1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সংস্কৃতিযুক্তরাজ্য

বুকার পেলেন আইরিশ লেখক লিঞ্চ

২৭ নভেম্বর ২০২৩

আইরিশ লেখক পল লিঞ্চ বুকার পেলেন। তার 'প্রফেট সং' উপন্যাসের জন্য।

লন্ডনে একটি অনুষ্ঠানে লিঞ্চের হাতে বুকার পুরস্কার তুলে দেয়া হয়।
'প্রফেট সং' বইয়ের জন্য ২০২৩ সালের বুকার পেয়েছেন লিঞ্চ। ছবি: Alberto Pezzali/AP Photo/picture alliance

'প্রফেট সং' হলো লিঞ্চের পঞ্চম উপন্যাস। এই উপন্যাসে তিনি ভবিষ্যতের এক কাল্পনিক টোলাটেরিয়ান বা সর্বগ্রাসী সমাজের ভয়ংকর অবিচারের ছবি সামনে এনেছেন। সেই, সমাজে এক নারী তার পরিবারকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। এরপর গৃহযুদ্ধ শুরু হয়। ওই নারী তার পরিবারকে নিয়ে বিদেশে পালিয়ে যান।

৪৬ বছর বয়সি ওই লেখক চার বছর ধরে এই উপন্যাস লিখেছেন। তার মাথায় ঘুরেছে সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধ এবং পশ্চিমা দেশগুলির তা নিয়ে উদাসীনতা।

বুকারের ওয়েবসাইটে লিঞ্চ লিখেছেন, ''আমি আধুনিক সময়ের বিশৃঙ্খলাকে দেখতে চেয়েছি। পশ্চিমা দেশগুলির গণতান্ত্রিক ব্যবস্থায় অস্থিরতা, সিরিয়ার সমস্যা, গোটা দেশের বিস্ফোরক অবস্থা, অভিবাসন সমস্যা, এবং পশ্চিমা দেশগুলির উদাসীন মনোভাব....আমি বইয়ের শেষে পাঠকদের এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে তারা শুধু সমস্যাটা জানবেই না, তারা অনুভব করতে পারবে।''

'বইয়ের সময়োত্তীর্ণ থিম প্রভাবিত করেছে'

ক্যানাডার সাহিত্যিক ও বুকারের বিচারকদের প্যানেলের সদস্য এসি এডুজেন বলেছেন, ''আবেগসমৃদ্ধ গল্প বলার রীতিই জয়ী হয়েছে। লিঞ্চ এই রীতিতে অসাধারণ সাফল্য পেয়েছেন।''

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দিন কয়েক আগেই অতি-দক্ষিণপন্থিদের তাণ্ডব হয়েছে। এডুজেন বলেছেন, ''সাম্প্রতিক এই ঘটনা নিয়েও বুকারকমিটিতে আলোচনা হয়েছে। তবে বইটি এই কারণে বুকার জেতেনি।''

তার বক্তব্য, ''লিঞ্চের বই বর্তমান সময়ের সামাজিক ও রাজনৈতিক উৎকন্ঠাকে ধরতে পেরেছে। সেই সঙ্গে বইতে আছে একটি কালজয়ী থিম।''

তিনি এটাও জানিয়েছেন, ''লিঞ্চকে পুরস্কার দেয়া নিয়ে সকলেই একমত ছিলেন এমন ন। ছয় ঘণ্টা ধরে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।''

জিএইচ/এসজি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ