঙ্গবন্ধু পৃথিবী থেকে বিদায় নিলে আর কোন সরকার প্রধান ফিরে দেখেননি এসব বীরাঙ্গনাদের দিকে৷ ডয়চে ভেলের সাথে টেলিফোন সাক্ষাৎকারে শামসুন্নাহারের আক্ষেপ, ‘‘বঙ্গবন্ধু আমাদের মাথায় হাত দিয়ে বলে গিয়েছিলেন আমাদের জীবন-জীবিকার দায়িত্ব সব তাঁর৷ কিন্তু তাঁর মৃত্যুর পর তাঁর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এলেও আমাদের কোন খোঁজ খবর নিলেন না৷ সরকারের কাছ থেকে মুক্তিযোদ্ধা সনদ কিংবা কোন ভাতাও আমাদের ভাগ্যে জোটেনি৷''

বীরাঙ্গনা রাজু বালাছবি: Shafina Lohani

স্বাধীনতার পর বঙ্গবন্ধুর আহ্বানে ড. নীলিমা ইব্রাহীমের নেতৃত্বে নারী পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়৷ মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পুনর্বাসনের একটা উদ্যোগ শুরু সেই সময় থেকেই৷ পরবর্তীতে সরকারের পক্ষ থেকে কোন উদ্যোগ না থাকলেও বেসরকারি সংগঠন সিরাজগঞ্জ উত্তরণ মহিলা সংস্থা এসব নির্যাতিত নারীদের লালন ও তাদের সমাজে প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ মুক্তিযোদ্ধা সাফিনা লোহানীর নেতৃত্বে পরিচালিত সংস্থাটির ছায়াতলে বর্তমানে রয়েছেন ২১ জন বীরাঙ্গনা৷ তাঁদেরই একজন ৫০ বছর বয়সি শামসুন্নাহার৷

বীরাঙ্গনা কমলা বেগমছবি: Shafina lohani

শামসুন্নাহার ডয়চে ভেলের কাছে তাঁর করুণ কাহিনী তুলে ধরেন৷ জানালেন, ‘‘বিয়ের মাত্র তিন মাস পর দেশে যুদ্ধ বাধে৷ আর যুদ্ধের মাঝামাঝি সময়ে তাঁর চোখের সামনে দুই সারিতে ৮০ জন মুক্তিযোদ্ধাকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করে পাক সেনারা৷ এরপর বর্বরোচিত নির্যাতন নেমে আসে আমার নিজের উপর৷ রাজাকার ও পাক সেনাসহ ১৩ জন একের পর এক ধর্ষণ করে৷ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় নদীর ধারে৷'' তবুও ভাগ্য জোরে বেঁচে যান আছিয়া৷ কিন্তু আর কখনও স্বামীর খোঁজ পাননি৷ শ্বশুর-শাশুড়ি কিংবা আত্মীয় স্বজনও তাঁকে আশ্রয় দেয়নি৷ সেই থেকে সমাজের গ্লানি ও ঘৃণা সহ্য করে যাচ্ছেন৷ অভাব-অনটনের মাঝে কোনরকমে দিন কাটাচ্ছেন৷

তবে আছিয়া, রাহেলার মতো এসব বীর মায়েদের জাতির কাছে চাওয়া খুব বেশি কিছু নয়৷ নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি আর যুদ্ধের সময় নারকীয় তাণ্ডবের হোতা যুদ্ধাপরাধীদের বিচার৷ বাংলার এসব বীরাঙ্গনা পৃথিবী থেকে চির বিদায় নেওয়ার আগেই তাঁদের এই চাওয়া পূরণে সরকার এগিয়ে আসুক সেই দাবিই জোর দিয়ে বললেন বীরাঙ্গনাদের অধিকার আদায়ে সংগ্রামরত মুক্তিযোদ্ধা সাফিনা লোহানী৷ একইসাথে বাঙালি জাতি ও সমাজ এসব বীর নারীদের তাঁদের ত্যাগ ও বীরত্বের জন্য সম্মান জানাবে এটিই সবার প্রত্যাশা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ